২০২১ জার্মানি ত্রিদেশীয় সিরিজ
২০২১ জার্মানি ত্রিদেশীয় সিরিজ | |||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
তারিখ | ৫ আগস্ট ২০২১ – ৮ আগস্ট ২০২১ | ||||||||||||||||||||||||||||
স্থান | জার্মানি | ||||||||||||||||||||||||||||
ফলাফল | জার্মানি টুর্নামেন্টে জয়ী | ||||||||||||||||||||||||||||
সিরিজ সেরা খেলোয়াড় | হরমনজোত সিং | ||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||
২০২১ জার্মানি ত্রিদেশীয় সিরিজ ছিল একটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ক্রিকেট টুর্নামেন্ট যেটি ২০২১ সালের আগস্ট মাসে জার্মানিতে অনুষ্ঠিত হয়।[১][২] টুর্নামেন্টটি ২০২১ সালের মে মাসে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল,[৩] কিন্তু কোভিড-১৯ মহামারির কারণে জার্মানিতে লকডাউন শুরু হওয়ার ফলে টুর্নামেন্টটি স্থগিত করা হয়।[৪]
টুর্নামেন্টটিতে স্বাগতিক জার্মানির সঙ্গে অংশগ্রহণ করে ফ্রান্স ও নরওয়ে।[৫] প্রাথমিকভাবে স্পেনের অংশগ্রহণে একটি চতুর্দেশীয় টুর্নামেন্ট আয়োজনের কথা থাকলেও ২০২১ সালের ২৮ জুলাই কোভিড-১৯ সংক্রান্ত সীমাবদ্ধতার কারণে স্পেন নিজেদের নাম প্রত্যাহার করে নেয়।[৬] টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ ক্রেফেল্ট শহরে জার্মান ক্রিকেট ফেডারেশন-এর জাতীয় ক্রিকেট পারফরম্যান্স কেন্দ্রের অন্তর্গত বায়ার উয়ারডিংগ্ন ক্রিকেট মাঠে অনুষ্ঠিত হয়।[৭] এ টুর্নামেন্টের ম্যাচগুলো ছিল জার্মানির মাটিতে অনুষ্ঠিত হওয়া প্রথম আনুষ্ঠানিক পুরুষ টি২০ আন্তর্জাতিক ম্যাচ।[৮] টুর্নামেন্টের ফাইনালে নরওয়েকে ৬ উইকেটে হারিয়ে বিজয়ী হয় জার্মানি।[৯]
দলীয় সদস্য
জার্মানি[১০] | নরওয়ে[১১] | ফ্রান্স |
---|---|---|
|
রাউন্ড-রবিন
পয়েন্ট তালিকা
অব | দল | খেলা | জ | হা | টাই | ফহ | পয়েন্ট | নে.রা.রে. |
---|---|---|---|---|---|---|---|---|
১ | জার্মানি | ৪ | ৩ | ১ | ০ | ০ | ৬ | +০.৮০৯ |
২ | নরওয়ে | ৪ | ২ | ২ | ০ | ০ | ৪ | +০.৩৬৫ |
৩ | ফ্রান্স | ৪ | ১ | ৩ | ০ | ০ | ২ | −১.১৬১ |
ফাইনালে উত্তীর্ণ
সূচি
ব
|
||
মোহাম্মদ শের সাহাক ৩০ (৩৩)
গোলাম আহমদি ৪/৫ (৪ ওভার) |
তালহা খান ১৬ (১২)
রাজা ইকবাল ২/১৪ (৪ ওভার) |
- জার্মানি টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- গোলাম আহমদি, ডিলান ব্লিগনট (জার্মানি), আহমদউল্লাহ শিনওয়ারি, উসমান আরিফ, কুরুগে আবেরত্ন, ফাইজান মমতাজ, বিনয় রবি, বিলাল সফদার ও মোহাম্মদ শের সাহাক (নরওয়ে)-এর টি২০আই অভিষেক হয়।
ব
|
||
সুবেনতিরন শান্তিরাকুমারন ৩৪ (৩৯)
রাজা ইকবাল ২/১৩ (৪ ওভার) |
- ফ্রান্স টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- ওয়াহিদউল্লাহ সাহাক, জুনায়েদ মাহমুদ, হাশির হোসেন (নরওয়ে), আলেস্তাঁ জনম্যারি, উসমান খান, উসমান শহিদ, জুবাইদ আহমেদ, দাউদ আহমদজাই, নোমান আমজাদ, ভির্ক মোহাম্মদ আলি, মোবাশের আশরাফ, রহমতউল্লাহ মংগল, সুবেনতিরন শান্তিরাকুমারন ও হেভিট জ্যাকসন (ফ্রান্স)-এর টি২০আই অভিষেক হয়।
ব
|
||
উসমান খান ২৫ (২৫)
ভেংকটরমণ গণেশন ২/১৫ (৪ ওভার) |
হরমনজোত সিং ৬৮* (৩৪)
উসমান শহিদ ৩/২৯ (৩.২ ওভার) |
- জার্মানি টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- বৃষ্টির কারণে ম্যাচটি ইনিংসপ্রতি ১৮ ওভারে খেলা হয়।
- বৃষ্টির কারণে জার্মানির লক্ষ্য ১৮ ওভারে ৯৪ নির্ধারণ করা হয়।
- ইসরার খান, নুরউদ্দিন মুজাদাদি (জার্মানি) ও মুস্তফা ওমর (ফ্রান্স)-এর টি২০আই অভিষেক হয়।
ব
|
||
বিজয়শংকর চিক্কানাইয়া ৮১* (৫৮)
উসমান শহিদ ১/২২ (৩ ওভার) |
ভির্ক মোহাম্মদ আলি ৫২* (৫১)
সাজিদ লিয়াকত ৩/৩৪ (৪ ওভার) |
- ফ্রান্স টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- আজমত আলি (জার্মানি), ইব্রাহিম জাবারখেল ও লিঙ্গেশ্বরন কানেসান (ফ্রান্স)-এর টি২০আই অভিষেক হয়।
ব
|
||
মোহাম্মদ শের সাহাক ২৯ (১৫)
উসমান খান ৩/২৮ (৪ ওভার) |
উসমান শহিদ ৬৪ (৫৫)
বিনয় রবি ২/২৩ (৪ ওভার) |
- ফ্রান্স টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
ব
|
||
ওয়াহিদউল্লাহ সাহাক ৫২ (৪৪)
আহমদশাহ আহমদজাই ২/২৪ (২ ওভার) |
হরমনেজাত সিং ৪৯ (৪০)
ওয়াহিদউল্লাহ সাহাক ২/২৪ (৪ ওভার) |
- জার্মানি টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- আহমদশাহ আহমদজাই ও হাসনাইন কবির (জার্মানি)-এর টি২০আই অভিষেক হয়।
ফাইনাল
ব
|
||
বিলাল সফদার ৩৭* (২৬)
সাজিদ লিয়াকত ৩/২৬ (৪ ওভার) |
বিজয়শংকর চিক্কানাইয়া ১৯ (১৫)
রাজা ইকবাল ১/১৪ (৩ ওভার) |
- নরওয়ে টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- বৃষ্টির কারণে জার্মানির লক্ষ্য ১৪ ওভারে ৯৪ নির্ধারণ করা হয়।
তথ্যসূত্র
- ↑ "More T20Is on the horizon in Europe"। ক্রিকেটইউরোপ (ইংরেজি ভাষায়)। ২৪ জুন ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ জুন ২০২১।
- ↑ "Planung für die 4 Nation T20i Serie der Männer steht" [৪ দেশীয় টি২০আই সিরিজের পরিকল্পনা এসে গেছে]। জার্মান ক্রিকেট ফেডারেশন (জার্মান ভাষায়)। সংগ্রহের তারিখ ২২ জুন ২০২১।
- ↑ "Germany set to host men's T20I quadrangular series"। ইমার্জিং ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০২১।
- ↑ "Germany Quadrangular T20I series postponed"। ইমার্জিং ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ মার্চ ২০২১।
- ↑ "Cricket España participar en el torneo con Alemania, Francia y Noruega" [জার্মানি, ফ্রান্স ও নরওয়ের সাথে টুর্নামেন্টে স্পেন অংশগ্রহণ করবে]। ক্রিকেট এস্পানিয়া (স্পেনীয় ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০২১।
- ↑ @Cricket_Germany (২৮ জুলাই ২০২১)। "Unfortunately COVID restrictions mean that Cricket Espana will not make it to Krefeld next week for our T20i tournament." (টুইট) – টুইটার-এর মাধ্যমে।
- ↑ "Norway and France head to Germany for T20I Tri-Series in August 2021"। জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০২১।
- ↑ "Spain national team heading to Germany"। ক্রিকেট এস্পানিয়া (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২১।
- ↑ "Global Game: Germany crowned T20I tri-series champions"। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ আগস্ট ২০২১।
- ↑ "DCB nominiert 16 Spieler für das T20i 4-Nation-Turnier" [ডেৎসেবে দ্বারা চতুর্দেশীয় টি২০আই টুর্নামেন্টের জন্য ১৬ জন খেলোয়াড় মনোনীত]। জার্মান ক্রিকেট ফেডারেশন (জার্মান ভাষায়)। সংগ্রহের তারিখ ২২ জুলাই ২০২১।
- ↑ "T20I quadrangular series in Germany"। নরওয়েজীয় ক্রিকেট ফেডারেশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০২১।