২০১৩ বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০১৩ বিডব্লিউ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ
টুর্নামেন্টের বিবরণ
আসর২০তম
প্রতিযোগী৩৪৫
দেশ৪৯
মাঠতিয়ানহে স্পোর্টস সেন্টার
অবস্থানগুয়াংঝু
২০১৩ বিডব্লিউএফ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ
একক   পুরুষ   প্রমিলা  
দ্বৈত   পুরুষ   প্রমিলা   মিশ্র

২০১৩ বিডব্লিউ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ (ইংরেজি: 2013 BWF World Championships) চীনের গুয়াংঝু শহরের তিয়ানহে স্পোর্টস সেন্টারে ৫-১১ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হয়।[১] বিশ্বের ৪৯টি দেশের ৩৪৫জন ব্যাডমিন্টন প্রতিযোগী অংশগ্রহণ করেন। স্বাগতিক চীনের প্রতিযোগীগণ সর্বমোট ৮টি পদকপ্রাপ্তির মাধ্যমে প্রতিযোগিতায় শীর্ষস্থান দখল করে। ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন এ প্রতিযোগিতা পরিচালনা করে। ১৯৭৭ সালে সাবেক বিশ্ব ব্যাডমিন্টন ফেডারেশনের পরিচালনায় ১৯৮৩ সাল পর্যন্ত ত্রি-বার্ষিকভিত্তিতে অনুষ্ঠিত হতো। নিয়মিতভাবে অনুষ্ঠিত ব্যাডমিন্টনের এ বৈশ্বিক প্রতিযোগিতাটি ২০তম আসররূপে পরিচিত।

সময়সূচী[সম্পাদনা]

২২ জুলাই, ২০১৩ তারিখে গুয়াংঝুতে ড্র অনুষ্ঠিত হয়। ব্যাডমিন্টনের পাঁচটি বিভাগই প্রথমদিনে শুরু হয়। চূড়ান্ত খেলাটি সর্বশেষ দিনে আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়।

সকল সময়ই চীনের স্থানীয় সময় অনুযায়ী (ইউটিসি+৮)।

তারিখ সময় রাউন্ড
৫ আগস্ট, ২০১৩ ১০:০০ ১/৬৪
৬ আগস্ট, ২০১৩ ১৩:০০ ১/৬৪
১/৩২
৭ আগস্ট, ২০১৩ ১০:০০ ১/৩২
৮ আগস্ট, ২০১৩ ১৩:০০ ১/১৬
৯ আগস্ট, ২০১৩ ১২:০০ কোয়ার্টার-ফাইনাল
১৮:০০ কোয়ার্টার-ফাইনাল
১০ আগস্ট, ২০১৩ ১২:০০ সেমি-ফাইনাল
১৮:০০ সেমি-ফাইনাল
১১ আগস্ট, ২০১৩ ১৩:০০ ফাইনাল

পদক বিজয়ীদের তালিকা[সম্পাদনা]

Event স্বর্ণ রৌপ্য ব্রোঞ্জ
পুরুষ - একক
বিস্তারিত
 লিন দান
চীন (CHN)
 লি চোং উই
মালয়েশিয়া (MAS)
 নুয়েন তিনেয়ন মিনহ
ভিয়েতনাম (VIE)
 দু পেঙ্গু
চীন (CHN)
প্রমিলা - একক
বিস্তারিত
 রাচানোক ইনথানন
থাইল্যান্ড (THA)
 লি জুইরুই
চীন (CHN)
 বায়ে ইউন-জু
দক্ষিণ কোরিয়া (KOR)
 পি ভি সিন্ধু
ভারত (IND)
পুরুষ - দ্বৈত
বিস্তারিত
 হেন্দ্রা সেতিয়াওয়ান
মুহাম্মদ আহসান
ইন্দোনেশিয়া (INA)
 ম্যাথিয়াস বো
কার্স্টেন মোগেনসেন
ডেনমার্ক (DEN)
 কাই ইউন
ফু হাইফেং
চীন (CHN)
 কিম কি-জাং
কিম সা-রাং
দক্ষিণ কোরিয়া (KOR)
প্রমিলা - দ্বৈত
বিস্তারিত
 ওয়াং জিয়াওলি
ইউ ইয়াং
চীন (CHN)
 ইওম হাই-ওন
জাং ইয়ে-না
দক্ষিণ কোরিয়া (KOR)
 তিয়ান কিং
ঝাও ইউনলেই
চীন (CHN)
 ক্রিস্টিনা পেডারসেন
কামিলা রায়টার জুহি
ডেনমার্ক (DEN)
মিশ্র - দ্বৈত
বিস্তারিত
 তনতোই আহমদ
লিলিয়ানা নাতসার
ইন্দোনেশিয়া (INA)
 জু চেন
মা জিন
চীন (CHN)
 শিন বায়েক-চিওল
ইয়ম হাই-ওন
দক্ষিণ কোরিয়া (KOR)
 ঝং নান
ঝাও ইউনলেই
চীন (CHN)

পদক তালিকা[সম্পাদনা]

 গণচীন
 ইন্দোনেশিয়া
 থাইল্যান্ড
 দক্ষিণ কোরিয়া
 ডেনমার্ক
 মালয়েশিয়া
 ভারত
 ভিয়েতনাম
সর্বমোট ১০ ১৮

ফাইনাল[সম্পাদনা]

স্তর বিজয়ী রানার্স-আপ স্কোর
পুরুষদের দ্বৈত চীন লিন দান মালয়েশিয়া লি চং উই ১৬-২১, ২১–১৩, ২০–১৭r
প্রমিলাদের দ্বৈত থাইল্যান্ড রাতচানক ইনথানন চীন লি জুইরুই ২২–২০, ১৮–২১, ২১–১৪
পুরুষদের দ্বৈত ইন্দোনেশিয়া হেন্দ্রা সেতিয়াওয়ান/মুহাম্মদ আহসান ডেনমার্ক ম্যাথিয়াস বো/কারস্টেন মোগসেন ২১–১৩, ২৩–২১
প্রমিলাদের দ্বৈত চীন ওয়াং জিয়াওলি/ইউ ইয়াং দক্ষিণ কোরিয়া ইয়ম হাই-ওন/জং ইয়ে-না ২১–১৪, ১৮–২১, ২১–৮
মিশ্র দ্বৈত ইন্দোনেশিয়া তনতোই আহমদ/লিলিয়ানা নাতসার চীন জু চেন/মা জিন ২১–১৩, ১৬–২১, ২২–২০

অংশগ্রহণকারী দেশসমূহ[সম্পাদনা]

এ বছরে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ৪৯ দেশের ৩৪৫ প্রতিযোগী অংশ নেন। প্রত্যেক দেশের খেলোয়াড়ের সংখ্যা বন্ধনীতে দেখানো হয়েছে।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "2013 BWF World Championships"। BWF। ২০১৩-০৪-০৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-০৪-১২ 

বহিঃসংযোগ[সম্পাদনা]