বিষয়বস্তুতে চলুন

আত্মসমর্পণ (সামরিক)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নাসরি রাজবংশ স্পেনের কাছে আত্মসমর্পণ করছে: বোবদিল ফার্দিনান্দ এবং ইসাবেলার নিকট গ্রানাডার চাবি হস্তান্তর করছেন।
দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে জাপানি যোদ্ধারা যুক্তরাষ্ট্রের কাছে আত্মসমর্পণ করছে
১৯৭১ সালের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতীয় সেনাবাহিনী ও বাংলাদেশের মুক্তিবাহিনীর সমন্বয়ে গঠিত মিত্র বাহিনীর বিজয়ের পর ১৬ ডিসেম্বর ১৯৭১-এ ঢাকায় পাকিস্তানি আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করছেন লে. জেনারেল এএকে নিয়াজী

সামরিক পরিভাষায়, আত্মসমর্পণ হলো অন্য শক্তির উপর ভূখণ্ড, যোদ্ধা, দুর্গ, জাহাজ বা অস্ত্রের নিয়ন্ত্রণ ত্যাগ করা।[] আত্মসমর্পণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হতে পারে অথবা এটি যুদ্ধে পরাজয়ের ফলাফল হিসেবেও হতে পারে। একটি সার্বভৌম রাষ্ট্র একটি যুদ্ধে পরাজয়ের পরে আত্মসমর্পণ করতে পারে। সাধারণত একটি শান্তি চুক্তি বা আত্মসমর্পণ চুক্তি স্বাক্ষর করে এই আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। যুদ্ধক্ষেত্রে আত্মসমর্পণ বলতে ব্যক্তি দ্বারা বা সামরিক কর্মকর্তাদের দ্বারা নিজ পক্ষকে যুদ্ধ না করার আদেশ করা হলে। সাধারণত আত্মসমর্পণকারীদের অপর পক্ষ দ্বারা যুদ্ধবন্দী হিসেবে আটক করা হয়।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Definition of SURRENDER"www.merriam-webster.com (ইংরেজি ভাষায়)। ২০২৪-০৭-৩১। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-০৯ 
  2. "Definition of SURRENDER"www.merriam-webster.com (ইংরেজি ভাষায়)। ২০২৪-০৭-৩১। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-০৯