জমিদার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(Zamidar থেকে পুনর্নির্দেশিত)
জমিদার নবাব স্যার সলিমুল্লাহ

জমিদার প্রথা ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামলে প্রবর্তিত এক প্রকার ভূমি ব্যবস্থা। এর অধীনে অধিকাংশ এলাকাকে জমিদারিতে ভাগ করে বাৎসরিক খাজনা প্রদানকারী ভূস্বামীদের হাতে ছেড়ে দেয়া হয়। এসব ভূস্বামীরা জমিদার নামে পরিচিত ছিল। জমিদারেরা তাদের প্রজাদের কাছ থেকে ইচ্ছা মত কর আদায় করতে পারতো।

ভারত বিভাগের পর ১৯৫০ সাল ও নিকটবর্তী বছরগুলিতে ভারত, বাংলাদেশপাকিস্তানে এই প্রথা রদ করা হয়।