কেনেথ ওয়াল্টার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(Kenneth Walter থেকে পুনর্নির্দেশিত)
কেনেথ ওয়াল্টার
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামকেনেথ আলেকজান্ডার ওয়াল্টার
জন্ম৫ নভেম্বর, ১৯৩৯
জোহেন্সবার্গ, ট্রান্সভাল
মৃত্যু১৩ সেপ্টেম্বর, ২০০৩
স্যান্ডটন, জোহেন্সবার্গ
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনডানহাতি ফাস্ট
ভূমিকাবোলার
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক
(ক্যাপ ২১১)
৮ ডিসেম্বর ১৯৬১ বনাম নিউজিল্যান্ড
শেষ টেস্ট২৬ ডিসেম্বর ১৯৬১ বনাম নিউজিল্যান্ড
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট এফসি
ম্যাচ সংখ্যা ৫০
রানের সংখ্যা ১১ ৫৯৪
ব্যাটিং গড় ৩.৬৬ ১৩.৫০
১০০/৫০ ০/০ ০/১
সর্বোচ্চ রান ১০ ৫৫
বল করেছে ৪৯৫ -
উইকেট ২১৭
বোলিং গড় ৩২.৮৩ ২১.২২
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট
সেরা বোলিং ৪/৬৩ ৬/৪৫
ক্যাচ/স্ট্যাম্পিং ৩/- ৩৪/-
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ৬ সেপ্টেম্বর ২০২০

কেনেথ আলেকজান্ডার ওয়াল্টার (ইংরেজি: Kenneth Walter; জন্ম: ৫ নভেম্বর, ১৯৩৯ - মৃত্যু: ১৩ সেপ্টেম্বর, ২০০৩) ট্রান্সভাল প্রদেশের জোহেন্সবার্গ এলাকায় জন্মগ্রহণকারী দক্ষিণ আফ্রিকান আন্তর্জাতিক ক্রিকেটার ছিলেন। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৯৬০-এর দশকের সূচনালগ্নে অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের জন্যে দক্ষিণ আফ্রিকার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন।[১][২][৩]

ঘরোয়া প্রথম-শ্রেণীর দক্ষিণ আফ্রিকান ক্রিকেটে ট্রান্সভাল দলের প্রতিনিধিত্ব করেন। দলে তিনি মূলতঃ ডানহাতি ফাস্ট বোলার হিসেবে খেলতেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিং করতেন কেনেথ ওয়াল্টার

খেলোয়াড়ী জীবন[সম্পাদনা]

১৯৫৭-৫৮ মৌসুম থেকে ১৯৬৫-৬৬ মৌসুম পর্যন্ত কেনেথ ওয়াল্টারের প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান ছিল। প্রাণবন্তঃ উদ্বোধনী বোলার হিসেবে খেলায় অংশ নিতেন। ১৮ বছর বয়সে দূর্দান্তভাবে খেলার জগতে প্রবেশ করেন। ১৯৫৭-৫৮ মৌসুমে সফররত অস্ট্রেলীয় একাদশের বিপক্ষে মুখোমুখি হন। নিজস্ব পঞ্চম বলেই কলিন ম্যাকডোনাল্ডকে আউট করাসহ জিম বার্করিচি বেনোকে বিদেয় করেন তিনি।

সমগ্র খেলোয়াড়ী জীবনে দুইটিমাত্র টেস্টে অংশগ্রহণ করেছেন কেনেথ ওয়াল্টার। সবগুলো টেস্টই নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন তিনি। ৮ ডিসেম্বর, ১৯৬১ তারিখে ডারবানে সফরকারী নিউজিল্যান্ড দলের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তার। এরপর, ২৬ ডিসেম্বর, ১৯৬১ তারিখে জোহেন্সবার্গে একই দলের বিপক্ষে সর্বশেষ টেস্টে অংশ নেন তিনি।

১৯৬১-৬২ মৌসুমে সফরকারী নিউজিল্যান্ডের বিপক্ষে ডারবান টেস্টে কলিন ব্ল্যান্ডপিটার পোলকের সাথে তার একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। বেশ ভালোমানের খেলা উপহার দেন ও ৪/৬৩ লাভ করেন। কিন্তু, ওয়ান্ডারার্সে অনুষ্ঠিত নিজস্ব দ্বিতীয় টেস্টে তিনি আর একটিমাত্র উইকেটের সন্ধান পান। এরপর আর তাকে দলে রাখা হয়নি।

ব্যক্তিগত জীবন[সম্পাদনা]

ক্রিকেট খেলার পাশাপাশি গল্ফার হিসেবেও সুনাম ছিল তার। ১৯৭২ সালের প্রেসিডেন্টস কাপের শিরোপা জয় করেন তিনি। ১৩ সেপ্টেম্বর, ২০০৩ তারিখে ৬৩ বছর বয়সে জোহেন্সবার্গের স্যান্ডটন এলাকায় কেনেথ ওয়াল্টারের দেহাবসান ঘটে।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "South Africa – Players by Test cap"। ESPNCricinfo। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০২০ 
  2. "South Africa – Test Batting Averages"। ESPNCricinfo। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০২০ 
  3. "South Africa – Test Bowling Averages"। ESPNCricinfo। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০২০ 

আরও দেখুন[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]