বিষয়বস্তুতে চলুন

হাস্যরসাত্মক ধারাবাহিকে সেরা অতিথি অভিনেত্রী বিভাগে প্রাইমটাইম এমি পুরস্কার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
হাস্যরসাত্মক ধারাবাহিকে সেরা অতিথি অভিনেত্রী বিভাগে প্রাইমটাইম এমি পুরস্কার
বর্তমান বিজয়ী: মায়া রুডল্ফ
দেশমার্কিন যুক্তরাষ্ট্র
পুরস্কারদাতাএকাডেমি অব টেলিভিশন আর্টস অ্যান্ড সায়েন্সেস
প্রথম পুরস্কৃত১৯৮৬
বর্তমানে আধৃতমায়া রুডল্ফ,
স্যাটারডে নাইট লাইভ (২০২১)
ওয়েবসাইটemmys.com

হাস্যরসাত্মক ধারাবাহিকে সেরা অতিথি অভিনেত্রী বিভাগে প্রাইমটাইম এমি পুরস্কার হল একাডেমি অব টেলিভিশন আর্টস অ্যান্ড সায়েন্সেস কর্তৃক প্রদত্ত বার্ষিক পুরস্কার। প্রাইমটাইম এমি পুরস্কারের অংশ হিসেবে রাত্রীকালীন হাস্যরসাত্মক ধারাবাহিকে অতিথি চরিত্রে অসামান্য অভিনয়ের জন্য অভিনেত্রীদের এই পুরস্কার প্রদান করা হয়।

১৯৮৯ সালের পূর্বে এই বিভাগ কোন নির্দিষ্ট লিঙ্গের ভিত্তিতে বিভক্ত ছিল না। সে সময় নাট্যধর্মী টেলিভিশন ধারাবাহিকের অতিথি অভিনেতা ও অভিনেত্রী উভয়কেই এই পুরস্কার প্রদান করা হয় এবং নাট্যধর্মী ধারাবাহিকে সেরা অতিথি শিল্পী নামে পরিচিত ছিল। ৩৮তম প্রাইমটাইম এমি পুরস্কার আয়োজনে এটি লিঙ্গের ভিত্তিতে বিভক্ত হয় এবং বর্তমান নামে নামকরণ করা হয়। অন্যান্য পুরস্কারের মত "অতিথি" পুরস্কার প্রাইমটাইম এমি পুরস্কার আয়োজনে প্রদান করা হয় না, বরং এটি ক্রিয়েটিভ আর্টস এমি পুরস্কার আয়োজনে প্রদান করা হয়।

১৯৮৯ সালের নাম পরিবর্তন হওয়ার পর থেকে এই বিভাগে ৩১ জন অভিনেত্রীকে পুরস্কৃত করা হয়েছে। ক্লোরিস লিচম্যান এই বিভাগে সর্বাধিক দুটি পুরস্কার অর্জন করেছেন এবং সর্বাধিক আটটি মনোনয়ন লাভ করেছেন। সাম্প্রতিক বিজয়ী মায়া রুডল্ফ স্যাটারডে নাইট লাইভ ধারাবাহিকের জন্য এই পুরস্কার লাভ করেন।

বিজয়ী ও মনোনয়ন

[সম্পাদনা]

১৯৮০-এর দশক

[সম্পাদনা]

হাস্যরসাত্মক ধারাবাহিকে সেরা অতিথি অভিনেত্রী

বছর অভিনেতা অনুষ্ঠান ভূমিকা অন্তর্জাল
১৯৮৯
(৪১তম)
কলিন ডিউহার্স্ট মার্ফি ব্রাউন অ্যাভারি ব্রাউন সিবিএস
এইলিন ব্রেনান নিউহার্ট করিন ডেনবি সিবিএস
ডাইঅ্যান ক্যারল আ ডিফারেন্ট ওয়ার্ল্ড ম্যারিয়ন গিলবার্ট এনবিসি
ডরিস রবার্টস পারফেক্ট স্ট্রেঞ্জার্স মিসেস বেইলি এবিসি
ম্যাক্সিন স্টুয়ার্ট দ্য ওয়ান্ডার ইয়ার্স মিসেস কার্পলস

একাধিক পুরস্কার বিজয়ী অভিনেত্রী

[সম্পাদনা]

একাধিক পুরস্কার জয়ী অনুষ্ঠান

[সম্পাদনা]

একাধিক মনোনয়ন প্রাপ্ত অভিনেত্রী

[সম্পাদনা]

একাধিক মনোনয়ন প্রাপ্ত অনুষ্ঠান

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]

টেমপ্লেট:প্রাইমটাইম এমি পুরস্কার হাস্যরসাত্মক ধারাবাহিকে সেরা অতিথি অভিনেত্রী