রিচার্ড টড

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রিচার্ড টড

Richard Todd
১৯৫৯ সালে টডের প্রচারণামূলক ছবি
জন্ম
রিচার্ড অ্যান্ড্রু পেলথর্প টড

(১৯১৯-০৬-১১)১১ জুন ১৯১৯
মৃত্যু৩ ডিসেম্বর ২০০৯(2009-12-03) (বয়স ৯০)
মৃত্যুর কারণক্যান্সার
পেশাঅভিনেতা
দাম্পত্য সঙ্গীক্যাথরিন গ্রান্ট-বোগল (বি. ১৯৪৯; বিচ্ছেদ. ১৯৭০)
ভার্জিনিয়া মাইলার (বি. ১৯৭০; বিচ্ছেদ. ১৯৯২)
সন্তান
পুরস্কারগোল্ডেন গ্লোব পুরস্কার

রিচার্ড অ্যান্ড্রু পেলথর্প টড ওবিই (ইংরেজি: Richard Andrew Palethorpe Todd; জন্ম: ১১ই জুন ১৯১৯ - ৩রা ডিসেম্বর ২০০৯) ছিলেন একজন ইংরেজ অভিনেতা। তিনি দ্য হ্যাস্টি হার্ট (১৯৪৯) চলচ্চিত্রে অভিনয়ের জন্য বর্ষসেরা নবীন তারকা অভিনেতা বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেন এবং শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কারসেরা নাট্য অভিনেতা বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন লাভ করেন। এছাড়া তিনি ধ্রুপদী যুদ্ধভিত্তিক চলচ্চিত্র দ্য ড্যাম বাস্টার্স (১৯৫৫) ও দ্য লংগেস্ট ডে (১৯৬২) চলচ্চিত্রে অভিনয়ের জন্য প্রসিদ্ধ।[১]

১৯৯৩ সালে টডকে অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ারের অফিসার উপাধিতে ভূষিত করা হয়। তিনি কট ইন দি অ্যাক্ট (১৯৮৬) ও ইন ক্যামেরা (১৯৮৯) শীর্ষক দুটি স্মৃতিকথা রচনা করেছেন।[২]

জীবনী[সম্পাদনা]

জন্ম ও শিক্ষাজীবন[সম্পাদনা]

টড ১৯১৯ সালের ১১ই জুন আয়ারল্যান্ডের ডাবলিনে জন্মগ্রহণ করেন।[২] তার পিতা অ্যান্ড্রু উইলিয়াম পেলথর্প টড ছিলেন আইরিশ চিকিৎসক ও আন্তর্জাতিক রাগবি খেলোয়াড়। টড তার শৈশবে কয়েক বছর ভারতে কাটান, তার পিতা সেখানে ব্রিটিশ সেনাবাহিনীর অফিসার ও চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন।[৩]

পরবর্তীতে তারা স্বপরিবারে ডেভন চলে যান এবং তিনি শ্রুবারি স্কুলে পড়াশুনা করেন। টড সামরিক কর্মজীবন শুরুর লক্ষ্যে স্যান্ডহার্স্টের রয়্যাল মিলিটারি একাডেমি থেকে প্রশিক্ষণ গ্রহণ করেন এবং পরে লন্ডনের ইতালিয়া কন্তি আকাদেমি থেকে অভিনয়ের প্রশিক্ষণ গ্রহণ করেন।[৩]

বক্স অফিস র‍্যাংকিং[সম্পাদনা]

ব্রিটিশ চলচ্চিত্র প্রদর্শকদের ভোটে টড বেশ কয়েকবার বক্স অফিসে সেরা দশ জনপ্রিয় তারকার একজন ছিলেন:

  • ১৯৫০ – ৭ম জনপ্রিয় ব্রিটিশ তারকা[৪]
  • ১৯৫২ – ব্রিটেন ৫ম জনপ্রিয় ব্রিটিশ তারকা[৫]
  • ১৯৫৪ – ৯ম জনপ্রিয় ব্রিটিশ তারকা
  • ১৯৫৫ – ৭ম জনপ্রিয় ব্রিটিশ তারকা[৬]
  • ১৯৫৭ – ব্রিটেনে ৩য় জনপ্রিয় ব্রিটিশ তারকা[৭]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Dam Busters star Todd dies at 90"বিবিসি নিউজ (ইংরেজি ভাষায়)। ৪ ডিসেম্বর ২০০৯। সংগ্রহের তারিখ ১১ জুন ২০১৮ 
  2. ফক্স, মার্গালিট (৪ ডিসেম্বর ২০০৯)। "Richard Todd, Dashing Actor, Dies at 90"দ্য নিউ ইয়র্ক টাইমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ জুন ২০১৮ 
  3. "Richard Todd"দ্য টেলিগ্রাফ। ৬ ডিসেম্বর ২০০৯। সংগ্রহের তারিখ ১১ জুন ২০১৮ 
  4. "Success Of British Films"। দ্য টাইমস। লন্ডন, ইংল্যান্ড। ২৯ ডিসেম্বর ১৯৫০। পৃষ্ঠা ৩।  The Times Digital Archive. Web. 11 July 2012.
  5. "COMEDIAN TOPS FILM POLL."দ্য সানডে হেরাল্ড। সিডনি। ২৮ ডিসেম্বর ১৯৫২। পৃষ্ঠা ৪। সংগ্রহের তারিখ ১১ জুন ২০১৮ – অস্ট্রেলিয়ার জাতীয় গ্রন্থাগার-এর মাধ্যমে। 
  6. "'The Dam Busters'"। দ্য টাইমস। লন্ডন, ইংল্যান্ড। ২৯ ডিসেম্বর ১৯৫৫। পৃষ্ঠা ১২।  The Times Digital Archive. Web. 11 July 2012.
  7. "Most Popular Film of the Year"। দ্য টাইমস। লন্ডন, ইংল্যান্ড। ১২ ডিসেম্বর ১৯৫৭। পৃষ্ঠা ৩। 

বহিঃসংযোগ[সম্পাদনা]