দ্বীননাথ রামনারায়ণ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(Dinanath Ramnarine থেকে পুনর্নির্দেশিত)
দ্বীননাথ রামনারায়ণ
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামদ্বীননাথ রামনারায়ণ
জন্ম (1975-06-04) ৪ জুন ১৯৭৫ (বয়স ৪৮)
চাগুয়ানাস, ত্রিনিদাদ ও টোবাগো
ব্যাটিংয়ের ধরনবামহাতি
বোলিংয়ের ধরনলেগ-ব্রেক
ভূমিকাবোলার
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক
(ক্যাপ ২২১)
২৭ ফেব্রুয়ারি ১৯৯৮ বনাম ইংল্যান্ড
শেষ টেস্ট৭ ফেব্রুয়ারি ২০০২ বনাম পাকিস্তান
ওডিআই অভিষেক
(ক্যাপ ৮৩)
৬ জুন ১৯৯৭ বনাম শ্রীলঙ্কা
শেষ ওডিআই১২ মে ২০০১ বনাম দক্ষিণ আফ্রিকা
ঘরোয়া দলের তথ্য
বছরদল
১৯৯৩ - ২০০৪ত্রিনিদাদ ও টোবাগো
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট ওডিআই এফসি এলএ
ম্যাচ সংখ্যা ১২ ৬৮ ৪৯
রানের সংখ্যা ১০৬ ৭৭৩ ১৪৬
ব্যাটিং গড় ৬.২৩ ১.৬৬ ৯.৩১ ৬.৬৩
১০০/৫০ ০/০ ০/০ ০/০ ০/০
সর্বোচ্চ রান ৩৫* ৪৩ ২৫*
বল করেছে ৩,৪৯৫ ২০০ ১৫,৬৯৪ ২,৩৮৫
উইকেট ৪৫ ২৫২ ৭১
বোলিং গড় ৩০.৭৩ ৫৪.৬৬ ২৫.৬০ ২১.০০
ইনিংসে ৫ উইকেট ১২
ম্যাচে ১০ উইকেট
সেরা বোলিং ৫/৭৮ ২/৫২ ৬/৫৪ ৫/২৪
ক্যাচ/স্ট্যাম্পিং ৮/– ০/– ৪৩/– ৮/–
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ১৫ সেপ্টেম্বর ২০২০

দ্বীননাথ রামনারায়ণ (ইংরেজি: Dinanath Ramnarine; জন্ম: ৪ জুন, ১৯৭৫) চাগুয়ানাস এলাকায় জন্মগ্রহণকারী ত্রিনিদাদ ও টোবাগীয় বংশোদ্ভূত সাবেক ওয়েস্ট ইন্ডিয়ান আন্তর্জাতিক ক্রিকেটার। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৯৯০-এর দশকের সূচনালগ্ন থেকে ২০০০-এর দশকের সূচনালগ্ন পর্যন্ত সালে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন।[১][২][৩]

ঘরোয়া প্রথম-শ্রেণীর ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটে ত্রিনিদাদ ও টোবাগো দলের প্রতিনিধিত্ব করেন। দলে তিনি মূলতঃ লেগ-ব্রেক বোলিং করতেন। এছাড়াও, বামহাতে নিচেরসারিতে ব্যাটিং করতেন তিনি।

প্রথম-শ্রেণীর ক্রিকেট[সম্পাদনা]

১৯৯৩-৯৪ মৌসুম থেকে ২০০২-০৩ মৌসুম পর্যন্ত দ্বীননাথ রামনারায়ণের প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান ছিল। কিছুটা হঠাৎ আলোর ঝলকানীর ন্যায় তার খেলার জগতে আবির্ভাব ঘটে। তবে, গড়পড়তা ক্রীড়াশৈলী প্রদর্শনের পাশাপাশি দল নির্বাচকমণ্ডলী উপেক্ষার কারণে মাত্র ২৮ বছর বয়সে বেশ অনেক পূর্বেই খেলোয়াড়ী জীবন থেকে তাকে অবসর গ্রহণ করতে হয়। ত্রিনিদাদের পক্ষে ধারাবাহিকভাবে সুন্দর খেলা উপহার দিয়েছিলেন।

আন্তর্জাতিক ক্রিকেট[সম্পাদনা]

সমগ্র খেলোয়াড়ী জীবনে বারোটি টেস্ট ও চারটিমাত্র একদিনের আন্তর্জাতিকে অংশগ্রহণ করেছেন দ্বীননাথ রামনারায়ণ। ২৭ ফেব্রুয়ারি, ১৯৯৮ তারিখে জর্জটাউনে সফরকারী ইংল্যান্ড দলের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তার। ৭ ফেব্রুয়ারি, ২০০২ তারিখে শারজায় পাকিস্তান দলের বিপক্ষে সর্বশেষ টেস্টে অংশ নেন তিনি।

২০০১-০২ মৌসুমে পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলায় অংশ নেন। দলীয় অধিনায়ক কার্ল হুপারের সাথে মাঠে মতানৈক্যের পরিবেশ সৃষ্টি করেন। টেস্টে তার বোলিং গড়ে ৩০-এর কোটায় ছিল। অংশগ্রহণকৃত ১২ টেস্টে ৪৫ উইকেট দখল করেন। এ উইকেট প্রাপ্তির সাথে তুলনান্তে অন্য যে-কারোর সাথে বেশি উইকেট পেয়েছিলেন।

অবসর[সম্পাদনা]

ক্রিকেট খেলা থেকে থেকে অবসর গ্রহণের পর প্রশাসনের দিকে ঝুঁকে পড়েন। ব্যক্তিগত উন্নয়ন কার্যক্রম প্রতিষ্ঠা করে দেড় শতাধিক প্রথম-শ্রেণীর খেলোয়াড়ের আর্থিক সুবিধায় অংশ নেন। অবসর গ্রহণের পর ওয়েস্ট ইন্ডিজ প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের (ডব্লিউআইপিএ) সাথে যুক্ত থাকেন।

ফেডারেশন অব ইন্টারন্যাশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (ফিকা) পরিচালনা পরিষদের সদস্য তিনি। ২০০৭ সালে জুলিয়ান হান্টের আমন্ত্রণে ডব্লিউআইসিবি বোর্ডে দুই বছরের জন্যে অংশ নেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. List of West Indies Test Cricketers
  2. "West Indies – Test Batting Averages"। ESPNCricinfo। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০২০ 
  3. "West Indies – Test Bowling Averages"। ESPNCricinfo। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০২০ 

আরও দেখুন[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]