দ্য বিগ ব্যাং থিওরি
দ্য বিগ ব্যাং থিওরি | |
---|---|
![]() প্রচ্ছদ দ্য বিগ ব্যাং থিওরি | |
নির্মাতা | চাক লোর বিল প্র্যাডি |
পরিচালক | জেমস বারোস (প্রথম পর্ব) মার্ক সেন্দ্রস্কি |
অভিনয়ে | |
আবহ সঙ্গীত রচয়িতা | বেয়ারনেকেড লেডিস |
উদ্বোধনী সঙ্গীত | বিগ ব্যাং থিওরি থিম [১] |
মূল দেশ | মার্কিন যুক্তরাষ্ট্র |
মূল ভাষা | ইংরেজি |
মৌসুমের সংখ্যা | ১১ |
পর্বের সংখ্যা | ২৪৮ |
নির্মাণ | |
নির্বাহী প্রযোজক | চাক লোর বিল প্র্যাডি লি এরনসন |
প্রযোজক | ফায়ে ওশিমা বেল্যেউ |
সম্পাদক | পিটার চাকোস |
ক্যামেরা সেটআপ | মাল্টি-ক্যামেরা |
ব্যাপ্তিকাল | ১৮-২২ মিনিট (বিজ্ঞাপন ব্যতীত) |
মুক্তি | |
মূল নেটওয়ার্ক | সি বি এস |
ছবির ফরম্যাট | HD: 1080i/720p SD: 480i/576i |
অডিওর ফরম্যাট | ডলবি ডিজিটাল ৫.১ |
প্রথম প্রদর্শন | মার্কিন যুক্তরাষ্ট্র |
প্রথম প্রকাশ | ২৪ সেপ্টেম্বর ২০০৭ |
ক্রমধারা | |
সম্পর্কিত প্রদর্শনী | ইয়ং শেলডন |
বহিঃসংযোগ | |
ওয়েবসাইট |
দ্য বিগ ব্যাং থিওরি একটি মার্কিন ধারাবাহিক যেটি ২০০৭ সালের ২৪শে সেপ্টেম্বর সি বি এস চ্যানেলে প্রথম সম্প্রচারিত হয়। চাক লোর এবং বিল প্র্যাডি এই ধারাবাহিকের প্রযোজক ও নির্মাতা।
ক্যালিফোর্নিয়ার পাসাডেনা শহরের দুই অতিপ্রতিভাধর পদার্থ বিজ্ঞানীর দৈনন্দিন জীবনকে কেন্দ্র করেই এর গল্প। এদের একজন প্রায়োগিক পদার্থবিদ (লেওনার্ড হফস্টেডার) এবং অন্যজন তাত্ত্বিক পদার্থবিদ (শেল্ডন কুপার), আর এদের প্রতিবেশী হল এক চিত্তাকর্ষক যুবতী (পেনি) যার স্বপ্ন একজন সফল অভিনেত্রী হওয়ার কিন্তু আপাততঃ একটি রেস্তোরায় কাজ করে ( চিজকেক ফ্যাক্টরি )। লেওনার্ড আর শেল্ডনের জ্ঞানগম্ভীর পর্যালোচনার পরিপ্রেক্ষিতে পেনির স্বাভাবিক সামাজিক জীবন যাপনের পারদর্শিতা বেশ হাস্যকর পরিস্থিতির সৃষ্টি করে। এদের সহকর্মী ও নিকটতম বন্ধু দুজন, একজন মহাকাশযান প্রকৌশলী ও মহাকাশযাত্রী (হাওয়ার্ড ওয়ালোউইত্জ) এবং আরেকজন জ্যোতিঃপদার্থবিজ্ঞানী (রাজেশ কুথ্রাপ্পালি)। এরাও যথেষ্ট প্রতিভাধর ও বিদ্যান। এদের আচরণ বেশিরভাগ সামাজিক পরিস্থিতিতে বেমানান।
মুখ্য চরিত্র[সম্পাদনা]
- লেওনার্ড হফস্টেডার (জনি গ্যালেকি)[২] -একজন প্রায়োগিক পদার্থবিদ যার বুদ্ধিমত্তার স্তর ১৭৩। মাত্র ২৪ বছর বয়সেই পিএইচ.ডি. অর্জনকারী এই প্রতিভাধর বাস করে তার বন্ধু শেল্ডন কুপারের সাথে।
- শেল্ডন কুপার (জিম পারসন্স)[৩] -একজন বাল্য-প্রতিভা। পঞ্চম শ্রেনীর পরই মাত্র ১১ বছর বয়সে তার কলেজ যাত্রা শুরু হয়। ১৪ বছর বয়সে স্নাতকোত্তর স্তরে পড়াশোনা শুরু করে এবং মাত্র ১৬ বছর বয়সেই সে তার প্রথম পিএইচ.ডি. ডিগ্রী লাভ করে। বর্তমানে তার একটি স্নাতকোত্তর ডিগ্রী, দুটি পিএইচ.ডি. ডিগ্রী এবং ১৮৭ স্তরের বুদ্ধিমত্তা রয়েছে। সম্পূর্ণ বিজ্ঞান মতবাদী এই চরিত্রের মধ্যে ব্যঙ্গ ও কৌতুকবোধের অভাব প্রবল। তার মতে সকল সামাজিক রীতি-নীতিই একপ্রকার বাহুল্য।
- পেনি (ক্যালি কুকু)[৪] -এই কাহিনীর প্রধান নারী চরিত্র। অত্যন্ত রূপবতী এবং লেওনার্ড ও শেল্ডনের প্রতিবেশী। নাব্রাস্কার ওমাহা থেকে ক্যালিফোর্নিয়ায় এসেছে অভিনেত্রী হওয়ার স্বপ্ন নিয়ে, কিন্তু অর্থের প্রয়োজনে তাকে চিজ কেক ফ্যাক্টরি নামক রেস্তোরায় কাজ করতে হয়।
- হাওয়ার্ড ওয়ালোউইত্জ (সায়মন হেলবার্গ)[৫] একজন ইহুদি স্নাতকোত্তর প্রকৌশলী (M.Sc., Eng.)[৬]। দলের বাকি তিন বন্ধু শেল্ডন, লেনার্ড এবং রাজ কমপক্ষে একটি Ph.D. অধিকারী অন্যদিকে হাওয়ার্ডের এখনো Ph.D. করা হয়ে ওঠেনি। কিন্তু হাওয়ার্ড মাস্টার্স করেছে MIT থেকে এবং তার তৈরি নক্সা মহাকাশ অভিযানের জন্য যন্ত্রপাতি তৈরিতে ব্যবহৃত হয়। যদিও পেনি তার কথা প্রায় সবসময়ই অবহেলা করার চেষ্টা করে তারপরও তার ধারণা নারী মহলে সে বিশেষ জনপ্রিয়।
- রাজেশ কুত্রপলি (কুনাল নাইয়ার)[৭] ভারতের নতুন দিল্লি থেকে এসেছে। সে Ph.D. শেষ করে এখন ক্যালটেক-এ গবেষণারত।[৮] তার সমস্যা হচ্ছে সে একটু লাজুক প্রকৃতির। মেয়েদের সাথে কথা বলতে পারে না। মদ্যপ অবস্থায় থাকলে তার আবার এই সমস্যাটা কিছুটা দূর হয়ে যায়, বর্তমান সিজিন (সিজন ৭) অনুযায়ী তার এই রোগ (selective mutism) থেকে সে মুক্তি পেয়েছে।
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "আই টিউনস মিউসিক ষ্টোর"। সংগ্রহের তারিখ অক্টোবর ২৫, ২০০৯।
- ↑ CBS (২০০৭)। "Cast Members of TBBT"। CBS। ৬ মার্চ ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুন ২৪, ২০০৯।
- ↑ CBS (২০০৭)। "Cast Members of TBBT"। CBS। ৭ ফেব্রুয়ারি ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুন ২৪, ২০০৯।
- ↑ CBS (২০০৭)। "Cast Members of TBBT"। CBS। ২০ ফেব্রুয়ারি ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুন ২৪, ২০০৯।
- ↑ CBS (২০০৭)। "Cast Members of TBBT"। CBS। ৬ মার্চ ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুন ২৪, ২০০৯।
- ↑ "The Jerusalem Duality"। The Big Bang Theory। 1 মৌসুম। পর্ব 12। এপ্রিল ১৪, ২০০১।
- ↑ CBS (২০০৭)। nayyar/bio.php "Cast Members of TBBT"
|ইউআরএল=
এর মান পরীক্ষা করুন (সাহায্য)। CBS। সংগ্রহের তারিখ জুন ২৪, ২০০৯। - ↑ CBS (২০০৭)। "About The Big Bang Theory"। CBS। সংগ্রহের তারিখ জুন ২৪, ২০০৯।
বহিঃসংযোগ[সম্পাদনা]
![]() |
উইকিউক্তিতে নিচের বিষয় সম্পর্কে সংগৃহীত উক্তি আছে: দ্য বিগ ব্যাং থিওরি। |
![]() |
উইকিমিডিয়া কমন্সে দ্য বিগ ব্যাং থিওরি সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
- ইন্টারনেট মুভি ডেটাবেজে দ্য বিগ ব্যাং থিওরি
(ইংরেজি)
- দ্য বিগ ব্যাং থিওরি সিবিএস.কম এ।
- অফিসিয়াল সাইট জন্য দ্য বিগ ব্যাং থিওরি ডিভিডিতে
- ভ্যানিটি কার্ডস আর্কিভ ফর দ্য বিগ ব্যাং থিওরি
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |