নাট্যধর্মী ধারাবাহিকে সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগে প্রাইমটাইম এমি পুরস্কার
নাট্যধর্মী ধারাবাহিকে সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগে প্রাইমটাইম এমি পুরস্কার | |
---|---|
দেশ | মার্কিন যুক্তরাষ্ট্র |
পুরস্কারদাতা | একাডেমি অব টেলিভিশন আর্টস অ্যান্ড সায়েন্সেস |
প্রথম পুরস্কৃত | ১৯৫৪ |
বর্তমানে আধৃত | জিলিয়ান অ্যান্ডারসন, দ্য ক্রাউন (২০২১) |
ওয়েবসাইট | emmys |
নাট্যধর্মী ধারাবাহিকে সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগে প্রাইমটাইম এমি পুরস্কার হল একাডেমি অব টেলিভিশন আর্টস অ্যান্ড সায়েন্সেস কর্তৃক প্রদত্ত বার্ষিক পুরস্কার। প্রাইমটাইম এমি পুরস্কারের অংশ হিসেবে নাট্যধর্মী ধারাবাহিকের পার্শ্ব অভিনেত্রীদের সেরা অভিনয়ের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার প্রদান করা হয়। পার্শ্ব অভিনয়ের বিভাগগুলো নির্দিষ্ট ধারা বা লিঙ্গ অনুযায়ী ভিন্ন ছিল না। ২২তম প্রাইমটাইম এমি পুরস্কার থেকে নাট্যধর্মী ধারাবাহিকের পার্শ্ব অভিনেত্রীরা এককভাবে প্রতিযোগিতা করছেন। যাই হোক, নাট্যধর্মী অভিনয়ে প্রায়ই মিনি ধারাবাহিক, টেলিভিশন চলচ্চিত্র, এবং অতিথি অভিনয়শিল্পীরাও প্রধান অভিনয়শিল্পী প্রতিযোগীদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে।
ন্যান্সি মার্চেন্ড এই বিভাগে সর্বাধিক চারটি পুরস্কার অর্জন করেছেন। অন্যদিকে, টাইন ডেলি এই বিভাগে সর্বাধিক আটটি মনোনয়ন লাভ করেছেন। সাম্প্রতিক বিজয়ী জিলিয়ান অ্যান্ডারসন দ্য ক্রাউন (২০২১) টিভি ধারাবাহিকে মার্গারেট থ্যাচার চরিত্রে অভিনয় করে এই পুরস্কার অর্জন করেছেন।
বিজয়ী ও মনোনয়ন
[সম্পাদনা]২০২০-এর দশক
[সম্পাদনা]বছর | অভিনেত্রী | ভূমিকা | অনুষ্ঠান | জমাকৃত পর্ব | অন্তর্জাল |
---|---|---|---|---|---|
২০২০ (৭২তম) | |||||
জুলিয়া গার্নার | রুথ ল্যাংমোর | ওজার্ক | "ইন কেস অব ইমার্জেন্সি" | নেটফ্লিক্স | |
হেলেনা বোনাম কার্টার | রাজকুমারী মার্গারেট | দ্য ক্রাউন | "ক্রি ডি কোয়ার" | নেটফ্লিক্স | |
লরা ডার্ন | রেনাটা ক্লেইন | বিগ লিটল লাইস | "টেল-টেল হার্টস" | এইচবিও | |
ট্যান্ডি নিউটন | মায়েভ মিল্লে | ওয়েস্টওয়ার্ল্ড | "দ্য উইন্টার লাইন" | ||
ফিওনা শ | ক্যারোলিন মার্টেন্স | কিলিং ইভ | "ম্যানেজমেন্ট সাকস" | বিবিসি আমেরিকা | |
সারা স্নুক | সিওভান "শিব" রায় | সাকসেশন | "দ্য সামার প্যালেস" | এইচবিও | |
মেরিল স্ট্রিপ | মেরি লুইস রাইট | বিগ লিটল লাইস | "আই ওয়ান্ট টু নো" | ||
সামিরা উইলি | মোয়ারা স্ট্র্যান্ড | দ্য হ্যান্ডমেইড্স টেল | "স্যাক্রিফাইস" | হুলু | |
২০২১ (৭৩তম) [২] | |||||
জিলিয়ান অ্যান্ডারসন | মার্গারেট থ্যাচার | দ্য ক্রাউন | "ফেভারিটস" | নেটফ্লিক্স | |
হেলেনা বনহ্যাম কার্টার | রাজকুমারী মার্গারেট | দ্য ক্রাউন | "দ্য হেয়ারডিটারি প্রিন্সিপাল" | নেটফ্লিক্স | |
ম্যাডলিন ব্রুয়ার | জেনিন লিন্ডো | দ্য হ্যান্ডমেইড্স টেল | "টেস্টিমনি" | হুলু | |
অ্যান ডাউড | খালা লিডিয়া | "প্রোগ্রেস" | |||
অঞ্জানুয়ে এলিস | হিপোলাইটা ফ্রিম্যান | লাভক্রাফট কান্ট্রি | "আই এম." | এইচবিও | |
এমারেল্ড ফেনেল | ক্যামিলা পার্কার বোলস | দ্য ক্রাউন | "ফেয়ারিটেল" | নেটফ্লিক্স | |
ইভোন স্ট্রাহভস্কি | সেরেনা জয় ওয়াটারফোর্ড | দ্য হ্যান্ডমেইড্স টেল | "হোম" | হুলু | |
সামিরা উইলি | মোয়ারা স্ট্র্যান্ড | "ভাউস" |
একাধিকবার জয়ী অনুষ্ঠান
[সম্পাদনা];৪টি জয়
|
;২টি জয়
|
একাধিক মনোনয়ন প্রাপ্ত অনুষ্ঠান
[সম্পাদনা]
|
|
|
একাধিকবার বিজয়ী অভিনেত্রী
[সম্পাদনা];৪টি জয়
|
|
একাধিক মনোনয়ন প্রাপ্ত অভিনেত্রী
[সম্পাদনা]
আরও দেখুন
[সম্পাদনা]- টেলিভিশনে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার
তথ্যসূত্র
[সম্পাদনা]
- ↑ "72nd Emmy Awards Nominees and Winners"। Academy of Television Arts & Sciences। সংগ্রহের তারিখ জুলাই ২৮, ২০২০।
- ↑ "72nd Emmy Awards Nominees and Winners"। Academy of Television Arts & Sciences। সংগ্রহের তারিখ জুলাই ২৮, ২০২০।