অজিৎ বরুয়া

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অজিৎ বরুয়া
জন্ম১৯ আগস্ট, ১৯২৬
যোরপুখুরী, উজানবজার, গুয়াহাটি, আসাম
মৃত্যু৩ এপ্রিল ২০১৫(2015-04-03) (বয়স ৮৮)
যোরপুখুরী, গুয়াহাটি
জাতীয়তাভারতীয়
নাগরিকত্বভারতীয়
পেশাকবি, সাহিত্যিক
পুরস্কারসাহিত্য অকাদেমি পুরস্কার (১৯৯১)
ভারতীয় ভাষা পরিষদ পুরস্কার (১৯৮৮)

অজিৎ বরুয়া (অসমীয়া: অজিৎ বরুৱা) একজন অসমীয়া কবি, সাহিত্যিক ও অনুবাদক। ব্রহ্মপুত্র ইত্যাদি পদ্য নামক কাব্যগ্রন্থের জন্য তিনি সাহিত্য অকাদেমি পুরস্কার লাভ করেন।[১] ২০১৫ সনের ৩ এপ্রিলে অজিৎ বরুয়ার মৃত্যু হয়।[২]

জন্ম ও শিক্ষা[সম্পাদনা]

১৯২৬ সনের ১৯ আগস্ট অসমের গুয়াহাটির উজানবজারের নিকটবর্তী যোরপুখুরী নামক স্থানে অজিৎ বরুয়ার জন্ম হয়। তার পিতার নাম চান্দকুছির মল্ল বুজবরুয়া ও মাতার নাম পদ্মলতা বরুয়া। তিনি পণ্ডিত আনন্দরাম বরুয়ার নাতি ছিলেন।[৩] অজিৎ বরুয়া কলেজিয়েট থেকে প্রবেশিকা, কটন কলেজ থেকে ইংরেজি বিষয়ে স্নাতক, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিষয়ে স্নাতকোত্তর ও আইন ডিগ্রী লাভ করেন। তিনি ফরাসি ভাষার অধ্যয়ন করেছিলেন। তিনি পেরিসের ইন্টারনেশনেল ইন্সটিটিউড ও পাব্লিক অ্যাডমিনিস্ট্রেশন-এর ডিগ্রীধারী।[৪]

কর্মজীবন[সম্পাদনা]

১৯৫০ সনের নগাঁও মহাবিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রবক্তারুপে চাকুরিতে যোগদান করেন। ভারতীয় প্রশাসনিক কর্তৃক (আই.এ.এস ১৯৭১), অসম উদ্যোগ বিভাগের নির্দেশক, অসম রাজস্ব বিভাগের সচিব ও পরবর্তী সময়ে আয়ুক্ত ও সচিব (১৯৮৩), সাময়িকভাবে অসম রাজস্ব বিভাগের অধ্যক্ষ (১৯৮৪) ইত্যাদি বিভিন্ন পদে কার্যনির্বাহ করেন। ১৯৮৬ সনের ৩০ নভেম্বরে তিনি চাকুরি জীবন থেকে অবসর গ্রহণ করেন।

সাহিত্যিক অবদান[সম্পাদনা]

অজিৎ বরুয়া ১৯৩৭ সন থেকে কবিতা রচনা করেন। ১৯৮২ সনের ধরনীধর দাস রচিত অভিযান নামক আলোচনা পত্রিকায় তার তাজমহল নামক একটি কবিতা প্রকাশ পায়। তারপর জয়ন্তী, সংলাপ ও রামধেনু ইত্যাদি আলোচনা পত্রিকায়ও তার কবিতা প্রকাশ পায়।

প্রকাশিত গ্রন্থ[সম্পাদনা]

  • From the Assamese (১৯৯০, ইংরেজি ভাষায়)।
  • সাহিত্যর বিষয়ে (১৯৯১)[১]
  • ব্রহ্মপুত্র, ফ্রিৎজোফ্রেনয়া ইত্যাদি (১৯৯১, বাংলা ভাষায়)।
  • পদ্যর পাছত কাব্য
  • "প্লেগ" (মূল: ফরাসি উপন্যাস)
  • এখন প্রেমর উপন্যাস (১৯৯২)

কবিতা পুথি[সম্পাদনা]

  • কিছুমান পদ্য আরু গান (১৯৮২)[১]
  • "ব্রহ্মপুত্র ইত্যাদি পদ্য" (১৯৮৯)[১]

পুরস্কার ও সম্মান[সম্পাদনা]

অজিৎ ররুয়া তার সাহিত্যিক অবদানের জন্য বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন সময়ে পুরস্কার লাভ করেছেন। তারমধ্যে কয়েকটি উল্লেখযোগ্য পুরস্কার হচ্ছে:

  • ভারতীয় ভাষা পরিষদ পুরস্কার
  • সাহিত্য অকাদেমি পুরস্কার[৫]
  • নিজরা কবি শৈলধর রাজখোয়া স্মৃতি পুরস্কার[৬]
  • পদ্মনাথ বিদ্যাবিনোদ স্মারক সাহিত্য পুরস্কার[৭]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Satyendra Nath Sarma (১৯৭৬)। A History of Indian Literature: Modern Indo-Aryan literatures. Assamese literature। Otto Harrassowitz Verlag। পৃষ্ঠা 104–। আইএসবিএন 978-3-447-01736-7। সংগ্রহের তারিখ ২৭ নভেম্বর ২০১২ 
  2. "Ajit Barua passes away"। The Assam Tribune। ৩ এপ্রিল ২০১৫। ৮ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ এপ্রিল ২০১৫ 
  3. সাহিত্য অকাডেমি বঁটা বিজয়ী অসমীয়া, লিখক: সমীন কলিতা (পৃষ্ঠা নং- ১৪৫)
  4. সমীন কলিতা (২০০১)। শতাধিক অসমীয়া সাহিত্যিক। গুৱাহাটী: ষ্টুডেণ্টচ্‌ ষ্ট'রচ্‌। পৃষ্ঠা ৩৭৭–৩৮১। 
  5. "সাহিত্য অকাদেমি পুরস্কার বিজয়ী অসমীয়াদের তথ্য"। সাহিত্য অকাদেমি। ৭ জানুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ নভেম্বর ১৬, ২০১২ 
  6. "Award to Ajit Baruah"। ৮ জানুয়ারি ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ডিসেম্বর ২৭, ২০১১ 
  7. "Award for poet Ajit Barua"। The Sentinel। মার্চ ১০, ২০১১। সংগ্রহের তারিখ ডিসেম্বর ২৯, ২০১১ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]