উইকিপিডিয়া:অধিকারের আবেদন/সফল/ফাইল স্থানান্তরকারী/২০২১

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

Owais Al Qarni[সম্পাদনা]

  • অনুরোধের অবস্থা:    সফল

উইকিতে আসার পর থেকে অনেক ফাইল আপলোড করেছি। নতুন দিকে আপলোডকৃত ফাইলগুলো চেক করে দেখলাম, এর মধ্যে অনেকগুলোর মধ্যে ভুলত্রুটি আছে। অধিকারটি পেলে আমি সহজে স্থানান্তর করতে পারব। যেমনঃ ছিদ্দিক আহমদ নিবন্ধের ছবির নাম অনেক বড় করে ফেলেছিলাম। তাছাড়া অন্যান্যদের ভুলগুলোও সংশোধনের সুযোগ পাব। - ওয়াইস আলাপ ২০:২০, ৩১ অক্টোবর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

 করা হয়েছে। ফাইল স্থানান্তরের পর দয়া করে সংযোগকারী পাতাসমূহ পরীক্ষা করে নতুন নামটি সেসব পাতাতে পরিবর্তনের অনুরোধ।~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৩:৫৪, ১৪ জানুয়ারি ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

Meghmollar2017[সম্পাদনা]

  • অনুরোধের অবস্থা:    সফল

নিবন্ধের শিরোনামের বানান সংশোধন বা স্থানান্তরের পর অনেক সময় সংশ্লিষ্ট চিত্রও স্থানান্তরের প্রয়োজন পড়ে। ব্যবহারকারীদের অনুরোধ কিংবা বার্তা প্রদানের পর অপেক্ষা অনেক সময় দীর্ঘায়িত হয়। এই অধিকারটি পেলে ভুল সংশোধন আরও দ্রুততর হবে এবং অন্য ব্যবহারকারীদের ওপর চাপ কমবে। আমি ফাইল স্থানান্তর সংশ্লিষ্ট নীতিমালাটি ভালো করে পড়েছি। উল্লেখ্য, আমার ব্যবহারকারী নামের সাথে স্বয়ংক্রিয় পরীক্ষণ ও নিরীক্ষক অধিকারটি যুক্ত আছে। — Meghmollar2017আলাপ০৬:১৭, ১৫ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

 করা হয়েছে। --মাসুম-আল-হাসান (আলাপ) ১৬:২৪, ১ মার্চ ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

MdsShakil[সম্পাদনা]

  • অনুরোধের অবস্থা:    সফল

অনেক সময় অসাবধানতাবশত ভুল শিরোনামে আপলোড করা ফাইল বা কোন নিবন্ধ স্থানান্তরের পর সংশ্লিষ্ট ফাইল স্থানান্তরের প্রয়োজন পড়ে, পুনঃনামকরণ ট্যাগ করার পরও অনেক সময় নামান্তর দীর্ঘায়িত হয়। এই কাজটি করার জন্য আমার এই অধিকারটি প্রয়োজন, নামান্তর সংশ্লিষ্ট নীতিমালাটি আমি পড়েছি —শাকিল হোসেন আলাপ ১৮:২৭, ১৮ এপ্রিল ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

 করা হয়েছে--মাসুম-আল-হাসান (আলাপ) ১৪:৩৯, ২৬ এপ্রিল ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

Mzz Tanmay[সম্পাদনা]

  • অনুরোধের অবস্থা:    সফল

আমি ছবি নিয়ে কাজ করতে ভালবাসি। এখন পর্যন্ত প্রায় ১০০+ ফাইল আপলোড করেছি। অনেক সময় অনিচ্ছাকৃতভাবে ভুল নামে ফাইল আপলোড হয়ে যায় এবং অনেক সময় নিবন্ধের নামও ভুল হয়ে যায়। নিবন্ধের নাম সহজেই স্থানান্তর করতে পারি। পরবর্তীতে নিবন্ধের সংযুক্ত ফাইলটি এবং অসাবধানতাবশত আপলোড করা ফাইলটির নাম পরিবর্তনের প্রয়োজন হয়। সেই ফাইলে {{মিডিয়া পুনঃনামকরণ}} টেমপ্লেট লাগিয়ে পুনঃনামকরণ করতে হয়। আমি নামান্তরের নীতিমালাটি পড়েছি। আমি মনে করি, এই অধিকারটি ছবির পুনঃনামকরণ কাজে আমাকে সাহায্য করবে এবং আমার কাজ আরও সহজ করবে। ~ তন্ময় (আলাপ) ০৫:০৬, ১১ মে ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

 করা হয়েছে -- Ashiq Shawon (আলাপ) ০৫:৪২, ১৫ মে ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

Aishik Rehman[সম্পাদনা]

  • অনুরোধের অবস্থা:    সফল

নিবন্ধ স্থানান্তরের পর (এটি আমার খুবই সাধারণ কাজ) ক্ষেত্রবিশেষে সংশ্লিষ্ট চিত্র/চিত্রগুলোকে ও স্থানান্তরের প্রয়োজন পড়ে, অধিকারটি পেলে কাজটি করা সহজতর হবে। আমি ফাইল স্থানান্তর সংশ্লিষ্ট নীতিমালাটি ভালো করে পড়েছি। উল্লেখ্য নিরীক্ষক অধিকারের সঙ্গে সংযুক্ত পাতা স্থানান্তর অধিকারটিও আমার বর্তমান রয়েছে। এছাড়া আমার অ্যাকাউন্টে রোলব্যাক, আইপি বাধা রহিত ও স্বয়ংক্রিয় পরীক্ষণ অধিকারগুলোও যুক্ত রয়েছে। -- Aishik Rehman (আলাপ) ১১:৫৮, ৯ আগস্ট ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

 করা হয়েছেআল রিয়াজ উদ্দীন (আলাপ) ১৩:২৯, ৯ আগস্ট ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

Yahya[সম্পাদনা]

  • অনুরোধের অবস্থা:    সফল

পাতা স্থানান্তর পরবর্তী পরিষ্করণ কাজে অনেক সময় ফাইল স্থানান্তর প্রয়োজন হয়। এছাড়া অনেক সময় নিজের আপলোড করা চিত্রের ভুল হয়ে যায়। তাই আমার এই অধিকার প্রয়োজন। কমন্সে আমার ফাইল স্থানান্তরকারী অধিকার আছে৷ সুতরাং, এসংক্রান্ত নীতিমালা সম্পর্কে আমার ভালো ধারণা আছে। উল্লেখ্য, আগেও একবার আবেদন করে ব্যক্তিগত ব্যস্ততায় উইকিতে সময় না দিতে পারায় প্রত্যাহার করেছিলাম। ধন্যবাদ। — ইয়াহিয়া (আলাপঅবদান) - ১১:৩৮, ১৬ আগস্ট ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

 করা হয়েছেআল রিয়াজ উদ্দীন (আলাপ) ১১:৪৫, ১৬ আগস্ট ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]