হাফিজাবাদ জেলা
Hafizabad ضلع حافظ آباد | |
---|---|
জেল | |
পাঞ্জাবের হাফিজাবাদ জেলার অবস্থান (কমলা দিয়ে চিহ্নিত করা হয়েছে )। | |
দেশ | পাকিস্তান |
প্রদেশ | পাঞ্জাব |
রাজধানী | হাফিজাবাদ |
আয়তন | |
• মোট | ২,৩৬৭ বর্গকিমি (৯১৪ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১৭)[১] | |
• মোট | ১১,৫৬,৯৫৭ |
• জনঘনত্ব | ৪৯০/বর্গকিমি (১,৩০০/বর্গমাইল) |
সময় অঞ্চল | পিএসটি (ইউটিসি+৫) |
তহসিলের সংখ্যা | ২ |
হাফিজাবাদ জেলা (পাঞ্জাবি এবং উর্দু: ضلع حافظ آباد ) পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে অবস্থিত একটি অন্যতম জেলা। ১৯৯৩ সালে হাফিজাবাদ একটি জেলা হিসেবে গঠিত হয়; পূর্বে এটি গুজরানওয়ালা জেলার একটি তহসিল ছিল। এটি পাঞ্জাবের কেন্দ্রীয় অঞ্চলে অবস্থিত এবং শিল্প উৎপাদনের দিক থেকে জেলাটি কৃষির পাশাপাশি চাউল শিল্পের জন্য পরিচিত। পাকিস্তান থেকে শীর্ষ ৫টি চাউল রপ্তানিকারক জেলার মধ্যে অন্যতম একটি জেলা হাফিজাবাদ। জেলাটির রাজধানী শহর হাফিজাবাদ রাজপুত কর্তৃক নির্মিত হয়েছিল, যেটি পাঞ্জাব প্রশাসনের শক্তিশালীকরণের জন্য সুপরিচিত।
জনসংখ্যার উপাত্ত
[সম্পাদনা]১৯৯৮ সালের আদমশুমারীর হিসাব অনুসারে, জেলাটির জনসংখ্যার ছিল প্রায় ৮৩২,৯৮০ জন এর মত, যার মধ্যে থেকে প্রায় ২৬.৭৩% শহুরে বসবাসকারী জনসংখ্যা ছিল।[২]
এখানকার জনসংখ্যার প্রায় ৯৭% মুসলিম, খ্রিস্টান ও কাদিয়ানি যথাক্রমে ২.৯% এবং বাকী ০.১% অন্যান্য ধর্মের। মাতৃভাষা হিসেবে ৯৮.৭% পাঞ্জাবি ভাষা ব্যবহার করে থাকে, এছাড়াও বাকী অন্যান্য ভাষার মধ্যে রয়েছে উর্দু (০.৯%), পশতু (০.৩%) এবং সরাইকি (০.১%)।[৩][৪]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "DISTRICT WISE CENSUS RESULTS CENSUS 2017" (পিডিএফ)। www.pbscensus.gov.pk। ২৯ আগস্ট ২০১৭ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ মার্চ ২০১৯।
- ↑ "Urban Resource Centre (1998 Census)"। ২০০৬-০৫-১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৩-০৮।
- ↑ Punjab Portal[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ 1998 District Census report of Hafizabad। Census publication। 100। Islamabad: Population Census Organization, Statistics Division, Government of Pakistan। ২০০০। পৃষ্ঠা 27। The term used by the census is "mother tongue", which is defined as the language of communication between parents and children.