নলিনীধর ভট্টাচার্য

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নলিনীধর ভট্টাচার্য
জন্ম৪ ডিসেম্বর ১৯২১
মৃত্যু১ সেপ্টেম্বর ২০১৬(2016-09-01) (বয়স ৯৪)
পেশাপ্রবক্তা, কবি, প্রবন্ধকার, সমালোচক ও অনুবাদক
ভাষাঅসমীয়া
শিক্ষাস্নাতকোত্তর ( অসমীয়া ভাষা)
উল্লেখযোগ্য পুরস্কারসাহিত্য অকাদেমী পুরস্কার (২০০২)

নলিনীধর ভট্টাচার্য (জন্ম: ৪ ডিসেম্বর ১৯২১ — মৃত্যু: ১ সেপ্টেম্বর ২০১৬) (ইংরেজি: Nalinidhar Bhattacharya; অসমীয়া: নলিনীধৰ ভট্টাচার্য) অসমের একজন কবি, প্রবন্ধকার, সমালোচক ও অনুবাদক। নলিনীধর ভট্টাচার্য রামধেনু নামক পুস্তক অনুবাদ করে তিনি সাহিত্য জগতে প্রবেশ করেন। ননী আছনে ঘরত নামক কবিতাটি তার রচিত অন্যন্য কৃতি হিসেবে গণ্য করা হয়। তিনি ১৯৮২ সনে অসম সাহিত্য সভার ডিফু অধিবেশনের কবি সন্মিলনে সভাপতিত্ব করেছিলেন।[১][২] তার মহৎ ঐহিত্য সংকলনটির জন্য ২০০২ সালে সাহিত‍্য অকাদেমী পুরস্কার লাভ করেন।[৩]

জ্ঞানপীঠ পুরস্কার এবং সাহিত্য অকাদেমি পুরস্কার বিজয়ী সাহিত্যিক বীরেন্দ্র কুমার ভট্টাচার্য তারই সহোদর অনুজ।

জন্ম ও বাল্যকাল[সম্পাদনা]

১৯২১ সনের ৪ ডিসেম্বর তারিখে যোরহাটের নিকটবর্তী মেলেং কাঠগাঁও নামক স্থানে নলিনীধর ভট্টাচার্যের জন্ম হয়।[৪] তার পিতার নাম শশীধর ভট্টাচার্য ও মাতার নাম আইদেউ ভট্টাচার্য। তারা পাঁচ ভাই-বোন ছিলেন। জ্ঞানপীঠ পুরস্কার প্রাপ্ত ‘মৃত্যুঞ্জয়’ গ্রন্থের রচয়িতা বীরেন্দ্র কুমার ভট্টাচার্য তারই অনুজ।

শিক্ষা[সম্পাদনা]

১৯৪০ সনে কাকোজান বালক উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে মেট্রিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যোরহাটের জে.বি কলেজ থেকে আই.এ পাশ করেন। পরবর্তী জীবনে তিনি স্নাতক ও অসমীয়া বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন।

কর্মজীবন[সম্পাদনা]

আই.এ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নলিনীধর ভট্টাচার্য কাকজান বালক উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা আরম্ভ করেন। স্নাতকোত্তর ডিগ্রী লাভ করার পর শিলং-এর সেন্ট এন্থনীজ কলেজে অসমীয়া বিষয়ের প্রভাষক রূপে প্রায় তিনি বৎসর কার্য নির্বাহ করেন। ১৯৬০ সনে তিনি গুয়াহাটির আর্য বিদ্যাপীঠ কলেজে যোগদান করেন ও ১৯৮৩ সন পর্যন্ত সেখানেই কর্মরত থাকেন।

সাহিত্য কৃতি[সম্পাদনা]

১৯৭৯ সালে তার প্রথম কাব্যগ্রন্থ এই কুয়লিতে প্রাকাশিত হয়।

প্রকাশিত গ্রন্থরাজি[সম্পাদনা]

কাব্য
  • এই কুঁয়লীতে - ১৯৭৯
  • চেরাশালির মালিতা - ১৯৮৩
  • আহত সপোন - ১৯৮৩
  • ননী আছনে ঘরত - ১৯৯৬
  • বিদায় ফুলর দিন - ২০০১
  • দিনর পাছত দিন - ২০০৮
প্রবন্ধ সংকলন
  • মূল আরু ফুল - ১৯৮৩
  • বেজবরুয়া আরু আধুনিকতার ধারণা - ১৯৮৭
  • কবিতার কথা - ১৯৯৩
  • কবিতা আরু নেপথ্য - ১৯৯৩
  • মহৎ ঐতিহ্য - ১৯৯৯
অনুবাদ
  • দুই পুরুষ - ১৯৮১
  • ঈশ্বরী তলার কাহিনী - ১৯৯৫
  • ড. ঝিভাগো
  • প্রাচীন ভারতর সংস্কৃতি আরু সভ্যতা
সম্পাদনা
  • বিষ্ণু রাভা: জীবন আরু কৃতি - ১৯৯৫
  • মুনীন বরকটকীর প্রসঙ্গ সমালোচনা - ১৯৯৬


পুরস্কার ও সম্মাননা[সম্পাদনা]

  • ১৯৮৩ সালে দুই পুরুষ গ্রন্থের জন্য ‘সোভিয়েত দেশ নেহরু অ্যাওয়ার্ড’
  • ১৯৮৩ সালে কবিতার কথা গ্রন্থের জন্য ‘ভারতীয় ভাষা পরিষদ পুরস্কার’
  • ২০০১ সালে ননী আছনে ঘরত গ্ৰন্থের জন্য অসম সাহিত্য সভার ‘ছগনলাল জৈন পুরস্কার’
  • ২০০২ সালে মহৎ ঐতিহ্য গ্ৰন্থের জন্য ‘সাহিত্য অকাডেমি পুরস্কার[৫]
  • ২০০৬ সালে ‘অসম উপত্যকা সাহিত্য পুরস্কার’[৬]
  • ২০০৮ সালে ‘গণেশ গগৈ পুরস্কার’[৭]
  • ২০০৯ সালে ডাঃ ঝিভাগোর জন্য ‘অমূল্য চক্ৰবৰ্তী অনুবাদ পুরস্কার’
  • মৃণালিনী দেবী পুরস্কার

সম্মান[সম্পাদনা]

  • সাহিত্যাচার্য সম্মান - আসাম সাহিত্য সভা কর্তৃক (২০১০)[৮][৯]
  • অসম সাহিত্য সভার ডিফু অধিৱেশনের কবি সন্মিলনের সভাপতি।[১০]


তথ্যসূত্র[সম্পাদনা]

  1. ১৯১৭ চনর পরা অসম সাহিত্য সভার সভাপতিসকলর তালিকা ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৯ জানুয়ারি ২০১৩ তারিখে অসম সাহিত্য সভার ৱেবছাইট, আহরণ: ১৮ নৱেম্বর, ২০১২।
  2. বরেণ্য, নিয়মীয়া বার্তা, ১৯ আগস্ট, ২০১২
  3. "Assam Valley award for teacher & poet"The Telegraph। ১ জানুয়ারি ২০০৭। ৯ নভেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ এপ্রিল ২০১৩ 
  4. "মৌ-সনা সোঁৱরণি : নলিনীধর ভট্টাচার্য"। xahitya.org। ফেব্রুয়ারি ১৫, ২০১৩। সেপ্টেম্বর ১০, ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ১৫, ২০১৩ 
  5. "Nalinidhar Bhattacharya receives Assam Valley Literary Award"। News.webindia123.com। ১ জানুয়ারি ২০০৭। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ এপ্রিল ২০১৩ 
  6. "Welcome to Muse India"। Museindia.com। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ এপ্রিল ২০১৩ 
  7. TI Trade। "The Assam Tribune online"। Assamtribune.com। সংগ্রহের তারিখ ৯ এপ্রিল ২০১৩ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  8. TI Trade (২৬ জুন ২০১০)। "The Assam Tribune Online"। Assamtribune.com। ৩ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ এপ্রিল ২০১৩ 
  9. TI Trade (২৬ আগস্ট ২০১০)। "The Assam Tribune Online"। Assamtribune.com। ১৪ জুন ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ এপ্রিল ২০১৩ 
  10. সম্পাদক: ড॰ শিৱনাথ বৰ্মন। সুন্দৰৰ সৈনিক, নলিনীধৰ ভট্টাচাৰ্য অভিনন্দন গ্ৰন্থ। ভৱানী প্ৰিণ্ট এণ্ড পাব্লিকেশ্যনচ্‌।