এসিএ–ভিডিসিএ ক্রিকেট স্টেডিয়াম
অবয়ব
(ড. ওয়াই. এস. রাজশেখর রেড্ডি এসিএ–ভিডিসিএ ক্রিকেট স্টেডিয়াম থেকে পুনর্নির্দেশিত)
স্টেডিয়ামের তথ্যাবলি | |
---|---|
অবস্থান | পিএম পালেম, বিশাখাপত্তনম, অন্ধ্রপ্রদেশ |
দেশ | ভারত |
প্রতিষ্ঠা | ২০০৩ |
ধারণক্ষমতা | ২৭,৫০০ |
স্বত্ত্বাধিকারী | অন্ধ্র প্রদেশ ক্রীড়া পর্ষদ |
পরিচালক | অন্ধ্র ক্রিকেট সংস্থা |
ভাড়াটে | ভারত জাতীয় ক্রিকেট দল |
প্রান্তসমূহ | |
Vizzy End DV Subba Rao End | |
আন্তর্জাতিক খেলার তথ্য | |
প্রথম পুরুষ টেস্ট | 17–21 November 2016: ভারত বনাম ইংল্যান্ড |
সর্বশেষ পুরুষ টেস্ট | 2–6 October 2019: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা |
প্রথম পুরুষ ওডিআই | 5 April 2004: ভারত বনাম পাকিস্তান |
সর্বশেষ পুরুষ ওডিআই | 19 March 2023: ভারত বনাম অস্ট্রেলিয়া |
প্রথম পুরুষ টি২০আই | 8 September 2012: ভারত বনাম নিউজিল্যান্ড |
সর্বশেষ পুরুষ টি২০আই | 14 June 2022: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা |
প্রথম নারী ওডিআই | 24 February 2010: ভারত বনাম ইংল্যান্ড |
সর্বশেষ নারী ওডিআই | 23 January 2014: ভারত বনাম শ্রীলঙ্কা |
প্রথম নারী টি২০আই | 18 March 2012: ভারত বনাম অস্ট্রেলিয়া |
সর্বশেষ নারী টি২০আই | 28 January 2014: ভারত বনাম শ্রীলঙ্কা |
19 March 2023 অনুযায়ী |
ডাঃ ওয়াই. এস. রাজশেখর রেড্ডি এসিএ-ভিডিসিএ ক্রিকেট স্টেডিয়াম (তেলুগু: డాక్టర్ వై ఎస్ రాజశేఖర రెడ్డి ACA-VDCA క్రికెట్ స్టేడియం) বিশাখাপত্তনম শহরে অবস্থিত একটি বহুমুখী স্টেডিয়াম। মূলত ক্রিকেট খেলার জন্য এটি ব্যবহৃত হয়।
উল্লেখযোগ্য ঘটনা
[সম্পাদনা]- ২০০৫ সালে প্রথম একদিবসীয় ম্যাচ হয় ভারত ও পাকিস্তানের মধ্যে। সেই ম্যাচে ভারত ৯ উইকেটে ৩৫৬ রান করে যা এই মাঠের সর্বোচ্চ দলগত স্কোর। মহেন্দ্র সিং ধোনি এই ম্যাচে ১২৩ বলে ১৪৮ রান করেন যা এই মাঠে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর।
- ২০১৬ সালে একদিবসীয় ম্যাচ হয় ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে। সেই ম্যাচে নিউজিলান্ড ৭৯ রান করে অলআউট যা এই মাঠের সর্বনিম্ন দলগত স্কোর। অমিত মিশ্র এই ম্যাচে ৫ উইকেট নেন যা এই মাঠে সেরা বোলিং পারফরমেন্স ।
ওডিআই পরিসংখ্যান
[সম্পাদনা]- ভারতের অন্যতম পয়া মাঠ হিসেবে এটি পরিচিত।
- ২টি ১০০ ও ২টি ৫০ উর্দ্ধ রান করে বিরাট কোহলি এই মাঠের সেরা ব্যাট্সমেন।
টি২০ আন্তর্জাতিক কীর্তি
[সম্পাদনা]এখনো অব্দি মাত্র ২টি ম্যাচ ভারতের বিরুদ্ধে এই মাঠে খেলা হয়েছে । একটি বাতিল হয় ও একটি জেতে ভারত।