বিষয়বস্তুতে চলুন

নাসরি রাজবংশ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নাসরি রাজবংশ

إمارة غرﻧﺎﻃﺔ
Imarat Gharnāṭah (আরবি)
১২৩৮–১৪৯২
গ্রানাডার জাতীয় পতাকা
পতাকা
গ্রানাডার জাতীয় মর্যাদাবাহী নকশা
জাতীয় মর্যাদাবাহী নকশা
নীতিবাক্য: ওয়া লা গালিবা ইল্লাল্লাহ
(আল্লাহ ছাড়া কোনো বিজয়ী নেই)
নাসরি রাজ্যের অঞ্চল
নাসরি রাজ্যের অঞ্চল
রাজধানীগ্রানাডা
প্রচলিত ভাষাআন্দালুসি আরবি মোজারাবিক, লাডিনো
ধর্ম
ইসলাম, রোমান ক্যাথলিক, ইহুদি
সরকাররাজতন্ত্র
সুলতান 
 ১২৩৮–১২৭৩
প্রথম মুহাম্মদ ইবনে নাসর
 ১৪৮৭–১৪৯২
দ্বাদশ মুহাম্মদ
ঐতিহাসিক যুগমধ্য যুগ
 প্রতিষ্ঠা
১২৩৮
১৪৯২
পূর্বসূরী
উত্তরসূরী
আলমোহাদ রাজবংশ
গ্রানাডা রাজ্য (ক্রাউন অব কাস্টিল)
বর্তমানে যার অংশ স্পেন
 জিব্রাল্টার

নাসরি রাজবংশ (আরবি: بنو نصر banū Naṣr) ছিল স্পেনের শেষ মুসলিম রাজবংশ। এই রাজবংশ ১২৩৮ থেকে ১৪৯২ খ্রিষ্টাব্দ পর্যন্ত গ্রানাডা আমিরাত শাসন করেছিল।[] ১২১২ সালে লাস নাভাস দ্য টোলোসার যুদ্ধে আলমোহাদ খিলাফতের পরাজয়ের পর নাসরি রাজবংশ ক্ষমতায় আরোহণ করে। প্রতিষ্ঠার পর থেকে ২৩ জন আমির গ্রানাডা শাসন করেছেন। শেষ শাসক দ্বাদশ মুহাম্মদ খ্রিষ্টান স্পেনীয় রাজ্য আরাগন ও কাস্তিলের কাছে আত্মসমর্পণ করেছিলেন। নাসরিদের শাসনামলে নির্মিত আলহাম্বরা প্রাসাদ এই সময়ের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন।

নাসরি সুলতানদের তালিকা

[সম্পাদনা]

নাসরি রাজবংশ পিতার দিক থেকে বনু খাজরাজ গোত্রের প্রধান ও এক সাহাবির বংশধর বলে দাবি করত।

গ্রানাডা আমিরাতের প্রতীক।

উত্তরাধিকারের লড়াই ও গৃহযুদ্ধ

[সম্পাদনা]

গ্রানাডা আমিরাতের উপর খ্রিষ্টানদের হামলার সময় নাসরিদের মধ্যে উত্তরাধিকার সংক্রান্ত বিষয়ে গৃহবিবাদ শুরু হয়। আবুল হাসান আলি তার ছেলে দ্বাদশ মুহাম্মদ কর্তৃক অপসারিত হওয়ার পর মালাগায় পিছু হটেন এবং প্রতিদ্বন্দ্বী পক্ষগুলোর মধ্যে গৃহবিবাদ শুরু হয়। খ্রিষ্টানরা এই সুযোগের সদ্বব্যবহার করে এবং মুসলিমদের শক্তঘাটিগুলো দখল করতে থাকে। দ্বাদশ মুহাম্মদ ১৪৮৩ সালে লুসেনায় খ্রিষ্টান বাহিনীর হাতে ধরা পড়েন। ফার্ডিনেন্ড ও ইসাবেলার সাথে মিত্রতার শপথ নেয়ার পর তাকে মুক্তি দেয়া হয়। আবুল হাসান আলি শেষপর্যন্ত পূর্ণভাবে ক্ষমতা ত্যাগ করলে দ্বাদশ মুহাম্মদের সাথে তার ভাই ত্রয়োদশ মুহাম্মদের সংঘর্ষ বাধে। দ্বিতীয় জন খ্রিষ্টানদের কাছে আত্মসমর্পণে বাধ্য হন। দ্বাদশ মুহাম্মদকে আলপুজারা পর্বতমালায় জায়গীর দেয়া হয়। পরে তিনি ইবেরিয়ান উপদ্বীপ ত্যাগের জন্য আর্থিক ক্ষতিপূরণ নেন।[]

বংশলতিকা

[সম্পাদনা]

নিচের বংশলতিকাটি নাসরি সুলতানদের পারস্পরিক সম্পর্ক প্রদর্শন করছে।[] এটি তাদের সাধারণ পূর্বপুরুষ ইউসুফ আল আহমার থেকে শুরু হয়েছে। নারীরা শাসন ক্ষমতায় না থাকায় এতে শুধু ছেলেদের অন্তর্ভুক্ত করা হয়েছে। শাসন নিয়ে প্রতিদ্বন্দ্বিতার সময়গুলোতে গ্রানাডা শহর ও আলহাম্বরা প্রাসাদ নিয়ন্ত্রণকারীকে সুলতানের মর্যাদা দেয়া হত।

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Miranda, Ambroxio Huici (১৯৭০)। "The Iberian Peninsula and Sicily"। Holt, P.M; Lambton, Ann K.S.; Lewis, Bernard (সম্পাদকগণ)। The Cambridge History of Islam। খণ্ড Vol. ২A। Cambridge University Press। {{বই উদ্ধৃতি}}: |খণ্ড=-এ অতিরিক্ত লেখা রয়েছে (সাহায্য); অবৈধ |সূত্র=harv (সাহায্য)
  2. Barton, Simon (২০০৯)। A History of Spain। London: Palgrave Macmillan। পৃ. ১০৪। আইএসবিএন ৯৭৮-০-২৩০-২০০১২-৮
  3. Lane-Poole, Stanley (১৮৯৪)। The Mohammedan Dynasties: Chronological and Genealogical Tables with Historical Introductions। Westminster: Archibald Constable and Company। পৃ. ২৯। ওসিএলসি 1199708

গ্রন্থপঞ্জি

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]