হীরেন গোহাঁই

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ড. হীরেন গোহাঁই
জন্ম১৯৩৯ সনের এপ্রিল মাসে
গোলাঘাট, অসম
পেশাসমালোচক, বিশিষ্ট চিন্তাবিদ, সাংবাদিক, শিক্ষাবিদ, অধ্যাপক
ভাষাঅসমীয়া
জাতীয়তাভারতীয়
নাগরিকত্বভারতীয়
উল্লেখযোগ্য রচনাবলিঅসমীয়া জাতীয় জীবনত মহাপুরুষীয়া পরম্পরা
উল্লেখযোগ্য পুরস্কারসাহিত্য অকাদেমি পুরস্কার (১৯৮৯)[১]

হীরেন গোহাঁই (অসমীয়া: হীৰেন গোহাঁই) অসমীয়াইংরেজি সাহিত্যের প্রতিষ্ঠিত সাহিত্যিক।[২] তাছাড়াও তিনি কবি,[৩] সাংবাদিক ও শিক্ষক। ১৯৩৯ সনে অসমের গোলাঘাট শহরে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মহেন্দ্রনাথ গোহাঁই ও মাতার নাম শরৎকুমারী গোহাঁই। তার পিতা মহেন্দ্রনাথ গোহাঁই পেশায় শিক্ষক ছিলেন। তিনি প্রথম জীবনে গুয়াহাটিবরপেটা জেলার বিদ্যালয় সমূহের পরিদর্শক ছিলেন। অবসর গ্রহণ করার পর তিনি গুয়াহাটির আর্য বিদ্যালয়ে অধ্যক্ষরুপে যোগদান করেন। ডঃ হীরেন গোহাই গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রধান অধ্যাপকরূপে কার্যনির্বাহ করে কিছুদিন পূর্বে অবসর গ্রহণ করেছেন।[৪]

শিক্ষা[সম্পাদনা]

সাহিত্যিক অবদান[সম্পাদনা]

ডঃ হীরেন গোহাঁই ছাত্রাবস্থার থেকে সাহিত্যচর্চা আরম্ভ করেন।[৪] ডঃ বিরেন্দ্র কুমার ভট্টাচার্য সম্পাদনা করা অসমীয়া পত্রিকা রামধেনুতে তার কয়েকটি কবিতা প্রকাশিত হয়েছে।[৪]

হীরেন গোহাঁই-এর উল্লেখযোগ্য পুস্তক[সম্পাদনা]

অসমীয়া

  • সাহিত্যর সত্য (১৯৭০)
  • সমাজ আরু সমালোচনা (১৯৭০)
  • বাস্তবর স্বপ্ন (১৯৭৩)
  • সাহিত্য আরু চেতনা (১৯৭৬)
  • কাল ভ্রমর (১৯৭৮)
  • কীর্তন পুথির রস-বিচার (১৯৮৩)
  • বিশ্বায়তন (১৯৮৪)
  • তেজর আখরে লেখা (১৯৮৪)
  • উপন্যাসর আধুনিক পাশ্চাত্য সমালোচনা (১৯৮৪)

  • অসমীয়া জাতীয় জীবনত মহাপুরুষীয়া পরম্পরা (১৯৮৭)
  • বন্দরর কাল (১৯৮৭)
  • ঐতিহ্যর রূপান্তর আরু অন্যান্য প্রবন্ধ, পটপরিবর্তন (১৯৮৯)
  • আঞ্চলিকতাবাদ আরু অসম, স্বাধীনতার সপোন আরু দিঠক (১৯৯০)
  • উত্তরণর সাধনা (১৯৯২)
  • কেবল মানুহর আছে গান, তরা আরু বোকা (১৯৯৩)
  • কালস্রোত আরু কাণ্ডারী (১৯৯৫)
  • "ইমান তিতা সাগরর পানী" (২০১১)[৫]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "সাহিত্য অকাডেমি বঁটা বিজয়ী অসমীয়াসকলর তথ্য"। সাহিত্য অকাডেমি। ৭ জানুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ নভেম্বর ১৬, ২০১২ 
  2. "Assamese Intellectuals Angry Over 'Injustice' to Gohain"Outlook। ২৩ ফেব্রুয়ারি ২০১০। ১৪ জুন ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ ডিসেম্বর ২০১১ 
  3. Jotwani, Motilal Wadhumal (১৯৭৯)। Contemporary Indian literature and society। New Delhi: Heritage। পৃষ্ঠা 6। ওসিএলসি 5898943 
  4. সমীন কলিতা (২০০৮)। সাহিত্য অকাডেমি বঁটা বিজয়ী অসমীয়া। পৃষ্ঠা ১৩৭। 
  5. "ইমান তিতা সাগৰৰ পানী গ্ৰন্থৰ তথ্য"। ১ ফেব্রুয়ারি ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ আগস্ট ২০১৪