বিষয়বস্তুতে চলুন

শাকিল বদায়ুঁনি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শাকিল বদায়ুঁনি
ভারতের ২০১৩ সালের ডাকটিকিটে বদায়ুনি
জন্ম(১৯১৬-০৮-০৩)৩ আগস্ট ১৯১৬
মৃত্যু২০ এপ্রিল ১৯৭০(1970-04-20) (বয়স ৫৩)
মাতৃশিক্ষায়তনআলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়
পেশাকবি, গীতিকার
কর্মজীবন১৯৪৪-১৯৭০
পুরস্কারপূর্ণ তালিকা

শাকিল বদায়ুঁনি (৩ আগস্ট ১৯১৬ - ২০ এপ্রিল ১৯৭০) একজন ভারতীয় উর্দু কবি ও গীতিকার ছিলেন।[][] তিনি টানা তিনবার শ্রেষ্ঠ গীতিকার বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার বিজয়ী একমাত্র গীতিকার। তিনি চৌধবিঁ কা চান্দ (১৯৬০)-এর শিরোনাম গান, ঘরানা (১৯৬১)-এর "হুস্‌ন ওয়ালে তেরা" ও বিস সাল বাদ (১৯৬২)-এর "কাহিঁ দীপ জলে" গানের জন্য এই পুরস্কার অর্জন করেন। এছাড়া তিনি মুঘল-ই-আজম (১৯৬০)-এর "প্যায়ার কিয়া তো ডরনা ক্যায়া", মেরে মহবুব (১৯৬৩)-এর "মেরে মহবুব তুঝে মেরি", এবং দো বদন (১৯৬৫)-এর "নসিব মে জিসকে" গানের জন্য আরও তিনটি ফিল্মফেয়ারের মনোনয়ন লাভ করেন

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

শাকিল বদায়ুঁনি ১৯১৬ সালের ৩রা আগস্ট তদানীন্তন ব্রিটিশ ভারতের আগ্রা ও অবধের যুক্তপ্রদেশের (বর্তমান উত্তরপ্রদেশ, ভারত) বদায়ুঁতে জন্মগ্রহণ করেন। তার পিতা মোহাম্মদ জামাল আহমেদ সোখতা কাদিরী বাড়িতে তার জন্য আরবি, উর্দু, ফার্সিহিন্দি শিখার ব্যবস্থা করেন, যাতে তিনি সফল কর্মজীবন শুরু করতে পারেন। কবিতার প্রতি তার আগ্রহ অন্যান্য শায়রদের মত উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত ছিল না।[] তবে তার দূর সম্পর্কের এক আত্মীয় জিয়া-উল-কাদিরী বদায়ুঁনি ধর্মীয় শায়র ছিলেন। শাকিল তার দ্বারা প্রভাবিত হন এবং সমকালীন পরিবেশ তাকে কবিতার প্রতি আকৃষ্ট করে।[]

১৯৩৬ সালে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর থেকে তিনি আন্তঃকলেজ, আন্তঃবিশ্ববিদ্যালয় মুশায়রায় অংশগ্রহণ শুরু করেন এবং একাধিক পুরস্কার অর্জন করেন। ১৯৪০ সালে তিনি তার দূর সম্পর্কের আত্মীয় সালমাকে বিয়ে করেন। বিএ ডিগ্রি অর্জন করার পর তিনি দিল্লিতে সাপ্লাই অফিসার হিসেবে যোগদান করেন, কিন্তু মুশায়রায় অংশগ্রহণ চালিয়ে যান ও দেশব্যাপী খ্যাতি অর্জন করেন। সে সময়ে শায়রগণ সমাজের নিম্নশ্রেণী, তাদের শৃঙ্খলমুক্তি ও সমাজের উন্নয়ন নিয়ে লিখতেন, কিন্তু শাকিল প্রণয়মূলক কবিতা লিখতেন।[]

পুরস্কার ও মনোনয়ন

[সম্পাদনা]
বছর পুরস্কার বিভাগ মনোনীত কর্ম ফলাফল সূত্র.
১৯৬১ ৮ম ফিল্মফেয়ার পুরস্কার "চৌধবিঁ কা চান্দ" চৌধবিঁ কা চান্দ বিজয়ী
"প্যায়ার কিয়া তো ডরনা ক্যায়া" মুঘল-ই-আজম মনোনীত
১৯৬২ ৯ম ফিল্মফেয়ার পুরস্কার "হুস্‌ন ওয়ালে তেরা" ঘরানা বিজয়ী []
১৯৬৩ ১০ম ফিল্মফেয়ার পুরস্কার "কাহিঁ দীপ জলে" বিস সাল বাদ বিজয়ী []
১৯৬৪ ১১তম ফিল্মফেয়ার পুরস্কার "মেরে মহবুব তুঝে মেরি" মেরে মহবুব মনোনীত []
১৯৬৬ ১৪তম ফিল্মফেয়ার পুরস্কার "নসিব মেঁ জিসকে" দো বদন মনোনীত []

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. সালাম, জিয়া উস (১৬ মার্চ ২০১২)। "Write Angle – The door at life's end (Death is a constant companion of writers)"দ্য হিন্দু। সংগ্রহের তারিখ ১৪ সেপ্টেম্বর ২০২৪ 
  2. মিশ্র, বন্দিতা (১৩ মার্চ ২০১২)। "The Bard's Unread Poems (Shakeel Badayuni)"দি ইন্ডিয়ান এক্সপ্রেস। সংগ্রহের তারিখ ১৪ সেপ্টেম্বর ২০২৪ 
  3. বশির, শামনাদ (২৬ জুন ২০১০)। "Sold for a Song"দি ইন্ডিয়ান এক্সপ্রেস। সংগ্রহের তারিখ ১৪ সেপ্টেম্বর ২০২৪ 
  4. বিজয়কর, রাজীব (২ জুন ২০১১)। "The soft spoken Bard (Shakeel Badayuni)"দি ইন্ডিয়ান এক্সপ্রেস। সংগ্রহের তারিখ ১৪ সেপ্টেম্বর ২০২৪ 
  5. "The Winners – 1962"দ্য টাইমস গ্রুপ। ২০০৮-০২-১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ সেপ্টেম্বর ২০২৪ 
  6. "The Filmfare Awards Winners – 1962"দ্য টাইমস গ্রুপ। ৯ মার্চ ২০০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ সেপ্টেম্বর ২০২৪ 
  7. "The Filmfare Awards Nominations – 1963"দ্য টাইমস গ্রুপ। ২৩ মার্চ ২০০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ সেপ্টেম্বর ২০২৪ 
  8. "The Filmfare Awards Nominations – 1966"দ্য টাইমস গ্রুপ। ২৩ মার্চ ২০০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ সেপ্টেম্বর ২০২৪ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]