.সিএইচ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(.ch থেকে পুনর্নির্দেশিত)
.সিএইচ
SWITCH Logo
প্রস্তাবিত হয়েছে১৯৮৭
টিএলডি ধরনকান্ট্রি কোড টপ-লেভেল ডোমেইন
অবস্থাসক্রিয়
রেজিস্ট্রিসুইস তথ্য ও প্রযুক্তি সার্ভিস
প্রস্তাবের উত্থাপকসুইস তথ্য ও প্রযুক্তি সার্ভিস
উদ্দেশ্যে ব্যবহারঅস্তিত্বের সাথে সম্পর্কিত   সুইজারল্যান্ড
বর্তমান ব্যবহারসুইজারল্যান্ডে ব্যাপক জনপ্রিয়
নিবন্ধনের সীমাবদ্ধতাসুইজারল্যান্ড ক্যান্টনের জন্য দুই অক্ষরের ডোমেইন নাম সংরক্ষিত
কাঠামোদ্বিতীয় স্তরে নিবন্ধন অনুমোদিত
নথিপত্রনিয়ম ও শর্ত
বিতর্ক নীতিমালাDispute Resolution Proceedings
ওয়েবসাইটwww.nic.ch
ডিএনএসসেকহ্যাঁ

.সিএইচ সুইজারল্যান্ডের কান্ট্রি কোড টপ-লেভেল ডোমেইন, ইন্টারনেট প্রদত্ত রাষ্ট্রীয় সংকেত ও ডোমেইন সাফিক্স। সুইস তথ্য প্রযুক্তি সার্ভিস এটি নিয়ন্ত্রণ করে। .সিএইচ ডোমেইন নামটি এসেছে সুইজারল্যান্ডের ল্যাটিন নাম কনফইডারাটিও হেলভিটিকা থেকে।[১] সিএইচ সুইজারল্যান্ডের আইএসও ৩১৬৬-২ কোড এবং গাড়ির নাম্বার প্লেটেও ব্যবহৃত হয়। .সিএইচ ডোমেইন মজা করার জন্য চকলেট এর সংক্ষিপ্ত হিসেবেও ব্যবহার হয় কারণ সুইসরা চকলেট ভালবাসে।

ডোমেইন নাম অবশ্যই কমপক্ষে তিন অক্ষরের হতে হবে। সুইজারল্যান্ড সরকারের জন্য দুই অক্ষরের ডোমেইন নাম সংরক্ষিত। মার্চ ২০০৪ সাল থেকে অন্তর্জাতিকভাবে .সিএইচ ডোমেইন নাম বরাদ্দ দেওয়া শুরু হয়েছে।

বহিঃসংযোগ[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]