চেত্তিথোদি শামসুদ্দিন (মারাঠি: चेट्टीतोडी शमशुद्दीन; জন্ম: ২২ মার্চ, ১৯৭০) হায়দ্রাবাদে জন্মগ্রহণকারী ভারতের ক্রিকেট আম্পায়ার। ৬ অক্টোবর, ২০১২ তারিখে চেন্নাইয়ের চিপকে অবস্থিত এম. এ. চিদাম্বরম স্টেডিয়ামে অনুষ্ঠিত নর্থ জোন বনাম ওয়েস্ট জোনের মধ্যকার দিলীপ ট্রফির কোয়ার্টার-ফাইনালের মাধ্যমে প্রথম-শ্রেণীর ক্রিকেট খেলায় আম্পায়ার হিসেবে আত্মপ্রকাশ ঘটে তার।[১] আগস্ট, ২০১৩ তারিখে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের আন্তর্জাতিক আম্পায়ার তালিকায় তাকে থার্ড আম্পায়ার হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।[২]
|
---|
আম্পায়ার |
পাকতীন, দুরানী, শিনোয়ারী, সাফি,
ফ্রাই, ওয়ার্ড, মার্টেল*, উইলসন*, ক্রেইগ, সাম*, আবোদ*,
এনামুল হক, শরফুদ্দৌলা, আনিসুর রহমান*, মাসুদুর, সোহেল*, তানভীর*,
বেইলি, গফ*, রবিনসন*, ওয়ার্ফ*,
কুলকার্নি, অনিল চৌধুরী*, শামসুদ্দিন, নন্দন*, নিতিন*,
হথর্ন, ব্লাক, নেইল*, রেনল্ডস*
ওয়াকার, ফিল জোন্স*, নাইট, ব্রাউন, হেইগ*
এস রাজা, এ রাজা, শাহাব*, আসিফ*, রশীদ রিয়াজ*
ক্লোয়েত, জর্জ, হোল্ডস্টক*, বি জেলে*, এ পালেকের*
মার্টিনেজ, পল্লিয়াগুরুগে, উইমালাসিরি*, লি হান্নিবাল*
ব্রেদওয়েট*, ডুগুইড*,রেইফার*
চিরোম্বি, টিফিন, রাসেরে*, মাতিবিরি, চাবি*
|
---|
|