ব্যবহারকারী আলাপ:Nokib Sarkar/সংগ্রহশালা/৩

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে


ভালো নিবন্ধে আপনার বট

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় এর আলাপ পাতায় ভালো নিবন্ধ পর্যালোচনায় ভুল করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভালো নিবন্ধ পর্যালোচনা জুড়ে দিয়েছিলেন। যাই হোক তা সংশোধন করা হয়েছে।— Wiki Ruhan (আলাপ) ১১:০০, ২০ জুন ২০২০ (ইউটিসি)

Digital Postcards and Certifications

Wikipedia Asian Month 2019
Wikipedia Asian Month 2019

Dear Participants and Organizers,

Because of the COVID19 pandemic, there are a lot of countries’ international postal systems not reopened yet. We would like to send all the participants digital postcards and digital certifications for organizers to your email account in the upcoming weeks. For the paper ones, we will track the latest status of the international postal systems of all the countries and hope the postcards and certifications can be delivered to your mailboxes as soon as possible.

Take good care and wish you all the best.

This message was sent by Wikipedia Asian Month International Team via MediaWiki message delivery (আলাপ) ১৮:৫৮, ২০ জুন ২০২০ (ইউটিসি)


বট ব্যবহার করে সংকলন পাতা সম্পাদনা করার অনুরোধ

প্রিয় নকিব আমার সংকলন পাতাটি নতুন যোগ করার দরুণ প্রায় সকল বার্তাই সংগ্রহশালায় নেওয়া দরকার। তাই আপনার বট ব্যবহার করে সম্পাদনা করলে অনেক সাহায্য হতো, তাই আমি উক্ত কাজের অনুরোধটি যোগ করলাম।- এফ আর শুভ(বার্তা দিন) ১৫:২২, ২৫ জুন ২০২০ (ইউটিসি)

শুভ ভাই,  করা হয়েছে-নকীব সরকার বলুন... ০৯:২৬, ২৬ জুন ২০২০ (ইউটিসি)
আমারটাও করে দিয়েন। —Wiki RuHan [ Talk ] ০৯:২৭, ২৬ জুন ২০২০ (ইউটিসি)
রুহান  করা হয়েছে। অনুগ্রহপূর্বক উইকিপিডিয়া:বট/অনুমোদনের অনুরোধ/নকীব বট/কাজের অনুমোদন ২ এ মন্তব্যের অনুরোধ রইল। নকীব সরকার বলুন... ০৯:৩৯, ২৬ জুন ২০২০ (ইউটিসি)

আনুন্নাকি নিবন্ধের ট্যাগ

এই আলোচনাটি সমন্বয়ের স্বার্থে এখানে স্থানান্তর করা হয়েছে। ১৬:২৮, ২৫ জুন ২০২০ (ইউটিসি)

ত্রুটি

এই আলোচনাটি সমন্বয়ের স্বার্থে এখানে স্থানান্তর করা হয়েছে। ০৪:১০, ২৭ জুন ২০২০ (ইউটিসি)

বার্তা

আপনাকে প্রথম বার ত্রুটি ধরিয়ে দেওয়ার পর একই কাজ আবার করছেন। অভিজ্ঞ উইকিপিডিয়ানের কাছে এমনটি আশানুরূপ নয়। আগামীতে সতর্ক থাকুন। —Wiki RuHan [ Talk ] ১২:২৬, ২৮ জুন ২০২০ (ইউটিসি)

নতুন নিবন্ধ তৈরী প্রসঙ্গে

আসসালামু আলাইকুম। নিন্মে পর্যাপ্ত তথ্যসূত্রসহ একটি নিবন্ধ দেওয়া হল। ভুল-ত্রুটি সংশোধন করে নিবন্ধটি তৈরীর অনুরোধ করছি। নিবন্ধটি তৈরী হলে আমি এটির উন্নয়নে সচেষ্ট হব।

শিরোনাম : হাবিবুর রহমান মিছবাহ

হাবিবুর রহমান মিছবাহ (জন্ম: এপ্রিল ৩, ১৯৮৬) একজন বাংলাদেশী ইসলামি বক্তা, বিদগ্ধ আলেম, লেখক, গবেষক, সমাজসেবক, সম্পাদক ও আলোচিত অনলাইন অ্যাক্টিভিস্ট।[১][২][৩][৪][৫][৬] বর্তমানে তিনি ঢাকার মারকাযুত তাকওয়া ইসলামিক রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক[৭]পাবলিক ভয়েস টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক।[৮] ২০১৮ সালের একুশে বইমেলায় তাঁর লিখিত "বদলে যাও বদলে দাও""রোহিঙ্গা শিবিরের অলিগলি" বই দুটি[৯] ব্যাপক পাঠকপ্রিয়তা লাভ করে যা তাঁকে লেখক হিসেবে পরিচিত করে তোলে।[১০] প্রথম দিনই এর ১০০০ কপি বিক্রির রেকর্ড হয়।[১১] ২০১৯ সালের শেষের দিকে তিনি ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশন নামে একটি সামাজিক সেবামূলক সংগঠন গঠন করেন।[১২][১৩][১৪]

মুফতি
হাবিবুর রহমান মিছবাহ
জন্ম৩ এপ্রিল ১৯৮৬ ইং
কুয়াকাটা,মহিপুর,
পটুয়াখালী,বরিশাল
অন্য নামইসমাইল
জাতীয়তাবাংলাদেশী
যুগএকবিংশ শতাব্দী
সম্প্রদায়সুন্নি
মাজহাবহানাফি
আন্দোলনদেওবন্দি
মূল আগ্রহইসলামী ইতিহাস, রাজনৈতিক বিশ্লেষণ, লেখালেখি, জনসেবা, ওয়াজ
লক্ষণীয় কাজইকরামুল মুসলেমীন ফাউন্ডেশন,
পাবলিক ভয়েস টুয়েন্টিফোর ডট কম,
মারকাযুত তাকওয়া ইসলামিক রিসার্চ সেন্টার।
শিক্ষায়তনজামিয়া ইসলামিয়া মাহমুদিয়া,বরিশাল
কেওড়াবুনিয়া কওমি মাদ্রাসা,
বরিশাল বহুমুখী মাদ্রাসা।
যাদের দ্বারা প্রভাবিত হয়েছেন
পুরষ্কারসম্মাননা ক্রেস্টঃ খতীবে ইসলাম


ছাত্রজীবন থেকে তিনি ইসলামি সঙ্গীত, হামদ-নাত, বয়ান চর্চা করতেন। শিক্ষাজীবন সমাপ্তির পর বিভিন্ন সভা সেমিনারে ইসলাম বিষয়ে তাত্ত্বিক ও যুগোপযোগী আলোচনার মাধ্যমে অল্প সময়ের মধ্যে তিনি ইসলামী বক্তা হিসেবে পরিচিতি হয়ে উঠেন।[১৫] সুমধুর কন্ঠের অধিকারী এই বক্তা ইসলামি আলোচক হিসেবে ইতিমধ্যেই সফর করেছেন সৌদি আরব, আরব আমিরাত, ওমান, কাতার, মালয়েশিয়া, ভারতসহ বেশ ক'টি দেশ।[১৬][১৭] ধর্মীয় অবদানের স্বীকৃতি স্বরূপ পেয়েছেন "খতিবে ইসলাম" উপাধি। এসবের পাশাপাশি তিনি সোশ্যাল মিডিয়ায়ও সক্রিয় রয়েছেন।

তথ্যসূত্র:

  1. "মুফতি হাবিবুর রহমান মিছবাহ'র বইসমূহ"রকমারি ডট কম। সংগ্রহের তারিখ ১৩ জুন ২০২০ 
  2. ২০২০ সালে প্রকাশিত মিছবাহ'র নতুন বই (১৯ ফেব্রুয়ারি ২০২০)। "হাবিবুর রহমান মিছবাহ'র মোটিভেশনাল বই 'চেইঞ্জ ইউর মাইন্ড'"দৈনিক যুগান্তর। সংগ্রহের তারিখ ১৩ জুন ২০২০ 
  3. একটি মাহফিলের চিত্র (২৮ ডিসেম্বর ২০১৯)। "ফজর ও জোহরের পর হাবিবুর রহমান মিছবাহ'র মাহফিলে লাখো মানুষের ঢল"দৈনিক যুগান্তর। সংগ্রহের তারিখ ১৩ জুন ২০২০ 
  4. সমাজসেবায় হাবিবুর রহমান মিছবাহ'র ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশন (২১ এপ্রিল ২০২০)। "করোনায় মৃতদের দাফনে সারা দেশে ইকরামুল মুসলিমীনের বিশেষ টিম"দৈনিক যুগান্তর। সংগ্রহের তারিখ ১৩ জুন ২০২০ 
  5. হাবিবুর রহমান মিছবাহ'র সমাজসেবা (২০ মে ২০২০)। "হিজড়া ও বেদে সম্প্রদায়ের পাশে আলেমসমাজ"দৈনিক যুগান্তর। সংগ্রহের তারিখ ১৩ জুন ২০২০ 
  6. ভারতীয় সংবাদমাধ্যমে হাবিবুর রহমান মিছবাহ (২৮ ডিসেম্বর ২০১৯)। "হাবিবুর রহমান মিছবাহ'র মাহফিলে লাখো মানুষের ঢল"দৈনিক সারা বাংলা। সংগ্রহের তারিখ ১৩ জুন ২০২০ 
  7. হাবিবুর রহমান মিছবাহ'র প্রতিষ্ঠিত মাদ্রাসায় সম্মেলন (১৯ জানুয়ারি ২০১৭)। "মারকাযুত তাকওয়ার ৩য় ইসলামী মহাসম্মেলন কাল"জাগো নিউজ। সংগ্রহের তারিখ ১৩ জুন ২০২০ 
  8. হাবিবুর রহমান মিছবাহ'র কলাম। "সম্পাদকীয়"পাবলিক ভয়েস টুয়েন্টিফোর। সংগ্রহের তারিখ ১৩ জুন ২০২০ 
  9. ২০১৮ সালে বইমেলায় প্রকাশিত বই দুটি (১৮ ফেব্রুয়ারি ২০১৮)। "বইমেলায় হাবিবুর রহমান মিছবাহের দুটি বই"জাগো নিউজ। সংগ্রহের তারিখ ১৩ জুন ২০২০ 
  10. ব্যাপক পাঠকপ্রিয়তা পেয়েছে হাবিবুর রহমান মিছবাহ'র বইগুলো (০১ মার্চ ২০১৯)। "শেষ সময়ে বইমেলায় আলোচনায় 'বদলে যাও বদলে দাও'"দৈনিক যুগান্তর। সংগ্রহের তারিখ ১৩ জুন ২০২০  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
  11. প্রথম দিনে ১হাজার কপি বিক্রি হয় (২২ ফেব্রুয়ারি ২০১৮)। "মেলায় মাওলানা মিছবাহ'র দুই বই; প্রথম দিনেই বিক্রি ১ হাজার কপি!"২২ ফেব্রুয়ারি ২০১৮। সংগ্রহের তারিখ ১৩ জুন ২০২০ 
  12. হাবিবুর রহমান মিছবাহ প্রতিষ্ঠিত ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশনের কর্মতৎপরতা (২০ মে ২০২০)। "এবার হিজড়া ও বেদে সম্প্রদায়ের পাশে ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশন"বাংলাদেশ প্রতিদিন। সংগ্রহের তারিখ ১৩ জুন ২০২০ 
  13. হাবিবুর রহমান মিছবাহ প্রতিষ্ঠিত ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশনের কর্মতৎপরতা (৩ জুন ২০২০)। "ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্ত এলাকায় ইকরামুল মুসলিমীনের ত্রাণ বিতরণ"কালের কন্ঠ। সংগ্রহের তারিখ ১৩ জুন ২০২০ 
  14. হাবিবুর রহমান মিছবাহ প্রতিষ্ঠিত ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশনের কর্মতৎপরতা (৮ এপ্রিল ২০২০)। "করোনায় মৃতদের দাফন করবে ইকরামুল মুসলিমীন"দৈনিক আমাদের সময়। সংগ্রহের তারিখ ১৩ জুন ২০২০ 
  15. সকালের মাহফিল, হাবিবুর রহমান মিছবাহ (২৮ ডিসেম্বর ২০১৯)। "হাবিবুর রহমান মিছবাহর মাহফিলে মানুষের ঢল"দৈনিক সময়ের আলো। সংগ্রহের তারিখ ১৩ জুন ২০২০ 
  16. ওমান প্রধান বক্তার আলোচনায় হাবিবুর রহমান মিছবাহ (২ জুন ২০১৯)। "ওমানে 'সময় টিভি' দর্শক ফোরামের উদ্যোগে জমকালো ইফতার পার্টি"সময় টিভি নিউজ। সংগ্রহের তারিখ ১৩ জুন ২০২০ 
  17. দুবাইতে সফরের সময় (২৫ মে ২০১৯)। "দুবাইর "সৈয়দ আহাদ ফাউন্ডেশন" থেকে সংবর্ধিত হলেন হাবিবুর রহমান মিছবাহ"পাবলিক ভয়েস। সংগ্রহের তারিখ ১৩ জুন ২০২০ 

Owais Bin Elias (আলাপ) ১২:৩৬, ২৮ জুন ২০২০ (ইউটিসি)

ওয়ালাইকুমুস সালাম, প্রিয় Owais Bin Elias। উইকিপিডিয়ার মানোন্নয়নের ইচ্ছাপোষণ করায় আন্তরিকভাবে ধন্যবাদ ও উইকিপিডিয়ায় স্বাগতম জানাচ্ছি। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন উইকিপিডিয়ার মতো এত বড় একটি মুক্ত বিশ্বকোষে নিবন্ধ স্থান পাওয়ার জন্য কিছু নীতিমালা রয়েছে? আমি আপনাকে অনুরোধ করছি একবারের জন্য হলেও এটি একবার পড়ুন এবং আমায় জানান। আপনার জবাবের জন্য অধীরভাবে অপেক্ষা করছি। ধন্যবাদ। বাংলা উইকিপিডিয়ায় আপনার পদচারণা (কিংবা অঙ্গুলীচারণা শুভ হোক)। নকীব সরকার বলুন... ১৫:১৪, ২৮ জুন ২০২০ (ইউটিসি)

উইকিপিডিয়া:সাহসী হোন বিষয়ে

ভাই,আপনি সাহসী/উদ্যোগী হতে পরামর্শ দিয়েছিলেন। কিন্তু নিবন্ধের সম্পাদনা ইতিহাসে যখন প্রশাসক অথবা অভিজ্ঞ ব্যাবহারকারী দেখতে পাই, তখন সাহস হারিয়ে ফেলি। যদিও ইচ্ছা হয় নিবন্ধের মান উন্নয়ন করতে, কিন্তু তারপরও এসব নিবন্ধ এড়িয়ে চলি। আসলে এসব অবস্থায় কি করা উচিত? ~ তন্ময় (আলাপ) ১৩:২৩, ২৮ জুন ২০২০ (ইউটিসি)

@Mzz Tanmay: ভয়ের কোন কারণ নেই, সম্প্রসারণ করতে অগ্রসর হন। আফতাবুজ্জামান (আলাপ) ১৩:৫৬, ২৮ জুন ২০২০ (ইউটিসি)
@আফতাবুজ্জামান: আচ্ছা ভাই। আমি সর্বোচ্চ চেষ্টা করবো। আপনার নজরে আমার কাজের কোন ভুল ধরা পড়লে, কোনো পরামর্শ থাকলে অবশ্যই দিবেন। ~ তন্ময় (আলাপ) ১৪:৩৯, ২৮ জুন ২০২০ (ইউটিসি)
~ তন্ময়, আমারও একই বক্তব্য। নকীব সরকার বলুন... ১৫:১৫, ২৮ জুন ২০২০ (ইউটিসি)

বট ব্যবহার করে আমনন্ত্রণবার্তা পৌছানোর অনুরোধ

আপনি হয়তো অবগত আছেন যে আগামী ১৫ জুলাই হতে ৩১ এ জুলাই শুরু হতে যাচ্ছে উইকিপিডিয়া:অনলাইন এডিটাথন/২০২০/কুস্তি, কিন্তু অনেকেই এ সম্পর্কে অবগত নন। আমাদের দায়িত্ববোধ বলে যে উইকি উন্নয়নে এ সম্পর্কে অবগত করা খুবই জরুরি, কিন্তু হাতে হাতে এ কাজ করা অসম্ভব, তাই আপনার কাছে আমার অনুরোধ আপনি আপানার বট ব্যবহার করে এ কাজ করলে খুবই উপকার হবে।

Foysalur Rahman Shuvo উইকিপিডিয়া:অনলাইন এডিটাথন/২০২০/বিশেষ এডিটাথন#অংশগ্রহণকারী ব্যবহার করে  করা হয়েছে নকীব সরকার বলুন... ১২:২৪, ১৩ জুলাই ২০২০ (ইউটিসি)

উক্ত এডিটাথনের কাজে অংশগ্রহণ করেWP:উইকিপ্রকল্প পেশাদারি কুস্তির কাজকে আরো এক ধাপ এগিয়ে নেওয়ার জন্য আপনি এবং আপনার বটকে অসংখ্য ধন্যবাদ নকীব সরকার।- এফ আর শুভ(বার্তা দিন) ১৩:০৯, ১৩ জুলাই ২০২০ (ইউটিসি)

নকীব, আপনাকে একজন অনুরোধ করলেই আপনি সেই কাজে বট ব্যবহার করতে পারেন না যদি না সেই কাজ করার অনুমতি আপনার না থাকে। আপনার বটের ব্যবহার নিয়ে আগেও কথা উঠায় এসব বিষয়ে আপনার এসব বিষয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করা উচিত, আপনি কি তা করছেন? প্রশাসকগণ গণবার্তা ফিচার ব্যবহার করে এ ধরনের কাজ করতে পারেন, আপনি শুভকে সেটি জানাতে পারতেন। অনুগ্রহ করে অনাকাঙ্ক্ষিত সমস্যা এড়াতে বাড়তি সতর্কতা অবলম্বর করুন, এবং খুব-ই গুরুত্বপূর্ণ: আগে প্রশ্ন করুন, ও জানুন। — তানভির১২:৫০, ২০ জুলাই ২০২০ (ইউটিসি)
শ্রদ্ধেয় তানভির ভাই, আসলে আফতাবুজ্জামান ভাইকে উল্লেখ করায় আমি ভেবেছিলাম যে তিনি প্রশাসক হিসেবে বিষয়টা দেখেছেন। এছাড়াও বার্তা দেয়ার পরে অন্য কোনো প্রশাসকও কোনোরূপ আপত্তি না তোলায় আমি ব্যাপারটাকে নীতিমালা লঙ্ঘন হিসেবে বিবেচনা করি নি। যাই হোক, জানানোর জন্য ধন্যবাদ। নকীব সরকার বলুন... ১৩:০৭, ২০ জুলাই ২০২০ (ইউটিসি)
নকীব, আপনি এ ধরনের ধারণা মাঝে মাঝেই পোষণ করেন ও এ সংক্রান্ত অজুহাতও আপনি দিয়ে থাকেন। কিন্তু আমার সমস্যা হচ্ছে, কেনো আপনার ক্ষেত্রেই এ ধরনের প্রসঙ্গ বা ইস্যু কিছুদিন পর পর আসছে? আপনি কেনো সিস্টেমের ব্যতয় ঘটাচ্ছেন? কোনো প্রশাসক যদি উত্তর না দেন, তবে আপনি বা আগ্রহী কেউ প্রশাসকদের আলোচনাসভায় বার্তা রাখতে পারেন। আমি বুঝি না আপনার বটের বিষয় নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে, বট অপারেটর হিসেবে আপনাকে বাড়তি সতর্কতা অবলম্বনও করতে বলা হয়েছে, আপনি বলেছেনও আপনি করবেন। কিন্তু তারপরেও এই কাজটি হলো। কেনো? আপনি ধারণামূলক যে জবাব দিয়েছেন সেটি তো গ্রহণযোগ্য কোনো কারণ হলো না। আর এটি তো কারিগরী কোনো সমস্যাও নয়। খেয়াল করুন, এই সমস্যাটি বিশাস বড়ো ক্ষতি করেছে তা আপনি বলছি না। আমার মূল সমস্যা বট পরিচালক হিসেবে আপনার প্রবণতায়। আপনার এ ধরনের প্রবণতার কারণেই কিন্তু আপনার বটের অধিকার নিয়ে প্রশ্ন উঠেছিলো। অনুগ্রহ করে এটি বুঝার চেষ্টা করুন। ধন্যবাদ। — তানভির১৫:৫০, ২০ জুলাই ২০২০ (ইউটিসি)
ভাই তোমার বটকে যে কাজগুলি করতে অনুমোদন দেয়া হয়েছে, তার বাইরে এমন কিছু কর না সামনে। তাহলেই হল। আফতাবুজ্জামান (আলাপ) ১৬:১৫, ২০ জুলাই ২০২০ (ইউটিসি)
ঠিক তাই, আফতাব ভাইকে ধন্যবাদ বিষয়টি আবার সামনে আনার জন্য। — তানভির১৬:১৬, ২০ জুলাই ২০২০ (ইউটিসি)
শ্রদ্ধেয় @Wikitanvir এবং আফতাবুজ্জামান: ভাই, বিষয়টি জোর দিয়ে জানান দেয়ার জন্য ধন্যবাদ। আসলে আপনারা লক্ষ্য করবেন যে আমি আপনাদের উপদেশ মেনে চলার সর্বোচ্চ চেষ্টা করি (যদিও আমার ভুলোমনা স্বভাবের কারণে কখনো কখনো ব্যত্যয় হয়ে যায়)। তানভির ভাই গতবার আমায় বলেছিলেন বট অ্যাকাউন্ট থেকে আওতার বাইরে কোনো সম্পাদনা না করতে। এজন্য আমি বটের ব্যবহারকারী:নকীব বট/common.js এ একটি বিজ্ঞপ্তির স্ক্রিপ্টও যুক্ত করেছি। তবু আমি আমার এই অপরিণামদর্শী ভুলের জন্য ক্ষমা চাচ্ছি। আশা করছি ভবিষ্যতে আমার আর এ ধরনের ভুল হবে না। ধন্যবাদ নকীব সরকার বলুন... ১৮:০৮, ২০ জুলাই ২০২০ (ইউটিসি)

পেশাদারি কুস্তি এডিটাথনে আপনাকে আমন্ত্রণ!

প্রিয় Nokib Sarkar,
আশা করছি করোনার এই মহামারীতেও আপনার পরিবারসহ সুস্থ ও ভালো আছেন। আপনি জানেন যে বাংলা উইকিপিডিয়া বাংলা ভাষায় রচিত একটি মুক্ত অনলাইন বিশ্বকোষ। কিন্তু অন্যান্য ভাষার উইকিপিডিয়ার তুলনায় বাংলা উইকিপিডিয়া নিবন্ধবৈচিত্র‍্যে অনেকটাই পিছিয়ে রয়েছে; বিশেষ করে পেশাদারি কুস্তি বিষয়ক নিবন্ধ নেই বললেই চলে। ফলশ্রুতিতে পেশাদারি কুস্তিবিষয়ক নিবন্ধঘাটতি পূরণের লক্ষ্যে আগামী ১৫ই জুলাই থেকে ৩১শে জুলাই পর্যন্ত সম্প্রদায়ের বিশেষ উদ্যোগে পেশাদারি কুস্তিবিষয়ক এডিটাথন-এর আয়োজন করা হয়েছে। উক্ত এডিটাথনে অংশগ্রহণপূর্বক পেশাদারি কুস্তিবিষয়ক নিবন্ধ প্রণয়নের মাধ্যমে বাংলা উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার জন্য আপনার কাছে বিশেষ অনুরোধ রইল। উইকিপিডিয়ায় আপনার পদচারণা (প্রকৃতপক্ষে অঙ্গুলীচারণা) শুভ হোক।
-- ধন্যবাদান্তে,
আয়োজক কমিটির পক্ষে,
নকীব বট (আলাপ) ১১:৫৪, ১৩ জুলাই ২০২০ (ইউটিসি)

উইকিপিডিয়া অ্যাডভেঞ্চারে স্বাগতম!

হাই Nokib Sarkar! আমরা খুবই আনন্দিত যে আপনি আমাদের সম্প্রদায় ও লক্ষ্যের সাথে পরিচিত হওয়ার এই বন্ধুসুলভ ও মজাদার পদ্ধতির খেলাটি খেলে তা শিখতে চেয়েছেন। আমার মতে, এই সংযোগগুলো আপনার শুরু করার ক্ষেত্রে সহায়ক হতে পারে।
সাহায্য নিন
উইকিপিডিয়া অ্যাডভেঞ্চার সম্পর্কে | তারকামণ্ডলীর বিশ্রামকক্ষে প্রবেশ করুন

১৪:০৫, ৭ জুলাই ২০২০ (ইউটিসি)

ঈদ মোবারক

ঈদ মোবারক পরিশ্রমী উইকিপিডিয়ান ভাই। ~ তন্ময় (আলাপ) ১৫:২২, ১ আগস্ট ২০২০ (ইউটিসি)

বট যোগ

কিভাবে বট যোগ করব সংগ্রহশালার সাথে? - ওয়াইস আলাপ ১৭:৪৯, ৪ আগস্ট ২০২০ (ইউটিসি)

Owais Al Qarni সবার উপরে {{স্বয়ংক্রিয় সংগ্রহশালা|current-index=1}} যোগ করুন। নকীব সরকার বলুন... ১৭:৫২, ৪ আগস্ট ২০২০ (ইউটিসি)
আমি করে দিচ্ছি। নকীব সরকার বলুন... ১৭:৫২, ৪ আগস্ট ২০২০ (ইউটিসি)

বন্ধু আছে, আর কী লাগে?

বন্ধু দিবসের শুভেচ্ছা

“বন্ধুত্ব তখনই জন্ম নেয়, যখন একজন আরেকজনকে বলে, ‘কী! তুমিও? আমি ভেবেছিলাম আমি এখানে একাই আছি।’”

—সি. এস. লেউইস

উইকিপিডিয়ার পদযাত্রায় আমরা সহযোগী, সহযাত্রী, সহকর্মী, সহপাঠী; আমরা বন্ধু।

বিশ্ব বন্ধু দিবসের মহালগ্নে তোমাকে জানাই অশেষ শুভেচ্ছা ও অভিনন্দন।

আদিভাই, ২ আগস্ট ২০২০ (ইউটিসি)

আগষ্ট ২০২০

wp:restore এ ক্লিক করলে কোন কিছু আসে না! - ওয়াইস আলাপ ০৩:২০, ৬ আগস্ট ২০২০ (ইউটিসি)

Owais Al Qarni এখন দেখুন (WP:RESTORE)। নকীব সরকার বলুন... ০৩:২৮, ৬ আগস্ট ২০২০ (ইউটিসি)

আলাপ বার্তা সংগ্রহশালা

ভাই, আমার আলাপ বার্তার আগের আলাপগুলো কোথায় গেলো? ~ তন্ময় (আলাপ) ১২:৩৮, ৭ আগস্ট ২০২০ (ইউটিসি)

~ তন্ময়, ব্যবহারকারী আলাপ:Mzz Tanmay/সংগ্রহশালা ১ দেখুন। নকীব সরকার বলুন... ১২:৪৯, ৭ আগস্ট ২০২০ (ইউটিসি)
ভাই, যদি করা যায়, তাহলে আমার আলাপ পাতা পূর্বের অবস্থায় ফেরত আনেন। আপাতত আমার সংগ্রহশালা দরকার নাই। ~ তন্ময় (আলাপ) ১৩:১৫, ৭ আগস্ট ২০২০ (ইউটিসি)
 করা হয়েছে। তবে চাইলে ছয় মাসে/বছরে একবার করার অপশন রাখতে পারেন।ধন্যবাদ নকীব সরকার বলুন... ১৩:৪৬, ৭ আগস্ট ২০২০ (ইউটিসি)
ধন্যবাদ ভাই। ~ তন্ময় (আলাপ) ১৬:৪৯, ৭ আগস্ট ২০২০ (ইউটিসি)

অভিযোগ

এই আলোচনাটি সমন্বয়ের স্বার্থে এখানে স্থানান্তর করা হয়েছে।নকীব সরকার বলুন... ০১:৩৯, ২৭ আগস্ট ২০২০ (ইউটিসি)

গর্বিত নটর ডেমিয়ান

গর্বিত নটর ডেমিয়ান পদক
চিত্র:Logo of Notre Dame College.jpg

সুপ্রিয় নকীব সরকার,
নটর ডেম কলেজ” নিবন্ধটিকে বাংলা উইকিপিডিয়ার নির্বাচিত নিবন্ধ হওয়ায় আপনাকে অভিনন্দন! -- আদিভাই (আলাপ) ১৮:৪৩, ১০ আগস্ট ২০২০ (ইউটিসি)

 
Meghmollar2017 আপনাকেও শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। নকীব সরকার বলুন... ০৭:১৩, ১১ আগস্ট ২০২০ (ইউটিসি)

জিজ্ঞাসা

আমার নতুন প্রবন্ধটিকে আপনি প্রত্যাখ্যান করেছেন। কিন্তু ঠিক কী কারণে সেটি প্রত্যাখ্যাত হল সে বিষয়ে কিছু বলেন নি। যদি প্রত্যাখ্যাত হবার সঠিক কারণটি দয়া করে বলেন তাহলে ভুলত্রুটি শুধরে আবার আলোচনার জন্য পাঠাতে সুবিধা হয়। ব্যবহারকারী:Sd1709 (আলাপ) ১১:৪০, ১১ আগস্ট ২০২০ (ইউটিসি)

ব্যবহারকারী:Sd1709, প্রথমেই আপনাকে উইকিপিডিয়ায় স্বাগতম জানাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি আমার আলাপ পাতায় বার্তা দিয়ে কিছু জানতে চেয়েছেন। আমি অত্যন্ত দুঃখিত যে আমি কারণ যুক্ত করতে ভুলে গেছি। আসলে আপনার প্রদত্ত নিবন্ধটিতে উল্লেখযোগ্যতা যাচাই করার মতো তথ্যসূত্র অত্যন্ত অপ্রতুল। আনন্দবাজার পত্রিকায় শুধুমাত্র ট্রেনটির নাম উল্লেখ করা হয়েছে, উল্লেখযোগ্য কোনো কাভারেজ আমার দৃষ্টিগোচর হয় নি। ফলে এটি কি আদৌ উইকিপিডিয়া:উল্লেখযোগ্যতা (সংস্থা ও কোম্পানী) পূরণ করে? নকীব সরকার বলুন... ১১:৫৭, ১১ আগস্ট ২০২০ (ইউটিসি)

আগস্ট ১২

আপনার লিলু মিয়া নিবন্ধে চিত্র সরানো যৌক্তিক যদি আপনি লিলু মিয়ার কোন চিত্র সংগ্রহ করে আপলোড দেন। আর ক্যাপশনেও বলা নেই যে এটা লিলু মিয়ার চিত্র। এটা সেই প্রতিকী চিত্র যেটা মানবজমিন পত্রিকা লিলু মিয়া প্রবন্ধে ব্যবহার করেছে। তাছাড়া কোন মুক্তিযোদ্ধার নিবন্ধে যুদ্ধ সম্পর্কিত কোন চিত্র দেয়াতে আমি কোন সমস্যা খুজে পাই নাহ। দযা করে আপনার কাজ পুনঃমূল্যায়ন করুন। A. Shohag ১৩:০৬, ১২ আগস্ট ২০২০ (ইউটিসি)

ShohagS আমার আলাপ পাতায় বার্তা দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আসলে উইকিপিডিয়া অ-মুক্ত চিত্র ব্যবহারের পরিমাণের ব্যাপারে অত্যন্ত সংবেদনশীল। এমনকি সেসব চিত্র ব্যবস্থাপনার জন্য ব্যবহৃত বিষয়শ্রেণীসমূহেও __NOGALLERY__ ব্যবহৃত হয় যাতে সেসব চিত্র প্রদর্শিত না হয়। আর উইকিপিডিয়ার নিবন্ধসমূহ অপ্রাসঙ্গিক চিত্রের চেয়েও চিত্রহীন থাকা অনেক অনেক গুণ ভালো। আপনার যুক্ত করা চিত্রটি দুটি শর্তেই ব্যর্থ হয়েছে। ফলে আমি অপসারণ করেছি। এমনকি আপনি অনুগ্রহপূর্বক উপযুক্ত স্থানে চিত্রটি যুক্ত না করলে চিত্রটি অবিলম্বেই অপসারিত হবে। ধন্যবাদ। নকীব সরকার বলুন... ১৩:১৮, ১২ আগস্ট ২০২০ (ইউটিসি)
কিন্তূ কপিরাইটেট হলেও উইকি কি জ্ঞানের জন্য নয়। তাছাড়া আপনার প্রথম আলোর টেমপ্লেট সরানোর পিছনেও আমি কোন যৌক্তিকতা দেখি নাহ। খুবই স্মপ্রতি আপনি মারো চারিত্রা নিবন্ধে {{রুক্ষ অনুবাদ}} ট্যাগ লাগালেন। আমি পড়ে দেখলাম, আমার কাছে তেমন সমস্যা মনে হল নাহ। আর যদি খুবই রুক্ষ হয় তাহলে আপনি নিজে পরির্তন করে দেন না কেন? A. Shohag ১৩:৫২, ১২ আগস্ট ২০২০ (ইউটিসি)
ShohagS জেনে খুবই ভালো লাগলো আপনি আমার গতিবিধি নজর রেখেছেন। আসলে উইকিপিডিয়া মুক্ত জ্ঞানের ভান্ডার। আপনি উইকিপিডিয়ার যেকোনো পাতার নিচে দেখবেন উইকিপিডিয়ার লাইসেন্স উল্লেখ করা আছে, ...বিষয়বস্তু CC BY-SA 3.0-এর আওতায় প্রকাশিত যদি না অন্য কিছু নির্ধারিত থাকে।...। অর্থাৎ উইকিপিডিয়ায় সকল জ্ঞান অবশ্যই কপিরাইটবিহীন হতে হবে। আর ছবির ক্ষেত্রে এটি দেখুন (বাংলা উইকিতে এখনও অনূদিত হয় নি; তবে আমি আপনাকে পরামর্শ দেবো আপনি অনুবাদ শুরু করুন)। প্রথম আলোর টেমপ্লেট আমি আলাপ পাতায় স্থানান্তরিত করেছি, কারণ টেমপ্লেটটি নিবন্ধটির বিষয়বস্তু সম্পর্কে নয়; স্বয়ং নিবন্ধটির লাইসেন্স সম্পর্কিত। ফলে এটি মূল পাতায় স্থান পাওয়ার যোগ্য নয়। মারো চারিত্রা নিবন্ধটি আপনি অনুগ্রহপূর্বক পড়ে দেখুন। যদি বাংলা ভাষায় যতিচিহ্ন ও পদক্রমের ন্যুনতম অস্তিত্বও থাকে তাহলেও আমি এতে উক্ত ট্যাগ লাগাতাম। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই দ্বিধাহীনভাবে জিজ্ঞাসা করবেন। ধন্যবাদ। নকীব সরকার বলুন... ০২:৫৯, ১৩ আগস্ট ২০২০ (ইউটিসি)
ওটা আমার নজরতালিকায় ছিল। আর আমি বলেছিলাম যে, যদি কোন সমস্যা থাকে তাহলে আপনি নিজেই কেন পরিবর্ত্ন করেন নাহ। এতে যারা আমার মত নতুন ইউজার তারা বুঝতে পাবে। আর সাইজ কারেকশন ফরমুলাটা আমি জানতাম নাহ। কিন্তু আপনার বট একই কাজ আবার করেছিল কোন ফারদার ওয়ার্নিং ছাড়া। একটু কোড উন্নত করেন। A. Shohag (pingme||Talk) ০৫:২২, ১৩ আগস্ট ২০২০ (ইউটিসি)
ShohagS বটের ব্যাপারে আপনি অনুগ্রহপূর্বক আরেকটি সুনির্দিষ্টভাবে বলুন। তবে তার পূর্বে অনুগ্রহপূর্বক উইকিপিডিয়া:বট/অনুমোদনের অনুরোধ/নকীব বট/কাজ ২ দেখে আসুন। যদি তারপরেও আপত্তি থাকে তবে আমায় জানালে আমি অবশ্যই বটের সেটিং পরিবর্তন করবো। আর আসলে আমি চলচ্চিত্র সম্পর্কে খুব একটা আগ্রহী নই। এ কারণে আমি পরিবর্তন করি নি। তবে হ্যাঁ, এটা আমারই ভুল। আমার উচিত ছিল অন্তত দেখিয়ে দেয়া। আর আমি বাংলা মাধ্যমে লেখাপড়া করায় ইংরেজি একটু কম বুঝি। তাই আমার বুঝতে কোনোরূপ ভুল হলে অবশ্যই জানাবেন। ধন্যবাদ। নকীব সরকার বলুন... ০৭:৩২, ১৩ আগস্ট ২০২০ (ইউটিসি)

দেখুন

এই সম্পাদনাটি দেখুন। - ওয়াইস আলাপ ১৩:৫৫, ১৩ আগস্ট ২০২০ (ইউটিসি)

পাতার তথ্য

নকীব ভাই, উইকি আলাপন নিবন্ধ প্রতিযোগিতার সময় আপনি একটি টুল তৈরি করে দিয়েছিলেন। সেটা কি অকার্যকর করে দিয়েছেন? -- আদিভাই (আলাপ) ১৫:০৩, ১৪ আগস্ট ২০২০ (ইউটিসি)

-- আদিভাই, আসলে আমি শুধু সরঞ্জামটি বাংলা ভাষায় রূপান্তর করেছি। এটি মূলত ইংরেজি উইকির একজন তৈরি করেছেন। ফলে মূল কৃতিত্ব তাঁর। না, আমি নিষ্ক্রিয় করি নি। আপনি ডেস্কটপ মোডে গিয়ে হাতের বাম পাশে দেখুন। সমস্যা হলে অবশ্যই জানাবেন। নকীব সরকার বলুন... ১৫:৪৭, ১৪ আগস্ট ২০২০ (ইউটিসি)

আগস্ট ২০২০

শুভেচ্ছা নিন। আপনার বটকে বলে দিন, আমার আলাপ পাতা থেকে ৭ দিনের পর যেন বার্তা সংগ্রহশালায় নিয়ে যায়। বর্তমানে ১৪ দিন লেখা আছে। (যদি সম্ভব হয়)। অনেকের পাতায় ৭ দিন লেখা দেখলাম! - ওয়াইস আলাপ ০৯:২০, ২০ আগস্ট ২০২০ (ইউটিসি)

@Owais Al Qarni: করে দিয়েছি। এখন থেকে আপনি নিজেই আলাপ পাতার স্বয়ংক্রিয় সংগ্রহশালা টেমপ্লেটের max-day পরিবর্তন করে নিজেই সময়সীমা নির্ধারণ করে দিতে পারেন। — আল রিয়াজ উদ্দীন (আলাপ) ১০:১০, ২০ আগস্ট ২০২০ (ইউটিসি)
Owais Al Qarni, একটূ অনুরোধ রইল অনুগ্রহপূর্বক লক্ষ্য রাখবেন কোনো অনুচ্ছেদের শিরোনামটি যেন বার্তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়। অর্থাৎ বর্তমান অনুচ্ছেদটির নাম হতে পারে ১৪ দিনের পরিবর্তে ৭ দিন পরে সংগ্রহশালা কিংবা এ জাতীয় কিছু। এতে বার্তা খুঁজে পাওয়া সহজ হয় আর কি। যাই হোক রিয়াজ ভাইকে ধন্যবাদ। নকীব সরকার বলুন... ১১:০৬, ২০ আগস্ট ২০২০ (ইউটিসি)

সীরাতুল মুস্তফা-নিবন্ধটির পর্যালোচনার অনুরোধ

সীরাতুল মুস্তফা নিবন্ধটি ভালো নিবন্ধ হিসেবে মনোনয়ন দিয়েছি, পর্যালোচনা করুন। - ওয়াইস আলাপ ০৮:১২, ২১ আগস্ট ২০২০ (ইউটিসি)

ওয়াইস ভাই আপনাকে ধন্যবাদ। তবে কথা দিতে পারছি না। আমি সময় পেলে পর্যালোচনা করবো। এবং অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। নকীব সরকার বলুন... ০৮:১৫, ২১ আগস্ট ২০২০ (ইউটিসি)
পুনশ্চ ১: আমি আপনার অনুচ্ছেদের শিরোনাম একটু পরিবর্তন করেছি। নকীব সরকার বলুন... ০৮:১৭, ২১ আগস্ট ২০২০ (ইউটিসি)

তোমার জন্য একটি পদক!

বিশেষ উইকিপদক
সুপ্রিয় নকীব,

নিয়মিত অবদান রাখার মাধ্যমে বাংলা উইকিপিডিয়াকে উন্নতির চূড়ায় পৌঁছতে সাহায্য করবে। তোমার উইকি অগ্রযাত্রা সুন্দর হোক।

শুভেচ্ছান্তে,
~ নাহিয়ান আলাপ ০৫:৩৭, ২৬ আগস্ট ২০২০ (ইউটিসি)

প্রিয় নাহিয়ান, এত সুন্দর একটি পদক দেয়ায় তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমার উইকিযাত্রাও শুভ হোক। নকীব সরকার বলুন... ০৬:৫৫, ২৬ আগস্ট ২০২০ (ইউটিসি)

জানানোর আবেদন

খেলাঘর থেকে একটি পাতা কিভাবে বিশ্বকোষীয় পাতায় রূপান্তর করা হয়?SH Mahfooz (আলাপ) ০৬:০৯, ২৬ আগস্ট ২০২০ (ইউটিসি)SH Mahfooz tell me

@SH Mahfooz: তুমি কি পাতা স্থানান্তরের কথা বোঝাচ্ছ? ~ নাহিয়ান আলাপ ০৬:১৩, ২৬ আগস্ট ২০২০ (ইউটিসি)
@Nahian: না। আমি বোঝাতে চাচ্ছি যে, ধরুন যে আমি খেলাঘরে একটি পাতা তৈরি করলাম, তৈরির পর আমি চাইলাম যে এটি একটি খেলাঘরের পাতা না রেখে একটি বিশ্বকোষীয় পাতায় রূপান্তর করব। তো এই কাজটা কি আমি করতে পারব, না অন্য কারো করতে হবে? আর যদি আমি করি, তবে কিভাবে করব? SH Mahfooz (আলাপ) ০৬:২৫, ২৬ আগস্ট ২০২০ (ইউটিসি)SH Mahfooz tell me
@SH Mahfooz: ব্যবহারকারী পাতা থেকে প্রধান পাতায় স্থানান্তর করতে হবে, তবেই হবে। নিজেও করতে পারো বা অন্যকাওকেও বলতে পারো স্থানান্তর করে দিতে। তবে তুমি কিছুক্ষণ আগে ভুল জায়গায় নিবন্ধ তৈরি করেছ। উইকিপিডিয়া:খেলাঘর ২ থেকে তথ্যগুলি মুছে ব্যবহারকারী:SH Mahfooz/SH Mahfooz এ সেগুলি যোগ করো। আমি পরে স্থানান্তর করে দিচ্ছি। ~ নাহিয়ান আলাপ ০৬:২৯, ২৬ আগস্ট ২০২০ (ইউটিসি)

আপনার বট

আপনার বটের স্ক্রিপটি আমি আমার আলাপ পাতায় যোগ করেছিলাম। তাই আমার আলাপ পাতার তথ্য গুলো মনে হয় কোনো সংগ্রহশালায় যাচ্ছে। কিন্তু কোথায় যাচ্ছে সেটা আমি জানিনা। দয়া করে আমার আলাপ পাতায় সংগ্রহশালা যুক্ত করে দিন যাতে করে আমি খুঁজে পাই। —আল ইমরান (আলাপ) ০৫:০৪, ২৯ আগস্ট ২০২০ (ইউটিসি)

আল ইমরান ভাই, আপনি যেখানে সংগ্রহশালা আগে করতেন সেখানেই। অর্থাৎ ImranAvenger/সংগ্রহশালা ১ পাতাটিতেই। তবে আমি আপনার আলাপ পাতায় সংগ্রহশালাটির সংযোগ যুক্ত করে দিয়েছি, যা আপনি ডেস্কটপ মোডে গেলেই দেখবেন।নকীব সরকার বলুন... ০৯:১৬, ২৯ আগস্ট ২০২০ (ইউটিসি)

সংগ্রহশালা ও বার্তা না মোছা

উইকিপিডিয়া আলোচনা:লক্ষ্য এবার লক্ষ পাতায় স্বয়ংক্রিয় সংগ্রহশালা টেমপ্লেট যোগ করেছিলাম, বট সংগ্রহশালায় আলোচনাগুলি নিলেও পাতা থেকে মুছে দেয়নি (সম্ভবত এই কারণেই উইকিপিডিয়া আলোচনা:লক্ষ্য এবার লক্ষ/সংগ্রহশালা ১-এ বট একই আলোচনা বারবার যোগ করছে)। আর সংগ্রহশালার শুরুতে বট যেন {{সংগ্রহশালার স্বয়ংক্রিয় পরিভ্রমণ}} যুক্ত করে দেয়। --আফতাবুজ্জামান (আলাপ) ১৭:১৪, ১ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)

আফতাবুজ্জামান ভাই, জ্বি আমি জিনিসটি দেখেছি। এমনটা হওয়ার কথা ছিল না (অন্তত অন্য কারো সঙ্গে হয় নি)। যাই হোক, জানানোর জন্য ধন্যবাদ। তবে আমার মনে হচ্ছে হয়তো মেমোরি অপ্রতুলতাজনিত কোনো কারণ ঘটেছে।
পুনশ্চ ১: বট আলাপ পাতার শুরুতে {{সংগ্রহশালার স্বয়ংক্রিয় পরিভ্রমণ}} যুক্ত করার জন্য প্রোগ্রাম করেছি। (সম্ভবত সেটা কম্পাইল হয় নি)নকীব সরকার বলুন... ০৭:৫৮, ২ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)
আফতাবুজ্জামান ভাই, আসলে পাইথনে য় নিয়ে খুব ঝামেলা করায় নামস্থান ম্যাপিংয়ে সমস্যা হয়েছিল। যাইহোক এখন ঠিক করা হয়েছে। আর আমার বট কৌশলগত কারণে প্রথম সংগ্রহশালায় টেমপ্লেটটি যোগ করে না। কিন্তু তার পরবর্তী থেকে যোগ করতে থাকে। নকীব সরকার বলুন... ১৬:০৫, ৭ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)
আচ্ছা। আরেকটা জিনিস, বট কিভাবে archive-size পড়ে দেখে? কারণ উইকিপিডিয়া আলোচনা:লক্ষ্য এবার লক্ষ পাতায় archive-size = 50000 দেয়া। তো আমি হাতদ্বারা উইকিপিডিয়া আলোচনা:লক্ষ্য এবার লক্ষ/সংগ্রহশালা ১ তৈরি করেছিলাম যার আকার ১,২৯,২২৬ বাইট (archive-size = 50000 থেকে বেশী) হয়ে গিয়েছিল। আজকে বট এই একই সংগ্রহশালায় আরও ১২,৯৪৩ বাইট যোগ করে। হিসেবে মতে, এই ১২,৯৪৩ বাইট এখানে যোগ না করে উইকিপিডিয়া আলোচনা:লক্ষ্য এবার লক্ষ/সংগ্রহশালা ২-এ যোগ করার কথা। --আফতাবুজ্জামান (আলাপ) ১৭:২২, ৭ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)
@আফতাবুজ্জামান: ভাই, আপনি লক্ষ্য করলেই দেখতে পাবেন বট ইতিমধ্যেই দ্বিতীয় সংগ্রহশালা তৈরি করে রেখেছে পরবর্তী আলাপগুলো স্থানান্তর করার জন্য। আসলে কৌশলগত কারণে বট আগে আলাপ স্থানান্তর করে তারপরে নতুন সংগ্রহশালা তৈরি করবে কি না সিদ্ধান্ত নেয়। ফলে সে আগে পূর্বের সংগ্রহশালায় আলাপ স্থানান্তর করে তারপরে তার আকারের সঙ্গে পরামিতির আকার তুলনা করে। এর কারণ হল কেউ যদি (ইচ্ছা করে/অনিচ্ছায়) |archive-size এর মান ০ (শূন্য) বা অত্যন্ত কম দেয় তাহলে বট আলাপ স্থানান্তর করার পূর্বে নির্দিষ্ট পরিমাণ আকার পূরণের জন্য বারবার (কৌশলগতভাবে অসীম সংখ্যক) সংগ্রহশালা তৈরি করতে থাকবে। এই ত্রুটিটি সুব্রত রায়ের সংগ্রহশালায় দেখা গিয়েছিল। আর তাছাড়া এরূপ না করা হলে তারিখ অনুযায়ী সংগ্রহশালার ক্ষেত্রেও ঝামেলা দেখা যায়। অর্থাৎ সেক্ষেত্রে হয়তো শেষের দিকের আলাপগুলো (প্রথমেই নতুন সংগ্রহশালা তৈরি করে ফেলায়) নতুন তারিখের সংগ্রহশালায় স্থানান্তরিত হয়ে যায়। ঠিক এই কারণেই বট প্রথম সংগ্রহশালায় টেমপ্লেট যুক্ত করে না বরং দ্বিতীয় সংগ্রহশালা থেকে শুরু করে। বুঝতে সমস্যা হলে জানাবেন। ধন্যবাদ। নকীব সরকার বলুন... ০১:৩৮, ৮ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)
আচ্ছা, বুঝেছি। আফতাবুজ্জামান (আলাপ) ০১:৪৫, ৮ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)

রোলব্যাকের যুক্তি

নটর ডেমের সাম্প্রতিকতম আপনার রোলব্যাকটির যুক্তি ছিল- তথ্যসূত্রটি বিশ্বকোষীয় নয়। কিন্তু আমি নিশ্চিত আপনি তথ্যটিকে অবিশ্বকোষীয় বলতে পারবেন না। তবে আপনি রোলব্যাক করলেন কেন? আপনি ম্যানুয়ালি রেফারেন্সটি কেটে দিতে পারতেন। আপনি তা না করে আবার রোলব্যাক করলেন। যা রোলব্যাকের অপব্যবহারের মধ্যে পড়ে। আপনার ভবিষ্যৎ সতর্কতা কাম্য।—Wiki RuHan [ Talk ] ০৭:০৫, ৮ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)

Wiki Ruhan, তা আমি কি জানতে পারি আপনি রোলব্যাক ঠিক কী কারণে ব্যবহার করেন? ঠিক পূর্বের সংস্করণে ফিরে যাওয়া ছাড়া অন্য কোনো কাজ আমার জানা নেই। এক্ষেত্রে আমি যদি শুধুমাত্র তথ্যসূত্রটি কেটে দিতাম তাহলে তথ্যটি (বিশ্বকোষীয় হওয়া সত্ত্বেও) সূত্রহীন হয়ে যেত। বর্তমান পরিস্থিতিতে তথ্যটি একটু স্পর্শকাতর বটে। ফলে সূত্র ছাড়া এটি থাকলে পরবর্তীতে এমনিতেই এটি বাদ পড়তো। তাহলে ব্যাপারটা কী দাঁড়ালো? আপনি চাচ্ছেন আর আমি করেছি নকীব সরকার বলুন... ০৮:১২, ৮ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)
কথাগুলোকে জটিল করবেন না। "এরপর ২৯ আগস্ট নটর ডেম কলেজে প্রথমবারের মতো অনলাইনে ভর্তি পরীক্ষা নেওয়া হয়।" এই তথ্যটি বেশ গুরুত্বপূর্ণ তথ্য। তথ্যসূত্র না থাকলে তথ্যসূত্র প্রয়োজন ট্যাগ লাগান কিন্তু তথ্য কাটবেন কেন? এ তথ্যে তথ্যসূত্র থাকা বাধ্যতামূলক না। তবে থাকলে ভালো। তাহলে আপনি এক কাজ করুন- সব তথ্যসূত্র ছাড়া নিবন্ধ মুছে ফেলুন। এই তথ্যটি কিভাবে স্পর্শকাতর হয় এটাও জানতে চাই। আমি চাচ্ছি আপনি তথ্যসূত্র বাদে তথ্যটা আবার যোগ করে দিন।—Wiki RuHan [ Talk ] ০৯:১৭, ৮ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)
প্রিয় রুহান, আপনি আমাকে ভুল বুঝছেন। তাহলে উইকিতে যেকোনো প্রকার তথ্য যোগ করেই তাতে {{তথ্যসূত্র প্রয়োজন}} লাগিয়ে তথ্যটাকে রেখে দেয়া যেত। আর তথ্যটি স্পর্শকাতর না হলে কীভাবে গুরুত্বপূর্ণ হয় তার ব্যাখ্যা জানতে চাচ্ছি। ধরুন আমি দাবি করলাম আমি নোবেল পুরষ্কার পেয়েছি এবং তথ্যসূত্র হিসেবে আমার নিজেরই প্রকাশিত (কিংবা পরিশোধিত) কোনো ওয়েবসাইটকে উল্লেখ করলাম। তথ্যটি নিশ্চয়ই গুরুত্বপূর্ণ? এখন আপনিই বলুন, আপনি কি তথ্যটি উইকিপিডিয়ায় রাখবেন? যতক্ষণ পর্যন্ত নোবেল কমিটির প্রাতিষ্ঠানিক কোনো তথ্যসূত্র পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত নিশ্চয়ই না। আমি আপনাকে প্রস্তাব দিলাম আচ্ছা তাহলে তথ্যসূত্র ছাড়াই তথ্যটি রাখা হোক। এবার রাখবেন? ব্যাপারটা এরকমই। স্পর্শকাতরতার ব্যাখ্যা আপনার গুরুত্বের ব্যাখ্যার সঙ্গে সদৃশ হবে। কোনো প্রশ্ন থাকলে জানাবেন। ধন্যবাদ। নকীব সরকার বলুন... ১৩:০৩, ৮ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)
বলতে বাধ্য হচ্ছি আপনার একটা কথাও এই আলোচনার সাথে প্রাসঙ্গিক নয়। আলোচনা শেষ করলাম।—Wiki RuHan [ Talk ] ১৩:৫২, ৮ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)

বিশ্লেষণ চাচ্ছি

বট অনুরোধে আপনার করা নিম্নোক্ত মন্তব্যটি বিশ্লেষণ করে বললে ভালো হতো। আপনি কি বলতে চাইছেন তাই সুস্পষ্ট করে বললে আরও বোধগম্য হতো।

প্রিয় রুহান সাহেব, বিশেষ:পিতৃহীন_পাতা-র অস্তিত্বের কথা আমি জানতাম না। ফলে আমার মনে একটি নতুন প্রশ্ন তৈরি হল। উক্ত বিশেষ পাতার (যেখানে তালিকাকারে সংশ্লিষ্ট সকল নিবন্ধ পাওয়া যায় এবং মোটামুটি হালনাগাদকৃতও বলা যায়) তুলনায় আপনার ট্যাগ লাগানোর বাড়তি বিশেষ কোনো সুবিধা আছে কি? না থাকলে আমি এই কাজটির ব্যাপারেও বিরোধিতা করছি। ধন্যবাদ। পুনশ্চ ১: আপনি আবেদনে বহির্ভুক্তি মান্যতার ব্যাপারে কিছু উল্লেখ করেন নি। যদিও বর্তমান বট নীতিমালায় এটি নেই, তবে এই ব্যাপারে আপনার সুচিন্তিত ব্যাখ্যা আশা করছি।

বিশেষত এই বাক্যটি উক্ত বিশেষ পাতার (যেখানে তালিকাকারে সংশ্লিষ্ট সকল নিবন্ধ পাওয়া যায় এবং মোটামুটি হালনাগাদকৃতও বলা যায়) তুলনায় আপনার ট্যাগ লাগানোর বাড়তি বিশেষ কোনো সুবিধা আছে কি? —Wiki RuHan [ Talk ] ১৮:৪৭, ১২ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)

রুহান সাহেব, আমি সেখানেই উত্তর দিচ্ছি। নকীব সরকার বলুন... ০০:৫৯, ১৩ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)
রুহান, এখানেই দিচ্ছি। আসলে আমি বোঝাতে চেয়েছি কোনো ব্যবহারকারী যদি পিতৃহীন নিবন্ধগুলোর (ঠিক করার জন্য) তালিকা চায়, তাহলে তো এটি আছেই। তাহলে আপনারটার বিশেষ কোনো প্রয়োজনীয়তা আছে কি না তা জানতে চাচ্ছিলাম। ধন্যবাদ। নকীব সরকার বলুন... ০২:০৯, ১৩ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)
পিতৃহীন পাতা সম্পর্কে ধারণা থাকলে হয়তো জানতেন যে পিতৃহীন পাতা প্রতিনিয়ত তৈরি হয়। (অনেক নতুন ব্যবহারকারী এ ব্যাপারে জানেই না এই কারণে। এই ধরুন আপনিও কিন্তু কিছুদিন আগেই জেনেছেন।) তাই নতুন নিবন্ধের মধ্যে যেসব পিতৃহীন সেগুলো আলাদা করতেই আমি বট ব্যবহার করতে চেয়েছিলাম।—Wiki RuHan [ Talk ] ১৬:৪২, ১৩ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)
প্রিয় রুহান উইকিপিডিয়ার বিশেষ পাতাসমূহ সম্পর্কে ধারণা থাকলে আপনি হয়তো জানতেন যে, বিশেষ পাতাসমূহ প্রতি মুহুর্তে হালনাগাদ হয় (অর্থাৎ কোনো পাতা তৈরি হওয়ার সময়েই সেটা recentchange, log, user, revision, text প্রভৃতি টেবিল হালনাগাদ হয়ে যাওয়ায় সম্পাদনা সংরক্ষণ হতে একটু বেশি সময় লাগে)। আপনার বট (অর্ধ-স্বয়ংক্রিয় তো দূরের কথা স্বয়ংক্রিয় হলেও) নিশ্চয়ই এতটা হালনাগাদ থাকা সম্ভব নয়। কারণ (প্রযুক্তিগত জ্ঞান থাকলে হয়তো জানতেন যে) আপনার বট ঐ পাতা থেকেই উপাত্ত সংগ্রহ করে। অন্য কিছু যা আমার চোখে পড়ে নি তা সম্পর্কে বলতে পারেন। নকীব সরকার বলুন... ০৫:১৭, ১৪ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)

বট

আমার আলাপ পাতার প্রথম তিনটি অনুচ্ছেদ বট এড়িয়ে যাচ্ছে। —ইয়াহিয়াবলুন...০৯:৩০, ১৪ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)

ইয়াহিয়া ভাই, আপনি আমার বটের আবেদনে লক্ষ্য করলেই দেখবেন যে, যদি কোনো আলাপের শেষে (স্বাক্ষরের সঙ্গে) তারিখ না থাকে তবে বট সেটি এড়িয়ে যাবে। স্বাক্ষরহীন মন্তব্যের ক্ষেত্রেও একই বক্তব্য প্রযোজ্য। এজন্য আপনার উচিত স্বাক্ষরহীন যেকোনো বক্তব্যের শেষে {{subst:স্বাক্ষরহীন|<বার্তা প্রদানকারী>}} ~~~~~ যুক্ত করে দেয়া। ধন্যবাদ। নকীব সরকার বলুন... ১১:২৮, ১৪ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)

নটরডেম কলেজের লোগো সম্পর্কে

মুক্ত নয় এমন ছবি বা লোগোর রেজুলেশন/সাইজ ঠিক কতো হওয়া উচিত তা আমার ভালোভাবে জানা নেই। তবে পূর্বে ইংরেজি উইকিপিডিয়ায় আমার আপলোড দেয়া লোগো RonBot Reduce nominal size to fit NFC guideline মন্তব্য করে 288 × 347 সাইজে কমিয়ে আনে। তারপর থেকে আমি মুক্ত নয় এমন লোগো আপলোডের ক্ষেত্রে সাইজ 300-320 এর মধ্যেই রাখি। সেজন্য নটরডেম কলেজের লোগোতে সাইজ দিয়েছি ৩০০ × ২৯২ । কিন্তু আপনি নটরডেম কলেজের লোগোতে {{মুক্ত নয় হ্রাস করুন}} ট্যাগ যুক্ত করেছেন।
এখন আমি বুঝতে পারছি না কী করা উচিত। আপনার মতামত আশা করছি।
ধন্যবাদ।
– Jihan (আলাপ) ১০:০৩, ৮ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)

– Jihan, আপনি ব্যস্ত হবেন না। আসলে আমার কাছে চোখে মনে হয়েছে ফাইলটির আকার একটু বড় কারণ লোড হতে একটু বেশি সময় লাগছে। তবে এটির আকার এমন হওয়া উচিত যাতে স্পষ্টতা ন্যূনতম হয় কারণ এটি অ-মুক্ত লোগো।নকীব সরকার বলুন... ১৩:০২, ৮ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)
@Nokib Sarkar:, আচ্ছা, ফাইল সাইজ কমানো যায় কি না সেটা দেখব; অনেক কমপ্লেক্স জন্য বড়ো হয়ে গেছে।আমি আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাচ্ছি যে, নটরডেম কলেজের লোগোর নিচে DHAKA উল্লেখ থাকে কি না। ওয়েবসাইটের লোগোতে দেখলাম নেই। যদিও আমি যেটা থেকে করেছি সেটাতে ছিলো। (যেহেতু বাংলাদেশে আরও নটরডেম কলেজ আছে) – Jihan (আলাপ) ১৬:৪৯, ৮ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)
– Jihan, ওয়েবসাইটই প্রাধান্য পাবে।নকীব সরকার বলুন... ০৫:১০, ৯ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)
@RHJihan: লোগোতে অবশ্যই “ঢাকা” থাকবে। আর ফাইলের সাইজ কমিয়ে লো রেজুলেশন করে পুরো ব্যাপারটিকে নিম্ন মানের করার পক্ষপাতী নই। আর উইকিপিডিয়ার নীতিমালা অনুসারে লোড হতে দেরি হচ্ছে বা বেশি এম.বি চলে যাবে এমন অভিযোগ করা অমূলক। তাই জিহান, আপনি বর্তমান ফাইলই রাখতে পারেন।—Wiki RuHan [ Talk ] ১৩:০১, ১২ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)
প্রিয় রুহান, আমি কিছুটা সংযতভাবেই আপনার মতামতের জোরালো বিরোধিতা  করছি। আশা করছি আপনি উইকিপিডিয়ার অ-মুক্ত বিষয়বস্তুর সৌজন্যমূলক ব্যবহারের নীতিমালাটি পড়েছেন। সেখানে লেখা আছে যে, ন্যূনতম যে পরিমাণ মান বজায় না থাকলে ফাইলের বিষয়বস্তু শনাক্তকরণ অসম্ভব হয়ে পড়ে, শুধুমাত্র ততটুকু মানসম্পন্ন (ইংরেজিতে বলা হয় quality) ফাইলই রাখা উচিত। অর্থাৎ অ-মুক্ত চিত্রগুলোর নিম্ন-মানই আশা করা হয় (নতুবা সেটি মূল উচ্চমানের ফাইলের বাণিজ্যিক সম্ভাবনা হ্রাস করবে)। এই লোগোটির আকার ছোট করা হলেও আমার মনে হয় না তাতে শনাক্তকরণে কোনোরূপ সমস্যার সৃষ্টি হবে। আর আমি কি একবারও বলেছি যে বেশি এম.বি (পূর্ণরূপ মেগাবাইট যাকে প্রচলিতভাবে সেলুলার ডাটা কিংবা ব্যান্ডউইথ বলা হয়) চলে যাবে? অনুগ্রহপূর্বক (হতে পারে রেষারেষির উদ্দেশ্যে) অপ্রাসঙ্গিক শব্দ টেনে এনে অপরিপক্কতার পরিচয় দেবেন না। এতটুকু মাথায় রাখবেন, লোড হতে সময় বেশি নেওয়া ≠ বেশি ব্যান্ডইউথ ব্যবহৃত হওয়া। প্রযুক্তিগত (ইংরেজিতে technical) জ্ঞান না থাকলে অন্তত অন্যের কাছ থেকে চাইলে ধার নিতে পারেন। আর লোগোর নিচে "ঢাকা" থাকবে কি না সে ব্যাপারে (নটরডেমিয়ান হওয়া সত্ত্বেও) আমি আপনি বলার কেউ নই। এক্ষেত্রে বলার অধিকার রাখে মূল কর্তৃপক্ষের প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট। আপনি নিশ্চয়ই বলতে পারেন আমাদের কলেজ পোশাকে তো "ঢাকা" ছিল। আমি অস্বীকার করছি না। কিন্তু এমনটা হওয়াও অস্বাভাবিক কিছু নয় যে, কর্তৃপক্ষ তাদের লোগোর ডিজাইন পরিবর্তন করেছে। তাই আমি বলেছি ওয়েবসাইট প্রাধান্য পাবে। তবে এ ব্যাপারে অভিজ্ঞ যে কারো দৃষ্টি আকর্ষণ করছি। জিহান ভাই, আপনি বিচলিত হবেন না। আপনার হ্রাসকৃত ফাইলটি আপলোড করার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনি নিজেই যাচাই করে দেখুন হ্রাসকৃত ফাইলটি দেখতে কোনো অবিকল মূল ওয়েবসাইটের লোগোর মতো কি না। সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ। নকীব সরকার বলুন... ১৪:২৮, ১২ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)
@RHJihan, Wiki Ruhan, এবং Nokib Sarkar: আপনাদের সকলের জ্ঞাতার্থে জানাচ্ছি যে, মুক্ত নয় এমন চিত্র কেমন হওয়া উচিত সেটা জানতে উইকির টুলফোর্জের এই ইমেজ রিসাইজ ক্যালকুলেটর আছে। এটা দিয়ে জানতে পারা যায় চিত্রের আয়তন ১ লক্ষ বর্গপিক্সেলের বেশি হওয়া উচিত নয়। তার মানে ৩১৬*৩১৬ হতে পারে বা অন্য কোন আকার, তবে ১ লক্ষ বর্গপিক্সেলের মধ্যেই থাকতে হবে। (এই বিষয়টা আমি আফতাবুজ্জামান -এর কাছ থেকে জেনেছি) সবাইকে ধন্যবাদ। — কুউ পুলক ১৪:৫৯, ১২ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)
পুলক ভাই, আমি সরঞ্জামটির ব্যাপারে জানি (আপনি সম্ভবত আমার বটের আবেদনে সেটার উল্লেখ দেখেছেন)। কিন্তু সেই সূত্রটি কেবলমাত্র টেকনিক্যাল ক্ষেত্রের জন্য প্রযোজ্য। অর্থাৎ সেটি মোটামুটি আকার সম্পর্কে ধারণা দেয়। কিন্তু সবচেয়ে কম যে রেজ্যুলেশনে বিষয়বস্তু অবিকৃত থাকে সেই রেজ্যুলেশনটিই উইকিপিডিয়ার সৌজন্যমূলক ব্যবহারের জন্য উপযুক্ত। এর চেয়ে বেশি রেজ্যুলেশন অনুপযুক্ত হয়ে পড়ে। কিন্তু সকল ছবির জন্য একই হ্রাসকৃত রেজ্যুলেশন প্রযোজ্য নয়। আমি আপনাকে বলছি বিষয়টা। ধরুন আপনি কোনো নিবন্ধে ব্যবহারের জন্য কোনো পত্রিকার কাটিং যুক্ত করলেন। এক্ষেত্রে ছবির রেজ্যুলেশন কমলে লেখাগুলো বোঝা যাবে না। ফলে এক্ষেত্রে অনেক বড় হলেও হ্রাস করার প্রয়োজন নেই। কারণ নতুবা বিষয়বস্তু বিকৃত হয়ে যায়। কিন্তু লোগোগুলোর বিষয়বস্তু তো ঠিক লেখা নয়; বরং তার শনাক্তকারী প্যাটার্ন। ফলে এটি অনেক কম রেজ্যুলেশনেও বিকৃত হয় না। এসব কিছু মেশিনের পক্ষে বোঝা সম্ভব নয়। তাই মানবিকীকরণ প্রয়োজন হয়। আমি সেটাই করেছি। কিছু না বুঝলে জানাতে দ্বিধাবোধ করবেন না। ধন্যবাদ। নকীব সরকার বলুন... ১৬:৫২, ১২ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)
একটা লোগো নিয়েও এত বিতর্ক! আর বিতর্কের দরকার নেই। এখন লোগোর মাপ ঠিক আছে। লোগোর নিচে ঢাকা যোগকরণ ঠিক আছে, এই বছরের কলেজের ভর্তির বিজ্ঞপ্তিতে তাই আছে। আর লোগোর রঙ ঠিক আছে কিনা এটা কলেজ কর্তৃপক্ষকে জিজ্ঞেস করতে হবে মনে হচ্ছে, কারণ ওয়েবসাইটে এক রঙ দেয়া (গাঢ়), কলেজের ফলকে আরেক রঙ দেয়া (একটু হালকা)। --আফতাবুজ্জামান (আলাপ) ১৯:৫৩, ১২ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)

লোগো নিয়ে এতো কিছু! যাই হোক। আমার জন্য ভালোই হলো; লোগোটা নিয়ে আরেকবার ঘাঁটাঘাঁটি করতে যেয়ে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করলাম। @আফতাবুজ্জামান: ভাই, সম্প্রতি নটরডেম কলেজের ওয়েবসাইট সম্ভবত উন্নয়ন করা হয়েছে। কদিন আগেও ওয়েবসাইটে দুই জায়গায় দুই ধরনের লোগো ছিলো; এখন নেই। তাই আমি বর্তমানে ওয়েবসাইটে যে লোগো আছে সেটাকে প্রামাণ্য ধরে রং নির্বাচন করলাম।
@Wiki Ruhan: ভাই, অ-মুক্ত লোগোর ক্ষেত্রে ন্যূনতম আকার দেয়া হলেও এসভিজি ফাইল তো নিম্নমানের বা ঘোলাটে হয়ে যায় না। তাই আকারে বা ফাইল সাইজে ছোটো হলেও তা কোনো সমস্যা করবে না। তাই ওয়েবসাইটের লোগো অনুযায়ী এসভিজি সংশোধন করে পারতপক্ষে ছোটো আকারের লোগোই পুনরায় আপলোড করলাম।
– Jihan (আলাপ) ০৬:২৯, ১৫ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)

শুভ জন্মদিন

কিছু বন্ধু ছবিতে কম, স্মৃতিতে বেশি থাকে। তাদের মধ্যে তুই একজন। জন্মদিনের শুভেচ্ছা। আমার চিন্তাধারার বিপরীত পার্শ্বগুলো ধরিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ, মন খুলে আমার সাথে কথা বলার জন্য ধন্যবাদ। তোর নির্ভেজালভাবে গঠনমূলক সমালোচনাগুলোর মাধ্যমে আমি নিজেকে চিনেছি; তাই সেটার জন্যও ধন্যবাদ; ধন্যবাদ আমার মেন্টর হওয়ার জন্য। সর্বোপরি ধন্যবাদ আমার বন্ধু হওয়ার জন্য। (রোলব্যাক নামক খেলনাটি আমাদের সম্পর্ক তিক্ত করে দিলেও আমি জানি এই শুভেচ্ছা বার্তা তোকে খুশি করবেই) এই লিংক ঘুরে আসুন। ভালো লাগলে কাল একবার কল দিয়েন। —Wiki RuHan [ Talk ] ১৮:২৫, ১৫ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)

রুহান সাহেব, আমি মোটেও খুশি হই নি। আমি জন্মদিনের কেক আশা করেছিলাম। :) নকীব সরকার বলুন... ০১:৩২, ১৬ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)

আপনার জন্য একটি পদক!

বিশেষ পদক
নকীব, ব্যবহারকারী নামের নীতিমালা ভঙ্গ সংক্রান্ত তোমার বটের কাজ প্রশংসার দাবীদার। বিশেষ এ কাজটি করার জন্য তোমাকে এই পদক প্রদান করা হলো :) ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৩:৫৭, ২৩ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)
নাহিদ ভাই, বট কর্তৃক ফলস পজেটিভ আসার পরেও পদক প্রদান করায় অসংখ্য ধন্যবাদ। আমি বটটিকে এখানে আরো কিছু টেস্টকেস দেয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আর এখানে কাজটির চলমান আবেদনের আলোচনায় অংশগ্রহণের জন্য অনুরোধ রইল।নকীব সরকার বলুন... ১৪:১৩, ২৩ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)

অনুগ্রহপূর্বক আপনার ইমেইল চেক করুন

হ্যালো Nokib Sarkar/সংগ্রহশালা/৩: অনুগ্রহপূর্বক আপনার ইমেইল চেক করুন! বিষয়: "The Community Insights survey is coming!"আপনার যদি প্রশ্ন থাকে, ইমেল surveys@wikimedia.org

(Please check your email! Subject: "The Community Insights survey is coming!" If you have questions, email surveys@wikimedia.org.)

Samuel (WMF) (আলাপ) ০০:২১, ২৪ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)

দীনেন গুপ্ত নিবন্ধ অপসারণের প্রস্তাব সম্পর্কে

এই আলোচনাটি সমন্বয়ের স্বার্থে এখানে স্থানান্তর করা হয়েছে। নকীব সরকার বলুন... ১২:৫৭, ২৫ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)

আমি এমন অনেক নিবন্ধের সন্ধান দিতে পারি যেগুলোতে শুধুমাত্র imdb কে বহিঃসংযোগ দিয়ে তৈরি করা হয়েছে। ইংরেজি ও বাংলা উভয় উইকিতে। সেগুলো যদি বাতিল না হয়ে থাকে তবে দীনেন গুপ্ত নিবন্ধ কেন বাতিল হবে? Wikifulness (আলাপ) ১৩:৫১, ২৫ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)

দীনেন গুপ্ত নিবন্ধে আইএমডিবি ছাড়াও একাধিক তথ্যসূত্র দেওয়া হয়েছে। Wikifulness (আলাপ) ১৩:৫২, ২৫ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)

দেখুন https://en.m.wikipedia.org/wiki/List_of_Indian_film_directors Wikifulness (আলাপ) ০৩:৪৪, ২৬ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)

বট পরিচালনার পদক

বট পরিচালনা পদক
বটটা কিন্তু ভালই কাম করতেয়াসে, বুজ্জনি ভাইডি :) ‍‍‍‍~ ফায়সাল বিন দারুল (২০২০) ১৭:০৭, ২৬ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)
ফয়সাল ভাই, আপনাকে অসংখ্য ভালোবাসা ও ধন্যবাদ। নকীব সরকার বলুন... ১৮:২১, ২৬ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)

চিত্রের নতুন সংস্করণ আপলোড প্রসঙ্গে

নিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।



@Nokib Sarkar:, @নকীব ভাই, কোনো চিত্রের নতুন সংস্করণ আপলোড আর দয়া করে কোরো না, আফতাব ভাইয়ের আলাপ পাতায় অ-উন্মুক্ত চিত্রের সংস্করণ (কোনো ফাইলের পূর্ববর্তী) মুছে দিতে বললে উনি সাড়া দেননা, উইকিতে আজকাল অনেক কমই সময় ব্যয় করছেন আফতাব ভাই, আর তুমি যে চিত্রে ট্যাগ লাগিয়ে দাও এটা তো অন্য কোনো প্রশাসকের নজরেও আসেনা, কারণ কি? (বিশাল খান) রফিক রাতুল (আলাপ) ১৬:৪৪, ২৯ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)

বিশাল ভাই, আসলে তাঁর নজরে পড়ছে ঠিকই। কিন্তু তিনি ও আমি মিলে একটি প্রশাসক বট বানাচ্ছি যা এসব অ-মুক্ত চিত্রের পূর্ববর্তী সংস্করণগুলো মুছে দেবে। কারণ খেয়াল করে দেখবেন, এতে প্রায় ৩০০০+টি চিত্র (মোটামুটি ৪০০০+ সংস্করণ) রয়েছে (এটি দেখুন)। ফলে হাতদ্বারা করা প্রায় অসম্ভব। অন্যদিকে যদি নকীব বট কোনো পাতায় সম্পাদনা করে তবে (বট পতাকাধারী হওয়ায়) সে সম্পাদনাটি সাধারণত সাম্প্রতিক পরিবর্তন ও নজরতালিকায় দৃশ্যমান হবে না। নকীব সরকার বলুন... ০৪:৪৮, ৩০ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)
@Nokib Sarkar:, চিত্র:সিভানদা মান পোস্টার.png এটির নাম কি চিত্রঃসিভানদা মান-এর ডিভিডি প্রচ্ছদ হওয়া উচিৎ ছিলো, একটু ভেবে দেখো তো। রফিক কে. (আলাপ) ১০:১৬, ৩০ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)
রফিক কে., এটা সম্পর্কে আমার মত হল যা আছে সেটাই থাকুক। কারণ এটি তো শুধুমাত্র ডিভিডিতেই আপলোড হয় নি; বরং প্রেক্ষাগৃহেও মুক্তি পেয়েছে। নকীব সরকার বলুন... ১০:২৪, ৩০ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)
@Nokib Sarkar:, নকীব ভাই, চিত্রটি ডিভিডির সেটা কি বুঝোনা? চিত্র:১২বি চলচ্চিত্রের ডিভিডি প্রচ্ছদ.jpg এই নামটা দেখো, সম্পাদনা ইতিহাস দেখো, আফতাব ভাই নাম পরিবর্তন করে দিয়েছিলেন। (বিশাল খান) রফিক কে. (আলাপ) ১০:২৬, ৩০ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)
রফিক কে., ওটা খেয়াল করি নি। হ্যাঁ, ডিভিডি প্রচ্ছদই হওয়া উচিত। নামান্তরের অনুরোধ করুন। নকীব সরকার বলুন... ১০:২৮, ৩০ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)

উপরের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।

ভালো নিবন্ধ মনোনয়ন পর্যালোচনার অনুরোধ

নিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।



প্রিয় নকীব ভাই,
উইকিপিডিয়া:প্রস্তাবিত ভালো নিবন্ধ/পদার্থবিজ্ঞান এবং জ্যোতির্বিদ্যা পৃষ্ঠায় অ্যাড্রাস্টিয়া (প্রাকৃতিক উপগ্রহ) নিবন্ধটির মনোনয়ন জমা দিয়েছি। পর্যালোচনার অনুরোধ জানাই। এটি পর্যালোচনা করলে এবং ভুলত্রুটিগুলি সম্পর্কে আমাকে অবহিত করলে পরবর্তীকালে জ্যোতির্বিজ্ঞান-সংক্রান্ত নিবন্ধ প্রণয়নের কাজে আমার বিশেষ সুবিধে হবে। ধন্যবাদান্তে --অর্ণব দত্ত (আলাপ) ১০:২৩, ৪ অক্টোবর ২০২০ (ইউটিসি)


উপরের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।

সাহায্য

নিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।



সুধী! আমি চাই আমার আলাপ পাতার ৪০ দিনের পুরনো বার্তা স্বয়ংক্রিয়ভাবে সংগ্রহশালায় স্থানান্তর হোক। আমার কি করতে হবে?? ☞ 🇧🇩সাফী মাহফূজ🇧🇩 (বলুন শুনছি) ১০:০৩, ৫ অক্টোবর ২০২০ (ইউটিসি)

ভাই,  করা হয়েছে নকীব সরকার বলুন... ১৩:৩০, ৬ অক্টোবর ২০২০ (ইউটিসি)

উপরের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।

চিত্র:মায়া মেমসাব চলচ্চিত্রের পোস্টার.jpg

নিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।



@Nokib Sarkar:, @নকীব ভাই, চিত্র:মায়া মেমসাব চলচ্চিত্রের পোস্টার.jpg- এই ফাইলটির অ-উন্মুক্ত সংস্করণ মোছার জন্য ট্যাগ লাগিয়ে দাও তো, এটা একজন প্রশাসকের নজরে আনো। (বিশাল খান) শফিক রবিউল (আলাপ) ২০:৫৯, ১০ অক্টোবর ২০২০ (ইউটিসি)

 করা হয়েছেনকীব সরকার বলুন... ০৭:৫১, ১১ অক্টোবর ২০২০ (ইউটিসি)

উপরের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।

সিঙ্গাপুর সেনাবাহিনী

নিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।



@Nokib Sarkar:, সিঙ্গাপুর সেনাবাহিনীতে তুমি কিছু না বুঝেই পট করে সম্পাদনা বাতিল করে দিলে যে। কি জানো তুমি সিঙ্গাপুর সেনাবাহিনী সম্পর্কে? আর চিত্রশালায় আমি চিত্র কমিয়ে এনেছি; নকিব ভাই, তুমি অনেক ছোটো, আমি ম্যাট্রিক দিয়েছি সেই ২০০৯ সালে আর বাংলা উইকিতেও আছি ২০১৩ সাল থেকে, রিয়াজ ভাইকে শুধু তথ্যছকে চিত্র আপলোড (লোগো) দিতে বলেছি, এই। )বিশাল খান) শফিক রবিউল (আলাপ) ০৭:৪৭, ১১ অক্টোবর ২০২০ (ইউটিসি)

বিশাল ভাই, আপনার মতো এত অভিজ্ঞ মানুষের কাছ থেকে এমন আচরণ প্রত্যাশা করি নি। আপনি যদি নিবন্ধটির ইতিহাস দেখতেন তবে বুঝতে পারতেন আমি ভুল করে অন্য একটি বাতিল করতে গিয়ে সেটি বাতিল করে ফেলেছি এবং সঙ্গে সঙ্গে তা ফিরিয়ে নিয়েছি। নকীব সরকার বলুন... ০৭:৫০, ১১ অক্টোবর ২০২০ (ইউটিসি)
@Nokib Sarkar:, দুঃখিত নকিব ভাই, আমি ক্ষমাপ্রার্থী, মাথা গরম ছিলো তাই আরকি............। শফিক রবিউল (আলাপ) ০৭:৫০, ১১ অক্টোবর ২০২০ (ইউটিসি)
বিশাল ভাই, আমাকে নাম ধরেই ডাকবেন। আর তুই ব্যবহারেও কোনো আপত্তি নেই। নকীব সরকার বলুন... ০৮:০৭, ১১ অক্টোবর ২০২০ (ইউটিসি)

উপরের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।

স্বয়ংক্রিয় সংগ্রহশালা

ভাই স্বয়ংক্রিয় সংগ্রহশালা ব্যবহার করতে পারছি না! কিভাবে করে বুঝতেছি না! আলাপ পাতায় কপি পেস্ট করলাম কিছুই হইল না। এইচএসসি এর প্যারায় ৮-১০ মাস উইকিপিডিয়ায় না এসে সব ভুলে গেছি! — Nafiur14 (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।১৪:১৩, ১৬ অক্টোবর ২০২০ (ইউটিসি)

নাফি ভাই, আমি করে দিয়েছি। আপনি চাইলে নথি দেখতে পারেন। আর বট প্রতিদিন সকাল ৬টায় একবার করে স্থানান্তরিত করে। অপেক্ষা করুন। আর আস্থা রাখায় ধন্যবাদ। নকীব সরকার বলুন... ১৪:১৩, ১৬ অক্টোবর ২০২০ (ইউটিসি)

কারিগরি পদক

কারিগরি পদক
চিত্রের পূর্ববর্তী সংস্করণ মুছে দেয়ার স্ক্রিপ্ট তৈরি করে দেয়ায় এই পদকটি দিলাম। এই পাইথন স্ক্রিপ্টটি না হলে চিত্রের সংস্করণ মুছতে কত যে কষ্ট করতে হত ও সময় যেত। আফতাবুজ্জামান (আলাপ) ২০:২৯, ২০ অক্টোবর ২০২০ (ইউটিসি)
আফতাবুজ্জামান ভাই, সামান্য কাজটুকুর জন্য স্বীকৃতি পেয়ে খুবই ভালো লাগছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তবে নিচের বিশাল খানের আলোচনাটি থেকে যদি আমি টেমপ্লেটগুলো মোছার ব্যবস্থা করি, আলাদাভাবে কি অনুমতি নেওয়ার প্রয়োজন আছে? নকীব সরকার বলুন... ০৫:৪১, ২১ অক্টোবর ২০২০ (ইউটিসি)
কর। আমি এখানে কাজ সম্পন্ন হলে ট্যাগ সরিয়ে ফেলা যোগ করে দিয়েছি। মহীন ভাইও বলেছে দেখলাম। --আফতাবুজ্জামান (আলাপ) ১৫:৫৭, ২১ অক্টোবর ২০২০ (ইউটিসি)

পুরোনো ট্যাগ

@Nokib Sarkar:, @নকিব ভাই, চিত্র:সিভানদা মান-এর ডিভিডি প্রচ্ছদ.png এটি সহ তোমার ট্যাগ দেওয়া অনেক চিত্রের পূর্ববর্তী সংস্করণ (অ-উন্মুক্ত) মুছে ফেলা হলেও তুমি ট্যাগ মুছে দাও নি কেন? চিত্র:১২বি চলচ্চিত্রের ডিভিডি প্রচ্ছদ.jpg এটারও একই অবস্থা, আমি মাত্র দুটি উদাহরণ দিলাম তবে এরকম আরো অসংখ্য চিত্র পড়ে আছে ট্যাগযুক্ত অবস্থায়; নকিব ভাই যদি পারো কোনো ভাবে এই ধরণের নিবন্ধগুলো খুঁজে বার করবে যেগুলো পুরোপুরি যান্ত্রিক অনুবাদ/আড়ষ্ট অনুবাদ এবং ঐ নিবন্ধগুলোতে আন্তঃভাষা সংযোগ (আন্তঃউইকি সংযোগ) দেওয়া নেই, আমি কয়েকটা খুঁজে বার করতে পেরেছি এবং আন্তঃউইকি সংযোগ করে দিয়েছি। ফয়সাল তুষার (আলাপ) ১০:৪৪, ২১ অক্টোবর ২০২০ (ইউটিসি)

@ফয়সাল রেজা: আন্তঃউইকি সংযোগ নেই, এমন নিবন্ধের তালিকা এখানে পাবেন। — আদিভাইআলাপ০৩:৪৮, ২১ অক্টোবর ২০২০ (ইউটিসি)

আপনার নিকট ইমেইল গিয়েছে

হ্যালো "Nokib Sarkar"

আপনার নিকট একটি ইমেইল প্রেরণ করা হয়েছে। 

শিরোনাম হলো "Bot" উত্তর পাঠানোর ইমেইল ঠিকানা: shmahfooz7@gmail.com মুহাঃ সাফী মাহফূজ (বলুন) ১২:০৬, ২১ অক্টোবর ২০২০ (ইউটিসি)

@Nokib Sarkar: পুনরায় ইমেইল প্রেরণ করা হয়েছে। মুহাঃ সাফী মাহফূজ (বলুন) ১৭:১৫, ২১ অক্টোবর ২০২০ (ইউটিসি)

ছবির খোঁজ

উইকিমিডিয়া কমন্সে আমার আপলোডকৃত ছবি কোথায় পাবো।আর ছবিগুলোর স্বত্ব অধিকার কিভাবে নিশ্চিত করবো।ShazidSharif2001 (আলাপ) ০২:০২, ২৭ অক্টোবর ২০২০ (ইউটিসি)

@ShazidSharif2001: commons:Special:Uploads/ShazidSharif2001 এখানে পাবেন। অথবা কমন্সে গিয়ে অনুসন্ধান বারে Special:Uploads/ShazidSharif2001 লিখে অনুসন্ধান করলে আপনার আপলোডকৃত চিত্রগুলো পেয়ে যাবেন। :) — আদিভাইআলাপ০৬:৩৬, ২৭ অক্টোবর ২০২০ (ইউটিসি)

ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা - অংশগ্রহণ করুন ও পুরস্কার জিতুন

সুপ্রিয় Nokib Sarkar/সংগ্রহশালা,

আশা করি করোনাভাইরাসের বৈশ্বিক মহামারী পরিস্থিতিতে ভাল আছেন। আগামীকাল থেকে ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা শুরু হচ্ছে। আপনাকে আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আন্তরিক অনুরোধ করি ।এই প্রতিযোগিতায় অভিজ্ঞ,অনভিজ্ঞ ও নতুন ব্যবহারকারী  সকলের জন্যই মুক্ত। 

উইকিসংকলন – একটি উন্মুক্ত অনলাইন পাঠাগার –যা উইকিমিডিয়া ফাউন্ডেশনের একটি প্রকল্প যা উন্মুক্ত লেখ্য উপাদান তৈরি করার জন্য এক লাইব্রেরি যেখানে উৎসের লেখা মূল নথিপত্র , দলিল, দস্তাবেজ, এমনকি মুল লেখার বাংলা অনুবাদও থাকে। যেখানে উইকিপিডিয়া একটি বিশ্বকোষ, সেখানে উইকিসংকলন হল একটি লাইব্রেরি বা পাঠাগার বা গ্রন্থাগার। উইকিপিডিয়াতে কোনো একটি বই সম্পর্কে নিবন্ধ থাকতে পারে, সেখানে উইকিসংকলনে সেই বইটির সম্পূর্ণ লেখাটি রাখা হয়। 

ভারতীয় উইকিসংকলন সম্প্রদায়ের অন্য ভাষাগুলির থেকে বাংলা ভাষায় অবদানকারির সংখ্যা তুলনামূলক ভাবে অত্যধিক কম। অথচ বাংলা সাহিত্যের রত্ন ভাণ্ডারের কিছু শতাংশ মাত্র প্রকাশ করা গেছে। তাই আমাদের আরও স্বেচ্ছাসেবক দরকার কাজ করার জন্য। আশা করি আপনি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন  ও  উইকিসংকলনকে সমৃদ্ধ করবেন। বিস্তারিত প্রকল্প পাতায় দেখুন।

প্রতিটি সম্প্রদায় অনুযায়ী পুরষ্কার

  • প্রথম পুরস্কার - ৳  ৩০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট,  একটি মেমেন্টো
  • দ্বিতীয় পুরস্কার - ৳ ২০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট, একটি মেমেন্টো
  • তৃতীয় পুরস্কার - ৳ ১০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট,  একটি মেমেন্টো
  • পঞ্চম থেকে দশম পুরস্কার - ৳ ৫০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট, একটি মেমেন্টো

বাংলাদেশ থেকে কোনো প্রতিযোগী পুরস্কার পেলে, তাকে ( https://www.bagdoom.com/ ) বা সম গোত্রীয় ওয়েব সাইট থেকে গিফট ভাউচার  পাঠানো হবে  ও ভারতে আমজন গিফট ভাউচার পাঠানো হবে।  বাংলাদেশে (অন্যান্য দেশে) বসবাসকারী বিজয়ীদের শুধুমাত্র উপহার ভাউচার পাঠানো সম্ভব। টিশার্ট বা মেমেন্টো ভারত থেকে পাঠানা সম্ভব নাও হতে পারে। 

প্রতিযোগিতায় আপনাকে স্বাগতম।

শুভেচ্ছা সহ,
জয়ন্ত দা
১৩:৩৯, ৩১ অক্টোবর ২০২০ (ইউটিসি)

সংগ্রহশালা

প্রিয়, নকিব প্রথমেই ধন্যবাদ, আপনার বট অন্যান্যদের মতো আমার আলাপ পাতার বার্তাগুলো নিয়মিত সংগ্রহশালায় পাঠিয়ে দেয়। কিন্তু সংগ্রহশালার লিংক আমি পাচ্ছি না বা আমার আলাপ পাতার শুরুতে রাখতে চাই। ‘সংগ্রহশালা-১, সংগ্রহশালা-২, এভাবে। --দেলোয়ার () • ১১:০২, ১ নভেম্বর ২০২০ (ইউটিসি)

@DelwarHossain: আপনার আলাপ পাতার শীর্ষে {{সংগ্রহশালাসমূহ}} টেমপ্লেট যোগ করে দিয়েছি। যেটিতে ডেস্কটপ মোডে সংগ্রহশালাসমূহের লিংক সংগ্রহশালা ১, সংগ্রহশালা ২ আকারে দেখাবে। আপনার আলাপ পাতার বেশিরভাগ বার্তায় স্বাক্ষর না থাকায় বট সেগুলো সংগ্রহশালায় নিচ্ছে না অনুগ্রহ করে তা ম্যানুয়ালি স্থানান্তর করে নিন। — আল রিয়াজ উদ্দীন (আলাপ) ১৪:১৯, ১ নভেম্বর ২০২০ (ইউটিসি)

আপনার ইমেইল এসেছে!

হ্যালো। আপনার ই-মেইল পরীক্ষা করুন – আপনি একটি মেইল পেয়েছেন!
০৬:৫৮, ১৬ নভেম্বর ২০২০ (ইউটিসি) তারিখে বার্তা যোগ করা হয়েছে। আপনি {{আপনি মেইল ​​পেয়েছেন}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময়ে এই নোটিশ মুছে ফেলতে পারেন।

সাফী মাহফূজ বলুন ০৬:৫৮, ১৬ নভেম্বর ২০২০ (ইউটিসি)

দক্ষিণ এশিয়া উইকি আন্দোলনের কৌশল সম্পর্কে তৃতীয় দফায় আলোচনার সময় নির্বাচন

আমরা দক্ষিণ এশিয়া উইকি আন্দোলনের কৌশল সম্পর্কে তৃতীয় দফায় আলোচনা করতে দুটি সময় নির্বাচন করেছি, আপনারা আপনাদের পছন্দ মত মতামত ২৩ নভেম্বর-এর মধ্যে দিতে পারেন। সবার মতামত অনুসারে ২৪ নভেম্বর আলোচনার জন্য একটি সময় নির্বাচন করে জানিয়ে দেয়া হবে।

আপনার বাংলা উইকিপিডিয়ার আলোচনাসভায় অথবা ফেসবুকের মাধ্যমে আপনাদের মতামত দিতে পারেন।

২৬ নভেম্বর সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট (বাংলাদেশ সময়)
২৭ নভেম্বর সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট (বাংলাদেশ সময়)

বিঃদ্রঃ আমাদের আজকের (১৯ নভেম্বর) আলোচনায় ৪ জন ২৭ নভেম্বর এবং ১ জন ২৬ নভেম্বর সমর্থন দিয়েছেন।

আমাদের আজকের (১৯ নভেম্বর) আলোচনায় বিনিময় করা লিংক গুলো দেখতে এখানে চাপুন

এই ধরণের বিজ্ঞপ্তি পেতে আপনার ব্যবহারকারীর নামটি এখান যুক্ত করুন, যদি পেতে না চান তাহলে মুছে ফেলতে পারেন।

শুভেচ্ছা সহ, জনি (আলাপ) ১৭:৫০, ১৯ নভেম্বর ২০২০ (ইউটিসি)

ভাল নিবন্ধ পর্যালোচনা প্রসঙ্গে

সুপ্রিয়, নকিব। আশা করি ভাল আছেন। ছোট্ট একটা আর্জি ছিল। আমাদের বাংলা উইকিতে 'ভাল নিবন্ধ'-এর তালিকায় এখন পর্যন্ত বাংলাদেশের কোন ক্রীড়াবিদের জীবনি নেই। তাই, আপনার হাতে সময় থাকা স্বাপেক্ষে এ কে এম মিরাজ উদ্দিন নিবন্ধটি পর্যালোচনার জন্য সবিনয় অনুরোধ রাখছি। পুনশ্চঃ সম্পতি আদম তমিজি হক নিবন্ধে আপনার সম্পাদনা ভাল হয়েছে। সর্বদা শুভকামনা। ‍‍‍‍~ ফায়সাল বিন দারুল (২০২০) ০৯:৪৫, ১৮ নভেম্বর ২০২০ (ইউটিসি)

 করা হয়েছে এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ। ক্রীড়াজীবন আরেকটু বিস্তৃত করা যেত। নকীব সরকার বলুন... ০৮:০৫, ২০ নভেম্বর ২০২০ (ইউটিসি)

@Nokib Sarkar: স্বাধীনতা উত্তরকালের ক্রীড়াবিদ হিসেবে (বাংলাদেশ গেমস-এর সমতুল্য) তৎকালীন পাকিস্তান অলিম্পিকের তথ্য খুজেছিলাম, একটা ছোট আক্ষেপ রয়ে গেছে, এরচেয়ে বেশী তথ্য পাইনি। পর্যালোচনার জন্য আপনাকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই। সর্বদা শুভকামনা। ‍‍‍‍~ ফায়সাল বিন দারুল (২০২০) ০৮:৫১, ২০ নভেম্বর ২০২০ (ইউটিসি)

দক্ষিণ এশিয়া উইকি আন্দোলনের কৌশল আলোচনা (তৃতীয় দফা)

সবার মতামত অনুসারেে আমরা দক্ষিণ এশিয়া উইকি আন্দোলনের কৌশল সম্পর্কে তৃতীয় দফায় আলোচনা করতে আগামীকাল, ২৭ নভেম্বর রাত ৭:৩০ টায় (বাংলাদেশ সময়) নির্বাচন করা হয়েছে। আলোচনা গুগল মিটে অনুষ্ঠিত হবে। আপনাকে আমি এই আলোচনাতে অংশগ্রহণ করতে আন্তরিক অনুরোধ করছি। নিয়মিত ব্যবহারকারীদের সাথে সাথে নতুন ব্যবহারকারী যে কাউকে স্বাগতম।

আপনাকে এখানে সাক্ষর করার জন্য অনুরোধ করা হচ্ছে।
আলোচনার লিংক https://meet.google.com/dxo-ezyk-cbn

আপনাকে স্বাগতম।

এই ধরণের বিজ্ঞপ্তি পেতে আপনার ব্যবহারকারীর নামটি এখান যুক্ত করুন, যদি পেতে না চান তাহলে মুছে ফেলতে পারেন।

শুভেচ্ছা সহ, জনি (আলাপ) ১৯:৩১, ২৬ নভেম্বর ২০২০ (ইউটিসি)

দক্ষিণ এশিয়া উইকি আন্দোলনের কৌশল আলোচনা (তৃতীয় দফা)

সবার মতামত অনুসারেে আমরা দক্ষিণ এশিয়া উইকি আন্দোলনের কৌশল সম্পর্কে তৃতীয় দফায় আলোচনা করতে আগামীকাল, ২৭ নভেম্বর রাত ৭:৩০ টায় (বাংলাদেশ সময়) নির্বাচন করা হয়েছে। আলোচনা গুগল মিটে অনুষ্ঠিত হবে। আপনাকে আমি এই আলোচনাতে অংশগ্রহণ করতে আন্তরিক অনুরোধ করছি। নিয়মিত ব্যবহারকারীদের সাথে সাথে নতুন ব্যবহারকারী যে কাউকে স্বাগতম।

আপনাকে এখানে সাক্ষর করার জন্য অনুরোধ করা হচ্ছে।
আলোচনার লিংক https://meet.google.com/dxo-ezyk-cbn

আপনাকে স্বাগতম।

এই ধরণের বিজ্ঞপ্তি পেতে আপনার ব্যবহারকারীর নামটি এখান যুক্ত করুন, যদি পেতে না চান তাহলে মুছে ফেলতে পারেন।

শুভেচ্ছা সহ, জনি (আলাপ) ২০:৪৬, ২৬ নভেম্বর ২০২০ (ইউটিসি)

আপনি ইমেইল পেয়েছেন

হ্যালো। আপনার ই-মেইল পরীক্ষা করুন – আপনি একটি মেইল পেয়েছেন!
০৬:৩৪, ২৭ নভেম্বর ২০২০ (ইউটিসি) তারিখে বার্তা যোগ করা হয়েছে। আপনি {{আপনি মেইল ​​পেয়েছেন}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময়ে এই নোটিশ মুছে ফেলতে পারেন।

সাফী মাহফূজ 《ডাকঘর》 ০৬:৩৪, ২৭ নভেম্বর ২০২০ (ইউটিসি)

দক্ষিণ এশিয়া উইকি আন্দোলনের কৌশল আলোচনার সারসংক্ষেপ

আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন। আমি জনি এবং রাজীব আপনাদের সবাইকে আমাদের সাথে থাকার এবং আলোচনায় অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানাই। আমরা উইকিমিডিয়া ২০৩০ আন্দোলনের কৌশলের সুপারিশ এবং এর উদ্যোগকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া ও বাস্তবায়ন করার উদ্দেশ্যে তিন দফায় আলোচনা করেছি। আমাদের এই আলোচনায় বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ ছাড়াও নেপাল থেকে উইকিমিডিয়ান অংশগ্রহণ করেছেন। সকল অংশগ্রহণকারীর প্রতি রইলো বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

আমাদের তিন দফায় আলোচনার উপর ভিক্তি করে উইকিমিডিয়া ফাউন্ডেশনে তিনটি সুপারিশ এবং দশটি উদ্যোগের প্রতিবেদন দেয়া হবে। এই জন্য আপনাদের সবাইকে এই ফর্মটি পূরণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। ফর্মটি ২৮ নভেম্বর রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত পূরণের জন্য খোলা থাকবে। এর পরে সময়সীমা শেষ হওয়ার কারণে এই ফর্মটি বন্ধ হয়ে যাবে।

৫ এবং ৬ ডিসেম্বরের বৈশ্বিক কথোপকথনে অংশগ্রহণের জন্য এই নিবন্ধন ফর্মটি চালু করা হয়েছে, নিবন্ধন ফর্মটি ৪ ডিসেম্বর পর্যন্ত পূরণের জন্য খোলা থাকবে, সবাইকে নিবন্ধন ফর্মটি পূরণের জন্য অনুরোধ করা হচ্ছে।

আমাদের আজকের (২৭ নভেম্বর) আলোচনায় বিনিময় করা লিংক গুলো দেখতে এখানে চাপুন

এই ধরণের বিজ্ঞপ্তি পেতে আপনার ব্যবহারকারীর নামটি এখান যুক্ত করুন, যদি পেতে না চান তাহলে মুছে ফেলতে পারেন।

শুভেচ্ছা সহ, জনি (আলাপ) ১৮:১৩, ২৭ নভেম্বর ২০২০ (ইউটিসি)

টেমপ্লেট:শ্রেণীবিন্যাসবিদ্যা

সুপ্রিয় নকীব ভাই, আমি লক্ষ্য করলাম যে, আপনি কয়েকটি শ্রেণীবিন্যাস টেমপ্লেটকে বাংলা নামে স্থানান্তর করেছেন। এই টেমপ্লেটগুলো সাধারণত বৈজ্ঞানিক নামের সারণী তৈরিতে ব্যবহার করা হয়, যেখানে নামকে ল্যাটিন থেকে বাংলায় প্রতিবর্ণী করা যায় না। আপনার আগে ব্যবহারকারী:Tahmid02016 একইরকমভাবে টেমপ্লেটগুলো স্থানান্তর করেছিলেন, যেগুলো আফতাব ভাই রিভার্ট করেন। — আদিভাইআলাপ০৬:৫৬, ৯ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)

আদিভাই, আমিও সেটাই বলছিলাম এতদিন ধরে। পাশাপাশি আমি বট দিয়ে সেগুলো লাতিন ভাষায় আমদানি করার চেষ্টাও করেছিলাম (এখানে দেখুন)।নকীব সরকার বলুন... ১২:৫৭, ৯ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)
বুঝলাম। তবে বট দিয়ে করলে ভালোই হতো। যাই হোক, বটের কথাই যখন উঠলো তবে, টেমপ্লেটগুলোর আন্তঃউইকিলিংক করা খুবই দুরূহ (কারণ একসাথে পাঁচ-সাতটা করে তৈরি করতে হয়)। আন্তঃউইকিলিংকের কাজটা কি বট দিয়ে করা যায়? এমনিতেও বাংলা টেমপ্লেটও শ্রেণীবিন্যাসবিদ্যা/ল্যাটিন_নাম। — আদিভাইআলাপ১৩:১১, ৯ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)
আদিভাই, আমার জানা মতে এসব টেমপ্লেটের আন্তঃউইকিসংযোগ দেয়া হয় না।নকীব সরকার বলুন... ১৩:১৮, ৯ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)
এরকমটি কেন? আমি তো কয়েকটি টেমপ্লেটে ভিন্ন ভাষার আন্তঃউইকিসংযোগ দেওয়া আছে দেখলাম। সেজন্য আমার তৈরি বেশ কয়েকটি টেমপ্লেটে হাতে হাতে সংযোগ দিয়েছি। — আদিভাইআলাপ১৩:২৪, ৯ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)

আপনার জন্য কিছু বাবল চা!

সুপ্রিয় নকিব, দুইজন অভিজ্ঞ সম্পাদককে এ ফ্রি রাইডআমা (১৯৬৪-এর চলচ্চিত্র) নিবন্ধ দুইটি ভাল নিবন্ধ হিসেবে পর্যালোচনার অনুরোধ করেছিলাম। দুইজনই অন্যত্র ব্যস্ত। নিবন্ধ দুইটি ইংরেজি ভাল নিবন্ধের অনুবাদ। বাবল চায়ে চুমুক দিতে দিতে পর্যালোচনা করার অনুরোধ থাকলো। ‍‍‍‍~ ফায়সাল বিন দারুল (২০২০) ০৮:৫৪, ৯ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)

৩০০+ নিবন্ধ পদক

৩০০+ নিবন্ধ পদক
সুধী, সম্প্রতি আপনি অপসারণ বাদে বাংলা উইকিপিডিয়ার জন্য ৩০০+ নিবন্ধ তৈরী করেছেন। বাছাই করে ইংরেজি উইকি থেকে ভাল অনুবাদ করছেন। এই সংখ্যা এক সময় হাজার ছাড়িয়ে যাবে, প্রত্যাশা থাকলো। সর্বদা শুভকামনা। ‍‍‍‍~ ফায়সাল বিন দারুল (২০২০) ০৯:১৩, ৯ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)

নটর ডেম কর্মশালা ও এডিটাথন ২০২০ (পর্যালোচনা) পদক

কৃতজ্ঞতা স্মারক
• নটর ডেম এডিটাথন ও কর্মশালা ২০২০ •

সুপ্রিয় পর্যালোচক,
উইকিমিডিয়া বাংলাদেশ” ও “নটর ডেম ইংলিশ ক্লাব” আয়োজিত "নটর ডেম কর্মশালা ও এডিটাথন ২০২০"-এ নিবন্ধ পর্যালোচনায় উল্লেখযোগ্য ভূমিকা রাখায় আপনাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। উইকিপিডিয়ায় আপনার অগ্রযাত্রা শুভ হোক, এই কামনায় - বিদ্রোহী রণক্লান্ত বার্তা.. ১৬:৫২, ১০ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)

প্রশংসা

আপনি আমার বিভিন্ন তৈরিকৃত পাতায় বটের মাধ্যমে সাহায্য করে যাচ্ছেন। এর জন্য আমি কৃতজ্ঞ। অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। আনন্দে থাকুন। Wikifulness (আলাপ) ১৩:১৫, ২৮ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)

HI

I'm wiki 이찬스 이찬스 (আলাপ) ০৫:০৩, ৮ জানুয়ারি ২০২১ (ইউটিসি)

Enabling Section Translation on Bengali Wikipedia

Hi @Nokib Sarkar:

I am Eli, a researcher on the Language Team. I hope you're doing well. The Language team plans to improve the mobile translation experience with Section Translation enablement in Bengali Wikipedia. This announcement contains the details.

Because you participated in past research about this topic, I thought it may be of your interest. Please feel free to provide any feedback.

We are also planning research sessions to learn more about the experience of using Section Translation. If you or any friends may be interested to participate, and regularly use a mobile device for editing and translating, please contact eli@wikimedia.org. I will follow-up to any messages I receive with more details and specifics about the opportunity.

Thanks, EAsikingarmager (WMF) (আলাপ) ২০:১২, ২৮ জানুয়ারি ২০২১ (ইউটিসি)

বিশেষ এডিটাথন পদক

বিশেষ এডিটাথন পদক
প্রিয় Nokib Sarkar,
২০২০ সালে অনুষ্ঠিত বিশেষ এডিটাথনে অংশগ্রহণ করায় আপনাকে অসংখ্য ধন্যবাদ। এডিটাথনে আপনার জমাদানকৃত অন্তত একটি নিবন্ধ গৃহীত হয়েছে। শুভেচ্ছাস্মারক হিসেবে আপনাকে এই উইকিপদকটি প্রদান করা হলো। বিশেষ এডিটাথনে অংশগ্রহণ করে এডিটাথনের পাশাপাশি সার্বিকভাবে বাংলা উইকিপিডিয়ায়কে সমৃদ্ধ করায় আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি উইকিপিডিয়ায় আপনার যাত্রা অব্যাহত থাকবে। সুস্থ, সুন্দর, ও নিরাপদে থাকুন।
আয়োজক দলের পক্ষে,
তানভির রহমানঅংকন ঘোষ দস্তিদার, ১৮:০১, ১ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)

বটের সম্পাদনা

বট এই চিত্রে পরপর তিন বার অ-মুক্ত চিত্র হ্রাসকরণের ট্যাগ লাগিয়েছে। কোন সমস্যা হয়ে থাকলে সমাধানের অনুরোধ —শাকিল হোসেন আলাপ ১৪:১৫, ১ মার্চ ২০২১ (ইউটিসি)

উইকিপ্রকল্প নটর ডেম কলেজে যোগদানের আমন্ত্রণ

সুপ্রিয় Nokib Sarkar, শুভেচ্ছা নেবেন। আপনাকে উইকিপ্রকল্প নটর ডেম কলেজে যোগদানের আমন্ত্রণ জানাচ্ছি। উইকিপ্রকল্প নটর ডেম কলেজ হলো এমন একটি সম্মিলিত প্রয়াস, যেখানে উইকিপিডিয়ানরা, বিশেষ করে নটর ডেম কলেজের শিক্ষার্থীরা, সম্মিলিতভাবে নটর ডেম কলেজ সংশ্লিষ্ট নিবন্ধগুলো তৈরি ও নিবন্ধগুলোর মানোন্নয়ন করে থাকেন। এই উইকিপ্রকল্পে অংশগ্রহণের জন্য আপনি আপনার নাম এখানে যুক্ত করতে পারেন। এছাড়া আপনি আপনার ব্যবহারকারী পাতায় {{ব্যবহারকারী উইকিপ্রকল্প নটর ডেম কলেজ}} যুক্ত করতে পারেন। এতে আপনার নাম উইকিপ্রকল্প নটর ডেম কলেজের সদস্যবৃন্দ বিষয়শ্রেণীতে যুক্ত হবে।

শুভেচ্ছান্তে—
উইকিপ্রকল্প নটর ডেম কলেজের পক্ষে, বিদ্রোহী রণক্লান্ত বার্তা.. ১১:৫৮, ১১ মার্চ ২০২১ (ইউটিসি)

অবভূমি নিবন্ধের দ্রুত অপসারণ প্রস্তাবনা

এটি যদি উইকিপিডিয়াতে আপনার তৈরি করা প্রথম নিবন্ধ হয়ে থাকে, তবে আপনি উইকিপিডিয়াতে প্রথম নিবন্ধের দিক-নির্দেশনা অবশ্যই পাঠ করে নিন।

আমরা আপনাকে নিবন্ধ উইজার্ড ব্যবহার করে নিবন্ধ তৈরি করতে উৎসাহিত করছি।

উইকিপিডিয়া থেকে দ্রুত অপসারণের জন্য অবভূমি নামক পাতাটিতে একটি ট্যাগ লাগানো হয়েছে। এটি দ্রুত অপসারণ প্রস্তাবনার স১২ অনুচ্ছেদ অনুযায়ী করা হয়েছে, কারণ পাতাটি উইকিপিডিয়ার কপিরাইট নীতিমালা লঙ্ঘন করেছে। এই পাতাটি সম্ভবত http://bn.banglapedia.org/index.php?curid=2477 থেকে সরাসরি অনুলিপিকৃত। আইনগত কারণে, আমরা কপিরাইটকৃত কোন লেখা, ছবি অন্য কোন ওয়েবসাইট বা ছাপাকৃত সংস্করণ থেকে গ্রহণ করতে পারি না। এ জন্য, যদি না দ্রুত সংশোধন করা হয়; তবে অবভূমি নিবন্ধ/চিত্রটি সম্ভবত অপসারণ করা হবে। আপনি বহিঃস্ত কোন ওয়েবসাইটকে তথ্যের উৎস হিসেবে ব্যবহার করতে পারেন কিন্তু সংশ্লিষ্ট লেখা হতে হবে আপনার নিজের ভাষায়; কোনভাবেই উৎস ওয়েবসাইটের লেখার কোন অংশ সরাসরি কপি করা যাবে না। উইকিপিডিয়া কপিরাইট লঙ্ঘনকে মারাত্বকভাবে গ্রহণ করে ও বারংবার কপিরাইট লঙ্ঘনকারীদের সম্পাদনা থেকে বাধাদান করা হয়

যদি বহিঃস্ত ওয়েবসাইট বা ছবিটি আপনার নিজের মালিকানায় থেকে থাকে ও আপনি অন্যদেরও এটি ব্যবহারের সুযোগ দিতে চান, তাহলে সংশ্লিষ্ট ওয়েবসাইটের অফিসিয়াল ই-মেইল ঠিকানা থেকে আমাদের info-bn@wikimedia.org ঠিকানায় সমস্যা জানিয়ে ইমেইল করুন। আপনি যদি ওয়েবসাইট বা ছবিটির মালিক না হন কিন্তু আপনি কপিরাইট স্বত্তাধীকারীর অনুমতি পেয়ে থাকেন তাহলে প্রক্রিয়ার জন্য এখানে দেখুন। আরও জানার জন্য উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী দেখুন, অথবা আপনার প্রশ্ন এখানে জিজ্ঞেস করুন।

আপনি যদি মনে করেন যে এই কারণে এই পাতাটি অপসারণ করা উচিত নয়, তবে এই অপসারণে আপত্তি জানাতে নিবন্ধটিতে যেয়ে "দ্রুত অপসারণের আপত্তি করতে চাইলে এখানে ক্লিক করুন" লেখার উপর ক্লিক করুন ও সেখানে কারণ ব্যাখ্যা করুন কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। মনে রাখবেন, কোনো নিবন্ধে দ্রুত অপসারণ ট্যাগ করা হলে, কোনো দেরি না করে নিবন্ধটি অপসারণ করা হয় যদি নিবন্ধটি দ্রুত অপসারণের বিচারাধারার সাথে মিলে যায়। অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না, তবে আমরা আপনাকে নিবন্ধটি সম্প্রসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে ও নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। — AKanik 💬 ০৫:২১, ১৬ মে ২০২১ (ইউটিসি)

লক্ষ্য এবার লক্ষ এডিটাথন পদক

লক্ষপূরণ পদক
প্রিয় Nokib Sarkar,
বাংলা উইকিপিডিয়ার এক লক্ষ নিবন্ধের মাইলফলক অর্জনের প্রাক্কালে আয়োজিত, ‘লক্ষ্য এবার লক্ষ’ শীর্ষক বিশেষ ধারাবাহিক এডিটাথনে অংশগ্রহণ করায় আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই। এডিটাথনে আপনার জমাদানকৃত এক বা একাধিক নিবন্ধ গৃহীত হয়েছিল। উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত এ এডিটাথনে নিবন্ধ রচনার মাধ্যমে বাংলা উইকিপিডিয়ার এক লক্ষ নিবন্ধের মাইলফলক অর্জন ত্বরান্বিত করতে ভূমিকা রাখায়, শুভেচ্ছাস্মারক হিসেবে আপনাকে এই উইকিপদকটি প্রদান করা হলো। আশা করি বাংলা উইকিপিডিয়ার অগ্রযাত্রায় আপনার ভূমিকা অব্যাহত থাকবে। সুস্থ, সুন্দর, ও নিরাপদে থাকুন। এডিটাথনের আয়োজক দলের পক্ষে ― অংকন (আলাপ) ১:৫৭, ১৬ জুন ২০২১ (ইউটিসি)

বোর্ড নির্বাচন সংক্রান্ত হালনাগাদ

সুপ্রিয় Nokib Sarkar,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচন অনুষ্ঠানের প্রক্রিয়া শুরু হয়েছে। সম্প্রদায়ের আগ্ৰহী প্রার্থীগণ তাদের মনোনয়নপত্র জমা দেওয়া শুরু করেছেন যা ২৩:৫৯ ২৯ জুন ২০২১ (ইউটিসি) পর্যন্ত চলবে।
আপনি আপনার সম্প্রদায়ের পক্ষ হতে প্রার্থীদের পরিকল্পনা সম্পর্কে প্রশ্ন করতে পারেন। প্রশ্ন করুন এবং আসুন আমরা সকলে এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিয়ে একে সাফল্যমণ্ডিত করে তুলি।
নির্বাচন কমিটির পক্ষে
শাকিল হোসেননেট্টিমি সুজাতা ১৭:৩৩, ১৯ জুন ২০২১ (ইউটিসি)

আজাকি হালনাগাদ ৯ জুলাই ২০২১

আজাকি আপনার তৈরি অথবা সম্প্রসারিত নটর ডেম কলেজ, ঢাকা নামক নিবন্ধটি থেকে একটি আকর্ষণীয় তথ্য নিয়ে ৯ জুলাই ২০২১ তারিখের আপনি জানেন কি? হালনাগাদ করা হয়েছে। এই তারিখে তথ্যটি বাংলা উইকিপিডিয়ার প্রধান পাতার আজাকি অংশে যোগ হবে, যা পরবর্তী হালনাগাদের পূর্ব পর্যন্ত প্রদর্শিত হবে। আপনি যদি সম্প্রতি তৈরি বা সম্প্রসারিত হওয়া কোনও নিবন্ধ থেকে আকর্ষণীয় আরও কোনও তথ্য জেনে থাকেন, তবে দয়া করে আপনি জানেন কি? আলোচনা পাতায় প্রস্তাব রাখুন।

‍‍‍‍~ ফায়সাল বিন দারুল (২০২১) ২২:৪৯, ৩০ জুন ২০২১ (ইউটিসি)

বোর্ড নির্বাচন সংক্রান্ত হালনাগাদ #২

সুপ্রিয় Nokib Sarkar,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচনে ভোটার হওয়ার প্রয়োজনীয় যোগ্যতার মানদণ্ড প্রকাশিত হয়েছে। ভোটারদের জন্য প্রয়োজনীয় যোগ্যতার মানদণ্ডের বিস্তারিত এখানে পাওয়া যাবে। আপনি কি একজন সম্ভাব্য ভোটার, তাহলে এখনই অ্যাকাউন্টের যোগ্যতা যাচাই সরঞ্জামের মাধ্যমে পরীক্ষা করে এব্যাপারে নিশ্চিত হয়ে নিন।
নির্বাচন কমিটির পক্ষে
শাকিল হোসেননেট্টিমি সুজাতা ১৭:৫৪, ১ জুলাই ২০২১ (ইউটিসি)

[Wikimedia Foundation elections 2021] Candidates meet with South Asia + ESEAP communities

Hello,

As you may already know, the 2021 Wikimedia Foundation Board of Trustees elections are from 4 August 2021 to 17 August 2021. Members of the Wikimedia community have the opportunity to elect four candidates to a three-year term. After a three-week-long Call for Candidates, there are 20 candidates for the 2021 election.

An event for community members to know and interact with the candidates is being organized. During the event, the candidates will briefly introduce themselves and then answer questions from community members. The event details are as follows:

  • Bangladesh: 4:30 pm to 7:00 pm
  • India & Sri Lanka: 4:00 pm to 6:30 pm
  • Nepal: 4:15 pm to 6:45 pm
  • Pakistan & Maldives: 3:30 pm to 6:00 pm
  • Live interpretation is being provided in Bangla and Hindi.
  • Please register using this form

For more details, please visit the event page at Wikimedia Foundation elections/2021/Meetings/South Asia + ESEAP.

Hope that you are able to join us, KCVelaga (WMF), ০৬:৩৩, ২৩ জুলাই ২০২১ (ইউটিসি)

বিষয়শ্রেণী:অগ্রহণযোগ্য লাইসেন্সসহ ফাইল হিসেবে দ্রুত অপসারণের যোগ্য নিবন্ধের দ্রুত অপসারণ প্রস্তাবনা

উইকিপিডিয়া থেকে দ্রুত অপসারণের জন্য বিষয়শ্রেণী:অগ্রহণযোগ্য লাইসেন্সসহ ফাইল হিসেবে দ্রুত অপসারণের যোগ্য নামক নিবন্ধটিতে একটি ট্যাগ লাগানো হয়েছে। এটি নিম্নলিখিত কারণে করা হয়েছে:

দ্রুত অপসারণ নীতি অনুসারে, যে সকল নিবন্ধ উইকিপিডিয়ার সাধারণ নীতিমালা অনুসরণ করেনি সেগুলো যেকোন মুহুর্তে অপসারণ করা হতে পারে।

আপনি যদি মনে করেন যে এই কারণে এই পাতাটি অপসারণ করা উচিত নয়, তবে এই অপসারণে আপত্তি জানাতে নিবন্ধটিতে যেয়ে "দ্রুত অপসারণের আপত্তি করতে চাইলে এখানে ক্লিক করুন" লেখার উপর ক্লিক করুন ও সেখানে কারণ ব্যাখ্যা করুন কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। মনে রাখবেন, কোনো নিবন্ধে দ্রুত অপসারণ ট্যাগ করা হলে, কোনো দেরি না করে নিবন্ধটি অপসারণ করা হয় যদি নিবন্ধটি দ্রুত অপসারণের বিচারাধারার সাথে মিলে যায়। অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না, তবে আমরা আপনাকে নিবন্ধটি সম্প্রসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে ও নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিমধ্যে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে, ও আপনি ভবিষ্যতে এটির উন্নতি করতে এর বিষয়বস্তু ফেরত পেতে চান, তবে দয়া করে যে প্রশাসক এটি অপসারণ করেছেন তার সাথে যোগাযোগ করুনAfeef (আলাপ) ০৬:২৮, ৯ আগস্ট ২০২১ (ইউটিসি)

উইকিমিডিয়া ফাউন্ডেশন নির্বাচন ২০২১

সুপ্রিয় Nokib Sarkar,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচনের ভোটদান শুরু হয়েছে যা ৩১শে আগস্ট পর্যন্ত চলবে। সম্প্রদায়ের প্রার্থীদের তাদের প্রার্থীতা জমা দিতে বলা হয়েছিল। তিন সপ্তাহ ধরে প্রার্থীদের আহ্বানের পর ২০২১ সালের নির্বাচনে ১৯ জন প্রার্থী রয়েছেন

উইকিমিডিয়া সম্প্রদায়ের নিকট ভোটদানের মাধ্যমে আগামী তিন বছরের মেয়াদে উইকিমিডিয়া আন্দোলনের জন্য গুরুত্বপূর্ণ এবং ট্রাস্টি বোর্ডের চাহিদা পূরণ করতে সক্ষম প্রার্থীদের নির্বাচিত করার সুযোগ রয়েছে। প্রার্থীদের সম্পর্কে জানুন এবং আপনার পছন্দের প্রার্থীকে ভোটদান করুন। ট্রাস্টি হিসেবে কাজ করার জন্য নির্বাচন কমিটি সবচেয়ে বেশি ভোট প্রাপ্ত চারজন প্রার্থীকে নির্বাচন করবে। কীভাবে ভোট দিবেন তা জানতে এই পাতাটি পড়ুন।

নির্বাচন কমিটির পক্ষে,
শাকিল হোসেননেট্টিমি সুজাতা ০২:২৩, ১৮ আগস্ট ২০২১ (ইউটিসি)

উইকিমিডিয়া ফাউন্ডেশন ট্রাস্টি বোর্ড নির্বাচন ২০২১-এ ভোট দিতে ভুলবেন না

সুপ্রিয় Nokib Sarkar,

আপনাকে এই বার্তা প্রেরণ করা হয়েছে কারণ আপনি ২০২১-এর উইকিমিডিয়া ফাউন্ডেশন ট্রাস্টি বোর্ড নির্বাচনে ভোটদানের উপযুক্ত। নির্বাচনটি ১৮ই আগস্ট, ২০২১ তারিখে শুরু হয়েছে এবং এটি ৩১শে আগস্ট, ২০২১ পর্যন্ত চলবে। উইকিমিডিয়া ফাউন্ডেশন বাংলা উইকিপিডিয়া টির মত প্রকল্প পরিচালনা করে এবং ফাউন্ডেশন একটি ট্রাস্টি বোর্ডের মাধ্যমে পরিচালিত হয়। ট্রাস্টি বোর্ড উইকিমিডিয়া ফাউন্ডেশনের সিদ্ধান্তগ্ৰহণকারী সংস্থা। ট্রাস্টি বোর্ড সম্পর্কে আরও জানুন

এই বছর সম্প্রদায়ের ভোটদানের মাধ্যমে চারটি আসন নির্বাচিত করতে হবে। বিশ্বজুড়ে ১৯ জন প্রার্থী এই আসনগুলিতে প্রতিদ্বন্দিতা করেছেন। ২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচনের প্রার্থীদের সম্পর্কে আরও জানুন

সম্প্রদায়গুলোর প্রায় ৭০,০০০ সদস্যকে ভোট দিতে বলা হয়েছে এবং এর মধ্যে আপনিও রয়েছেন! ভোট দান ৩১ আগস্ট ২৩:৫৯ ইউটিসি পর্যন্ত চলবে তাই বাংলা উইকিপিডিয়া এর সিকিউরপোল-এ যান ও আপনার ভোটাধিকার প্রয়োগ করুন।

আপনি যদি ইতিমধ্যে ভোট দিয়ে থাকেন তাহলে এই বার্তা টি উপেক্ষা করুন এবং ভোট দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। একজন ব্যক্তি একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করলেও একবারই ভোট দিতে পারবে।

নির্বাচন সম্পর্কে আরও জানুনMediaWiki message delivery (আলাপ) ০৬:২৩, ২৮ আগস্ট ২০২১ (ইউটিসি)