বিষয়বস্তুতে চলুন

নাট্যধর্মী ধারাবাহিকে সেরা অতিথি অভিনেতা বিভাগে প্রাইমটাইম এমি পুরস্কার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নাট্যধর্মী ধারাবাহিকে সেরা অতিথি অভিনেতা বিভাগে প্রাইমটাইম এমি পুরস্কার
বর্তমান বিজয়ী: কোর্টনি বি. ভ্যান্স
দেশমার্কিন যুক্তরাষ্ট্র
পুরস্কারদাতাএকাডেমি অব টেলিভিশন আর্টস অ্যান্ড সায়েন্সেস
প্রথম পুরস্কৃত১৯৭৫
বর্তমানে আধৃতকোর্টনি বি. ভ্যান্স,
লাভক্রাফট কান্ট্রি (২০২১)
ওয়েবসাইটemmys.com

নাট্যধর্মী ধারাবাহিকে সেরা অতিথি অভিনেতা বিভাগে প্রাইমটাইম এমি পুরস্কার হল একাডেমি অব টেলিভিশন আর্টস অ্যান্ড সায়েন্সেস কর্তৃক প্রদত্ত বার্ষিক পুরস্কার। প্রাইমটাইম এমি পুরস্কারের অংশ হিসেবে রাত্রীকালীন নাট্যধর্মী ধারাবাহিকে অতিথি চরিত্রে অসামান্য অভিনয়ের জন্য অভিনেতাদের এই পুরস্কার প্রদান করা হয়।

১৯৭৫ সালের ১৯শে ২৭তম প্রাইমটাইম এমি পুরস্কার আয়োজনে প্রথমবার এই পুরস্কার প্রদান করা হয় এবং প্যাট্রিক ম্যাকগুহান কলাম্বো ধারাবাহিকে অভিনয়ের জন্য প্রথম এই পুরস্কার লাভ করেন। ৩৮তম প্রাইমটাইম এমি পুরস্কার আয়োজনে এই বিভাগের নামকরণ করা হয় নাট্যধর্মী ধারাবাহিকে সেরা অতিথি শিল্পী, এবং নাট্যধর্মী টেলিভিশন ধারাবাহিকের অতিথি অভিনেতা ও অভিনেত্রী উভয়কেই এই পুরস্কার প্রদান করা হয়। ১৯৮৯ সালে এটি লিঙ্গভিত্তিক বিভক্ত হয় এবং বর্তমান নামে নামকরণ করা হয়।

প্রতিষ্ঠার পর থেকে এই বিভাগে ৩৬ জন অভিনেতাকে পুরস্কৃত করা হয়েছে। চার্লস এস. ডাটন, জন লিথগো, রন সেফাস জোন্সপ্যাট্রিক ম্যাকগুহান সর্বাধিক দুটি করে পুরস্কার অর্জন করেন। অন্যদিকে, মাইকেল জে. ফক্স এই বিভাগে সর্বাধিক সাতটি মনোনয়ন লাভ করেছেন।

বিজয়ী ও মনোনয়ন

[সম্পাদনা]

১৯৮০-এর দশক

[সম্পাদনা]

হাস্যরসাত্মক ধারাবাহিকে সেরা অতিথি শিল্পী

বছর অভিনেতা/অভিনেত্রী অনুষ্ঠান ভূমিকা জমাকৃত পর্ব অন্তর্জাল
১৯৮৬
(৩৮তম)
জন লিথগো অ্যামেজিং স্টোরিজ জন ওয়াল্টার্স "দ্য ডল" এনবিসি
হুপি গোল্ডবার্গ মুনলাইটিং ক্যামিল "ক্যামিল" এবিসি
এডওয়ার্ড হারম্যান সেন্ট এলসহোয়্যার ফাদার জোসেফ ম্যাকেব "টাইম হিলস" এনবিসি
পেগি ম্যাকি ক্যাগনি অ্যান্ড লেসি মিসেস ক্যারাদার্স "মাদার্স অ্যান্ড সন্স" সিবিএস
জেমস স্টেসি টেড পিটার্স "দ্য গিম্প"
১৯৮৭
(৩৯তম)
অ্যালফি উডার্ড এল.এ. ল অ্যাড্রিঅ্যান মুর "পাইলট" এনবিসি
স্টিভ অ্যালেন সেন্ট এলসহোয়্যার লেচ অসরান্‌স্কি "ভিজিটিং ডেজ" সিবিএস
জিন কুপার এল.এ. ল গ্ল্যাডিস বেকার "ফ্রাই মি টু দ্য মুন"
এডওয়ার্ড হারম্যান সেন্ট এলসহোয়্যার ফাদার জোসেফ ম্যাকেব "হোয়্যার দেয়ার্স হোপ, দেয়ার্স ক্রজবি"
জেইন মিডোস ওলগা অসরান্‌স্কি "ভিজিটিং ডেজ"
১৯৮৮
(৪০তম)
শার্লি নাইট থার্টি সামথিং রুথ মার্ডক "দ্য প্যারেন্টস আর কামিং" এবিসি
ইমোজিন নাইট মুনলাইটিং ক্ল্যারা ডিপেস্টো "লোস ডোস ডিপিয়েটোস" এনবিসি
লেইনি কাজান সেন্ট এলসহোয়্যার ফ্রিডা ফিসকাস "দি অ্যাবি সিঙ্গার শো" এনবিসি
গুয়েন ভার্ডন ম্যাগনাম, পি.আই. ক্যাথরিন পিটার্স "ইনফিনিটি অ্যান্ড জেলি ডোনাটস" সিবিএস
আলফ্রি উডার্ড সেন্ট এলসহোয়্যার ডক্টর রোক্সেন টার্নার "দি অ্যাবি সিঙ্গার শো" এনবিসি

নাট্যধর্মী ধারাবাহিকে সেরা অতিথি অভিনেতা

বছর অভিনেতা অনুষ্ঠান ভূমিকা জমাকৃত পর্ব অন্তর্জাল
১৯৮৯
(৪১তম)
জো স্প্যানো মিডনাইট কলার জন স্যারিঙ্গো "দি এক্‌জিকিউশন অব জন স্যারিঙ্গো" এনবিসি
পিটার বয়েল মিডনাইট কলার জে. জে. কিলিয়ান "ফাদার্স অ্যান্ড সন্স" এনবিসি
জ্যাক গিলফোর্ড থার্টিসামথিং বৃদ্ধ ভদ্রলোক "দ্য মাইক ভ্যান ডাইক শো" এবিসি
মাইকেল মোরিয়ার্টি দি ইকুয়ালাইজার ওয়েন ভার্জিল "স্টারফায়ার" সিবিএস
এডওয়ার্ড উডওয়ার্ড দ্য নিউ আলফ্রেড হিচকক প্রেজেন্টস ড্রামন্ড "দ্য হন্টেড" ইউএসএ

একাধিক পুরস্কার বিজয়ী অভিনেতা

[সম্পাদনা]
২টি পুরস্কার

একাধিক পুরস্কার জয়ী অনুষ্ঠান

[সম্পাদনা]

একাধিক মনোনয়ন প্রাপ্ত অভিনেতা

[সম্পাদনা]

একাধিক মনোনয়ন প্রাপ্ত অনুষ্ঠান

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]