ডেসপারেট হাউজওয়াইভস
ডেসপারেট হাউজওয়াইভস | |
---|---|
ধরন | |
নির্মাতা | মার্ক চেরি |
শ্রেষ্ঠাংশে | |
বর্ণনাকারী | ব্রেন্ডা স্ট্রং (ম্যারি অ্যালিস ইয়াং হিসেবে; ১৭৮ পর্ব) |
আবহ সঙ্গীত রচয়িতা | ড্যানি এফম্যান |
সুরকার | |
দেশ | মার্কিন যুক্তরাষ্ট্র |
মূল ভাষা | ইংরেজি |
মৌসুমের সংখ্যা | ৮ |
পর্বের সংখ্যা | ১৮০ (পর্বের তালিকা) |
নির্মাণ | |
নির্বাহী প্রযোজক |
|
প্রযোজক |
|
নির্মাণ স্থান | ইউনিভার্সাল স্টুডিওজ হলিউড (স্যান ফার্নান্ডো ভ্যালি, লস অ্যাঞ্জেলেস কাউন্টি, ক্যালিফোর্নিয়া) (দৃশ্যধারণ) Wisteria Lane, Fairview, Eagle State (পটভূমি) |
সম্পাদক | কারেন কাস্তানেদা |
ক্যামেরা বিন্যাস | একক-ক্যামেরা |
স্থিতিকাল | ৪৩ মিনিট |
নির্মাণ প্রতিষ্ঠান |
|
পরিবেশক | |
মুক্তি | |
নেটওয়ার্ক | এবিসি |
মুক্তি | ৩ অক্টোবর ২০০৪ ১৩ মে ২০১২ | –
সম্পর্কিত অনুষ্ঠান | |
ডেসপারেট হাউজওয়াইভস (ইংরেজি: Desperate Housewives) হল মার্ক চেরি কর্তৃক নির্মিত একটি মার্কিন হাস্যরসাত্মক-নাট্যধর্মী ও রহস্য টেলিভিশন ধারাবাহিক। এটি প্রযোজনা করেছে এবিসি স্টুডিওজ ও চেরি প্রোডাকশন্স। এবিসি চ্যানেলে ২০০৪ সালের ৩রা অক্টোবর থেকে ২০১২ সালের ১৩ই মে পর্যন্ত আটটি মৌসুমে এই ধারাবাহিকের মোট ১৮০টি পর্ব প্রচারিত হয়। নির্বাহী প্রযোজক মার্ক চেরি এই অনুষ্ঠানের প্রধান প্রযোজক হিসেবে দায়িত্ব পালন করেন। চতুর্থ মৌসুম থেকে অন্যান্য নির্বাহী প্রযোজক ছিলেন বব ডেইলি, জর্জ ডাব্লিউ. পারকিন্স, জন পার্ডি, জোই মার্ফি, ডেভিড গ্রসম্যান, ও ল্যারি শ।
তারকাবহুল ধারাবাহিকটিতে প্রধান চরিত্রে - সুজান মেয়ার চরিত্রে টেরি হ্যাচার, লিনেট স্কাভো চরিত্রে ফেলিসিটি হাফম্যান, ব্রি ভ্যান ডি ক্যাম্প চরিত্রে মার্শা ক্রস, এবং গ্যাব্রিয়েল সলিস চরিত্রে ইভা লঙ্গোরিয়া অভিনয় করেছেন। এছাড়া পার্শ্ব চরিত্র - এডি ব্রিট চরিত্রে নিকোলেট শেরিডান, ক্যাথরিন মেফেয়ার চরিত্রে ড্যানা ডেলানি, এবং রেনি পেরি চরিত্রে ভানেসা উইলিয়ামস অভিনয় করেছেন। ব্রেন্ডা স্ট্রং প্রয়াত ম্যারি অ্যালিস ইয়াং চরিত্রে ধারাবাহিকটি বর্ণনা করেন এবং তাকে মাঝে মাঝে কাহিনীর পূর্ববর্তী দৃশ্যে বা স্বপ্নের দৃশ্যে দেখা যায়।[১]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Desperate Housewives Cast & Crew"। টিভি.কম। ডিসেম্বর ২২, ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০২১।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ২০০৪-এ অভিষিক্ত মার্কিন টেলিভিশন ধারাবাহিক
- ২০০০-এর দশকের মার্কিন হাস্যরসাত্মক নাট্য টেলিভিশন ধারাবাহিক
- ২০০০-এর দশকের মার্কিন প্রণয়ধর্মী হাস্যরসাত্মক টেলিভিশন ধারাবাহিক
- ২০০০-এর দশকের মার্কিন রহস্য টেলিভিশন ধারাবাহিক
- ২০১০-এর দশকের মার্কিন হাস্যরসাত্মক নাট্য টেলিভিশন ধারাবাহিক
- ২০১০-এর দশকের মার্কিন প্রণয়ধর্মী হাস্যরসাত্মক টেলিভিশন ধারাবাহিক
- ২০১০-এর দশকের মার্কিন রহস্য টেলিভিশন ধারাবাহিক
- ২০১২-এ সমাপ্ত মার্কিন টেলিভিশন ধারাবাহিক
- আমেরিকান ব্রডকাস্টিং কোম্পানির মৌলিক অনুষ্ঠান
- ইংরেজি ভাষার টেলিভিশন অনুষ্ঠান
- উভকামী সম্পর্কিত টেলিভিশন অনুষ্ঠান
- সমকামী পুরুষ সম্পর্কিত টেলিভিশন অনুষ্ঠান
- নারীবাদী টেলিভিশন অনুষ্ঠান
- ভিডিও গেমসে উপযোগকৃত টেলিভিশন অনুষ্ঠান
- মার্কিন টেলিভিশন ধারাবাহিক নাটক
- লস অ্যাঞ্জেলেসে ধারণকৃত টেলিভিশন অনুষ্ঠান
- লস অ্যাঞ্জেলেসের পটভূমিতে টেলিভিশন অনুষ্ঠান
- গোল্ডেন গ্লোব পুরস্কার (সেরা টেলিভিশন ধারাবাহিক - সঙ্গীতধর্মী বা হাস্যরসাত্মক) বিজয়ী
- প্রাইমটাইম এমি পুরস্কার বিজয়ী টেলিভিশন ধারাবাহিক
- ২০১০-এর দশকের মার্কিন নাট্য টেলিভিশন ধারাবাহিক
- গে সম্পর্কিত টেলিভিশন অনুষ্ঠান