বিষয়বস্তুতে চলুন

সীমিত বা সংকলিত ধারাবাহিক বা চলচ্চিত্রে সেরা পার্শ্ব অভিনেতা বিভাগে প্রাইমটাইম এমি পুরস্কার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সীমিত বা সংকলিত ধারাবাহিক বা চলচ্চিত্রে সেরা পার্শ্ব অভিনেতা বিভাগে প্রাইমটাইম এমি পুরস্কার
দেশমার্কিন যুক্তরাষ্ট্র
পুরস্কারদাতাএকাডেমি অব টেলিভিশন আর্টস অ্যান্ড সায়েন্সেস
প্রথম পুরস্কৃত১৯৭৫
বর্তমানে আধৃতইভান পিটার্স,
মেয়ার অব ইস্টটাউন (২০২১)
ওয়েবসাইটemmys.com

সীমিত বা সংকলিত ধারাবাহিক বা চলচ্চিত্রে সেরা পার্শ্ব অভিনেতা বিভাগে প্রাইমটাইম এমি পুরস্কার হল একাডেমি অব টেলিভিশন আর্টস অ্যান্ড সায়েন্সেস কর্তৃক প্রদত্ত বার্ষিক পুরস্কার। প্রাইমটাইম এমি পুরস্কারের অংশ হিসেবে রাত্রিকালীন নেটওয়ার্কের সীমিত বা সংকলিত ধারাবাহিকের কোন মৌসুমের বা টিভি চলচ্চিত্রের সেরা পার্শ্ব অভিনেতার অসামান্য অভিনয়ের জন্য এই পুরস্কার প্রদান করা হয়।

১৯৭৫ সালের পূর্বে সীমিত ধারাবাহিক বা চলচ্চিত্রের পার্শ্ব অভিনেতারা হাস্যরসাত্মক বা নাট্যধর্মী বিভাগে অন্তর্ভুক্ত হত। ১৯৭৫ থেকে ১৯৭৮ সাল পর্যন্ত এই পুরস্কারটি হাস্যরসাত্মক বা নাট্যধর্মী বিশেষানুষ্ঠানে পার্শ্ব অভিনেতার সেরা একক অভিনয় নামে পরিচিত ছিল। এই বিভাগের নাম এরূপ হওয়া স্বত্ত্বেও একটি মিনি ধারাবাহিকে একাধিক পর্বে অভিনয় করা অভিনেতারাও এই পুরস্কারের মনোনয়ন লাভ করতেন। ১৯৭৯ সালে এই পুরস্কারের নামকরণ করা হয় সীমিত ধারাবাহিক বা বিশেষানুষ্ঠানে সেরা পার্শ্ব অভিনেতা। ১৯৮৬ সালে এই বিভাগের নাম পরিবর্তন করে মিনি ধারাবাহিক বা বিশেষানুষ্ঠানে সেরা পার্শ্ব অভিনেতা নামকরণ করা হয়। ১৯৯৮ সালের এর নামকরণ করা হয় মিনি ধারাবাহিক বা চলচ্চিত্রে সেরা পার্শ্ব অভিনেতা

১৯শে মে ২৭তম প্রাইমটাইম এমি পুরস্কারে প্রথমবার অ্যান্থনি কোয়ায়েল কিউবি সেভেন-এ টম ব্যানিস্টার চরিত্রে অভিনয় করে এই পুরস্কার লাভ করেন। প্রতিষ্ঠার পর থেকে ৪৫ জন অভিনেতাকে এই পুরস্কার প্রদান করা হয়েছে। বিউ ব্রিজেস এই বিভাগে দুটি পুরস্কার অর্জন করেছেন। অন্যদিকে, ব্রায়ান ডেনেহি সর্বাধিক চারটি মনোনয়ন লাভ করেছেন।

বিজয়ী ও মনোনয়ন

[সম্পাদনা]

২০২০-এর দশক

[সম্পাদনা]
বছর অভিনেত্রী ভূমিকা কার্যক্রম অন্তর্জাল
২০২০
(৭২তম)

[]

দ্বিতীয় ইয়াহিয়া আবদুল-মতিন ক্যালভিন "ক্যাল" আবার / জন অস্টারম্যান / ডক্টর ম্যানহাটন ওয়াচমেন এইচবিও
জোভান আদেপো তরুণ উইল রিভস / হুডেড জাস্টিস ওয়াচমেন এইচবিও
টাইটাস বার্গেস টাইটাস অ্যান্ড্রোমেডন আনব্রেকেবল কিমি স্মিট: কিমি ভার্সাস দ্য রেভারেন্ড নেটফ্লিক্স
লুইস গসেট জুনিয়র উইল রিভস / হুডেড জাস্টিস ওয়াচমেন এইচবিও
ডিলান ম্যাকডারমট আর্নেস্ট "আর্নি" ওয়েস্ট হলিউড নেটফ্লিক্স
২০২১
(৭৩তম)

[]

ইভান পিটার্স গোয়েন্দা কলিন জ্যাবেল মেয়ার অব ইস্টটাউন এইচবিও
টমাস ব্রডি-স্যাংস্টার বেনি ওয়াটস দ্য কুইন্‌স গ্যাম্বিট নেটফ্লিক্স
ডেভিড ডিগস মার্কিস দে লাফায়েত / টমাস জেফারসন হ্যামিল্টন ডিজনি+
পাপা এসিডু কোয়ামি আই মে ডেসট্রয় ইউ এইচবিও
জোনাথন গ্রফ রাজা জর্জ হ্যামিল্টন ডিজনি+
অ্যান্থনি রামোস জন লরেন্স / ফিলিপ হ্যামিল্টন

একাধিকবার জয়ী অভিনেতা

[সম্পাদনা]
২টি জয়

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]