.সিডব্লিউ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(.cw থেকে পুনর্নির্দেশিত)
.সিডব্লিউ
প্রস্তাবিত হয়েছে২০১০
টিএলডি ধরনকান্ট্রি কোড টপ-লেভেল ডোমেইন
অবস্থাসক্রিয়
রেজিস্ট্রিনাই
প্রস্তাবের উত্থাপকনেদারল্যান্ডস এন্টিলিস বিশ্ববিদ্যালয়
উদ্দেশ্যে ব্যবহারঅস্ত্বিত্তের সাথে সম্পর্কিত  Curaçao
বর্তমান ব্যবহারকারাকাউএ ব্যবহার

.সিডব্লিউ কারাকাউএর কান্ট্রি কোড টপ-লেভেল ডোমেইন, ইন্টারনেট প্রদত্ত রাষ্ট্রীয় সংকেত ও ডোমেইন সাফিক্স। এটি ১৫ ডিসেম্বর, ২০১০ সালে আইএসও ৩১৬৬ মিইনটেনেন্স এজেন্সি কর্তৃক চালু হয়।[১] এটি চালু হওয়ার পর কাকাউ নেদারল্যান্ডস রাজ্যের মধ্যে একটি নতুন সম্মান আর্জন করে। নেদারল্যান্ডস এন্টিহিল বিশ্ববিদ্যালয় এটি স্পনসর করে থাকে। এই বিশ্ববিদ্যালয়টি একই সাথে .এএন ডোমেইনেরও স্পনসর করে থাকে। ১ ফেব্রুয়ারি, ২০১২ থেকে .সিডব্লিউ ডোমেইনের নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়। বর্তমানে কারাকাউয়ের অনেক ও য়েবসাইট এখনো পূর্বের .এএন ডোমেইন নাম ব্যবহার করে। এগুলোকে যে কেউ চাইলেই .এসএক্স বা .সিডব্লিউ নামে স্থানান্তর করতে পারবে।[২]

তথ্যসূত্র[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]