আলাপ:ইন্টারনেট

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: Ayushkalin কর্তৃক ১৫ ঘণ্টা আগে "নাম পরিবর্তন" অনুচ্ছেদে

নাম পরিবর্তন[সম্পাদনা]

প্রশাসকবৃন্দের কাছে আমার অনুরোধ যে এই পাতাটির নাম পরিবর্তন করে পাতার শিরনাম "আন্তর্জাল" করা হোক। আর এই সম্পর্কিত আরও প্রবন্ধাদি পড়তে অনুরোধ করছি! কোনও শব্দ আমরা যতদিন ব্যবহার শুরু না করব ততদিন সেটি প্রচলিত শব্দে পরিণত হবে না!!! পরমাণু আলাপ ০৮:৩৯, ১৭ মে ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

@আজিজ আপনার এই মন্তব্যটি দেখতে আমার প্রায় এক দশক দেরী হল, তবু আমিও সহমত। এটা এমনও না যে এই শব্দটা এক্কেবারে অপ্রচলিত, লিখিত প্রমিত ভাষায় এর ব্যবহার বহুল, এবং বিভিন্ন পত্রিকাতেও এই শব্দের স্থায়ী ব্যবহার দেখা যায়। তাছাড়া এই পাতার প্রথম শব্দটাই “অন্তর্জাল” কাজেই আমার মনে হয় শিরোনামটা স্থানান্তর করাটা বেশী মানানসই। Ayushkalin (আলাপ) ০৭:২৩, ১৪ মে ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
@MdsShakil ভাই এই বিষয়ে আপনার মতামত জানালে ভাল হত। Ayushkalin (আলাপ) ১৯:৫১, ১৪ মে ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
@Ayushkalin ইন্টারনেট অতি প্রচলিত একটি শব্দ এবং বর্তমানে বাংলা ভাষার অংশ হয়ে গেছে বলা যায়। এই নাম পরিবর্তনের প্রয়োজন দেখছি না। —শাকিল (আলাপ · অবদান) ২০:০৫, ১৪ মে ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
@MdsShakil ঠিক তেমনই অনেকে চীনা ভাষা বোঝাতে “চাইনিজ” বলে। যদি সেই যুক্তিতে চলা হয় তবে চীনা ভাষা পাতাটির নাম “চাইনিজ” রাখা উচিত ছিল। কিন্তু তা তো হয়নি, বরং বাংলা উইকিপিডিয়ায় বাংলা নামে শিরোনাম রাখা প্রাধান্য দেয়া হয়েছে। কাজেই আমার মনে হয় যে সেই অনুসারে “অন্তর্জাল” নামে স্থানান্তর করা বেশী মানানসই হবে। Ayushkalin (আলাপ) ০৯:১০, ১৫ মে ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
@MdsShakil বোধহয় যুক্তি প্রকাশ করাটাই আমার ভুল ছিল। যাইহোক, আপনার এই যুক্তির অনুসারে আমরা কি গণচীন পাতার নাম “চাইনা” তে স্থানান্তর করতে পারব? তাছাড়া তো ভারতও আছে, আমরা তা “ইন্ডিয়া” নামে স্থানান্তর করলে কেমন হয়? এগুলোও তো অতি প্রচলিত, বাংলা ভাষার অংশ হয়ে গেছে বলা যেতে পারে। Ayushkalin (আলাপ) ০২:৩৭, ১৬ মে ২০২৪ (ইউটিসি)উত্তর দিন