নাট্যধর্মী ধারাবাহিকে সেরা অতিথি অভিনেত্রী বিভাগে প্রাইমটাইম এমি পুরস্কার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নাট্যধর্মী ধারাবাহিকে সেরা অতিথি অভিনেত্রী বিভাগে প্রাইমটাইম এমি পুরস্কার
বর্তমান বিজয়ী: ক্লেয়ার ফয়
দেশমার্কিন যুক্তরাষ্ট্র
পুরস্কারদাতাএকাডেমি অব টেলিভিশন আর্টস অ্যান্ড সায়েন্সেস
প্রথম পুরস্কৃত১৯৭৫
বর্তমানে আধৃতক্লেয়ার ফয়,
দ্য ক্রাউন (২০২১)
ওয়েবসাইটemmys.com

নাট্যধর্মী ধারাবাহিকে সেরা অতিথি অভিনেত্রী বিভাগে প্রাইমটাইম এমি পুরস্কার হল একাডেমি অব টেলিভিশন আর্টস অ্যান্ড সায়েন্সেস কর্তৃক প্রদত্ত বার্ষিক পুরস্কার। প্রাইমটাইম এমি পুরস্কারের অংশ হিসেবে রাত্রীকালীন নাট্যধর্মী ধারাবাহিকে অতিথি চরিত্রে অসামান্য অভিনয়ের জন্য অভিনেত্রীদের এই পুরস্কার প্রদান করা হয়।

১৯৮৯ সালের পূর্বে এই বিভাগ কোন নির্দিষ্ট লিঙ্গের ভিত্তিতে বিভক্ত ছিল না। সে সময় নাট্যধর্মী টেলিভিশন ধারাবাহিকের অতিথি অভিনেতা ও অভিনেত্রী উভয়কেই এই পুরস্কার প্রদান করা হয় এবং নাট্যধর্মী ধারাবাহিকে সেরা অতিথি শিল্পী নামে পরিচিত ছিল। ৩৮তম প্রাইমটাইম এমি পুরস্কার আয়োজনে এটি লিঙ্গের ভিত্তিতে বিভক্ত হয় এবং বর্তমান নামে নামকরণ করা হয়। অন্যান্য পুরস্কারের মত "অতিথি" পুরস্কার প্রাইমটাইম এমি পুরস্কার আয়োজনে প্রদান করা হয় না, বরং এটি ক্রিয়েটিভ আর্টস এমি পুরস্কার আয়োজনে প্রদান করা হয়।

প্রতিষ্ঠার পর থেকে এই বিভাগে ৩৫ জন অভিনেত্রীকে পুরস্কৃত করা হয়েছে। প্যাট্রিশিয়া ক্লার্কসন, চেরি জোন্স, শার্লি নাইট, মার্গো মার্টিনডেল, অ্যামান্ডা প্লামারঅ্যালফ্রি উডার্ড এই বিভাগে সর্বাধিক দুটি করে পুরস্কার অর্জন করেছেন। অন্যদিকে, সিসেলি টাইসন এই বিভাগে সর্বাধিক পাঁচটি মনোনয়ন লাভ করেছেন। সাম্প্রতিক বিজয়ী ক্লেয়ার ফয় দ্য ক্রাউন ধারাবাহিকের জন্য এই পুরস্কার লাভ করেন। ল অ্যান্ড অর্ডার: স্পেশাল ভিকটিমস ইউনিট সর্বাধিক ১৪টি মনোনয়ন থেকে সর্বাধিক ৫টি পুরস্কার জয়ী অনুষ্ঠান।

বিজয়ী ও মনোনয়ন[সম্পাদনা]

১৯৮০-এর দশক[সম্পাদনা]

নাট্যধর্মী ধারাবাহিকে সেরা অতিথি অভিনেত্রী

বছর অভিনেতা অনুষ্ঠান ভূমিকা অন্তর্জাল
১৯৮৯
(৪১তম)
কে লেঞ্জ মিডনাইট কলার টিনা ক্যাসিডি "আফটার ইট হ্যাপেন্ড" এনবিসি
ক্লোই ওয়েব চায়না বিচ লরেট বারবার "চাও অং" এবিসি
জিন সিমন্স মার্ডার, শি রোট ইউডোরা ম্যাকভেই "মিরর, মিরর অন দ্য ওয়াল: পার্ট ১" সিবিএস
টেরিসা রাইট ডলফিন কোভ নিনা রথম্যান "দি এল্ডার্স"
মরিন স্ট্যাপলসন বি.এল. স্ট্রাইকার আন্টি সু "আন্টি সু" এবিসি
শার্লি নাইট দি ইকুয়ালাইজার কে "টাইম প্রেজেন্ট, টাইম পাস্ট" সিবিএস

একাধিক পুরস্কার বিজয়ী অভিনেত্রী[সম্পাদনা]

২টি পুরস্কার

একাধিক পুরস্কার জয়ী অনুষ্ঠান[সম্পাদনা]

একাধিক মনোনয়ন প্রাপ্ত অভিনেত্রী[সম্পাদনা]

একাধিক মনোনয়ন প্রাপ্ত অনুষ্ঠান[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]