ব্যবহারকারী:Wikitanvir
এই ব্যবহারকারী বর্তমানে বাস্তব জীবনের প্রয়োজনে ছুটিতে রয়েছেন তাই উইকিপিডিয়ায় তার ওপর প্রদানকৃত দায়িত্ব পালনে সমর্থ নাও থাকতে পারেন।
সুধী,
আমি তানভির রহমান। আজ থেকে ১৫ বছর, ৪ মাস ও ৭ দিন আগে ১৭ জুন, ২০০৯ তারিখে আমি উইকিপিডিয়া যোগদান করি। একই দিনে কেট উইন্সলেট নিবন্ধটি শুরুর মাধ্যমে আমার সম্পাদনা যাত্রার সূচনা। আমার ব্যবহারকারী নম্বর ৬৬৩৬।
বর্তমানে আমি বাংলা উইকিপিডিয়ার একজন প্রশাসক ও ব্যুরোক্র্যাট (যাচাই করুন)। বাংলা উইকিপিডিয়া ছাড়াও আরও কিছু উইকিমিডিয়া প্রকল্পে আমি সক্রিয় ও কিছু অধিকার রাখি যা আপনি এখানে দেখতে পাবেন। আপনি যে-কোনো প্রয়োজনে আমার আলাপ পাতায় বার্তা রাখতে পারেন বা ব্যক্তিগত প্রয়োজনে আমাকে ই-মেইলও করতে পারেন। আমি ১টি বট পরিচালনা করি, তাই এটির কোনো সমস্যা বা নতুন কাজের অনুরোধ থাকলে তা আমার নজরে আনার জন্য আপনাকে স্বাগতম জানাই।
অনলাইনে উইকিমিডিয়ার বিভিন্ন প্রকল্পে সক্রিয়ভাবে অবদার রাখার পাশাপাশি আমি অফলাইনেও কাজ করে আসছি। উইকিমিডিয়া ফাউন্ডেশনের বাংলাদেশ চ্যাপ্টারের প্রতিষ্ঠার শুরু থেকেই আমি এর সাথে যুক্ত ও একজন প্রতিষ্ঠাতা সদস্য ও সাধারণ সম্পাদক। বর্তমানে আমি প্রতিষ্ঠানটির নির্বাহী কমিটির একজন সদস্য হিসেবে দায়িত্ব পালন করছি। এছাড়াও পূর্বে ২০১১–২০১৬ পর্যন্ত আমি প্রতিষ্ঠানটির সাধারণ সম্পাদক বা সেক্রেটারি হিসেবে এবং ২০২১–২১ মেয়াদে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি। আপনি যদি উইকিমিডিয়া বাংলাদেশের অফলাইন কার্যক্রমে সংযুক্ত হওয়ার মাধ্যমে বাংলা উইকিপিডিয়া ও বিভিন্ন উইকি প্রকল্পকে সমৃদ্ধ করতে কাজ করতে চান তাহলে আপনিও যোগ দিতে পারেন। এ বিষয়ে বিস্তারিত জানতে আমাকে ই-মেইল করতে পারেন।
আমার ব্যবহারকারী পাতাটি পরিদর্শনের জন্য আপনাকে ধন্যবাদ।
ভাষাগত দক্ষতা
আমার ভাষাগত দক্ষতা সম্পর্কে একটি ধারণ পাওয়া যাবে নিচের বক্সটি থেকে। ভাষার দক্ষতার মাত্রার অর্থ সম্পর্কে এখানে ধারণা পাওয়া যাবে।
কাজের পরিসংখ্যান
- বাংলা উইকিপিডিয়াতে আমার সম্পাদনা সংখ্যা ও অন্যান্য পরিসংখ্যান
- বাংলা উইকিপিডিয়াতে আমার শুরু করা নিবন্ধসমূহ
- বাংলা উইকিপিডিয়াতে আমার গৃহীত প্রশাসনিক অ্যাকশন সংখ্যা
- সকল উইকিমিডিয়া প্রকল্পের আমার সম্পাদনা সংখ্যা ও অন্যান্য পরিসংখ্যান
- সকল উইকিমিডিয়া প্রকল্পের আমার সম্পাদনার ইতিহাস
বহিঃসংযোগ