বিষয়বস্তুতে চলুন

এসিএ–ভিডিসিএ ক্রিকেট স্টেডিয়াম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
এসিএ–ভিডিসিএ ক্রিকেট স্টেডিয়াম
স্টেডিয়ামের তথ্যাবলি
অবস্থানপিএম পালেম, বিশাখাপত্তনম, অন্ধ্রপ্রদেশ
দেশভারত
প্রতিষ্ঠা২০০৩
ধারণক্ষমতা২৭,৫০০
স্বত্ত্বাধিকারীঅন্ধ্র প্রদেশ ক্রীড়া পর্ষদ
পরিচালকঅন্ধ্র ক্রিকেট সংস্থা
ভাড়াটেভারত জাতীয় ক্রিকেট দল
প্রান্তসমূহ
Vizzy End
DV Subba Rao End
আন্তর্জাতিক খেলার তথ্য
প্রথম পুরুষ টেস্ট17–21 November 2016:
ভারত  বনাম  ইংল্যান্ড
সর্বশেষ পুরুষ টেস্ট2–6 October 2019:
ভারত  বনাম  দক্ষিণ আফ্রিকা
প্রথম পুরুষ ওডিআই5 April 2004:
ভারত  বনাম  পাকিস্তান
সর্বশেষ পুরুষ ওডিআই19 March 2023:
ভারত  বনাম  অস্ট্রেলিয়া
প্রথম পুরুষ টি২০আই8 September 2012:
ভারত  বনাম  নিউজিল্যান্ড
সর্বশেষ পুরুষ টি২০আই14 June 2022:
ভারত  বনাম  দক্ষিণ আফ্রিকা
প্রথম নারী ওডিআই24 February 2010:
ভারত  বনাম  ইংল্যান্ড
সর্বশেষ নারী ওডিআই23 January 2014:
ভারত  বনাম  শ্রীলঙ্কা
প্রথম নারী টি২০আই18 March 2012:
ভারত  বনাম  অস্ট্রেলিয়া
সর্বশেষ নারী টি২০আই28 January 2014:
ভারত  বনাম  শ্রীলঙ্কা
19 March 2023 অনুযায়ী

ডাঃ ওয়াই. এস. রাজশেখর রেড্ডি এসিএ-ভিডিসিএ ক্রিকেট স্টেডিয়াম (তেলুগু: డాక్టర్ వై ఎస్ రాజశేఖర రెడ్డి ACA-VDCA క్రికెట్ స్టేడియం) বিশাখাপত্তনম শহরে অবস্থিত একটি বহুমুখী স্টেডিয়াম। মূলত ক্রিকেট খেলার জন্য এটি ব্যবহৃত হয়।

উল্লেখযোগ্য ঘটনা

[সম্পাদনা]
  • ২০০৫ সালে প্রথম একদিবসীয় ম্যাচ হয় ভারত ও পাকিস্তানের মধ্যে। সেই ম্যাচে ভারত ৯ উইকেটে ৩৫৬ রান করে যা এই মাঠের সর্বোচ্চ দলগত স্কোর। মহেন্দ্র সিং ধোনি এই ম্যাচে ১২৩ বলে ১৪৮ রান করেন যা এই মাঠে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর।
  • ২০১৬ সালে একদিবসীয় ম্যাচ হয় ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে। সেই ম্যাচে নিউজিলান্ড ৭৯ রান করে অলআউট যা এই মাঠের সর্বনিম্ন দলগত স্কোর। অমিত মিশ্র এই ম্যাচে ৫ উইকেট নেন যা এই মাঠে সেরা বোলিং পারফরমেন্স ।

ওডিআই পরিসংখ্যান

[সম্পাদনা]
  • ভারতের অন্যতম পয়া মাঠ হিসেবে এটি পরিচিত।
  • ২টি ১০০ ও ২টি ৫০ উর্দ্ধ রান করে বিরাট কোহলি এই মাঠের সেরা ব্যাট্সমেন।

টি২০ আন্তর্জাতিক কীর্তি

[সম্পাদনা]

এখনো অব্দি মাত্র ২টি ম্যাচ ভারতের বিরুদ্ধে এই মাঠে খেলা হয়েছে । একটি বাতিল হয় ও একটি জেতে ভারত।

সমতুল্য ধারণ ক্ষমতা বিশিষ্ট মাঠ

[সম্পাদনা]