বাহাওয়ালপুর জেলা

স্থানাঙ্ক: ২৮°৫০′ উত্তর ৭১°৪০′ পূর্ব / ২৮.৮৩৩° উত্তর ৭১.৬৬৭° পূর্ব / 28.833; 71.667
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বাহাওয়ালপুর
ضلع بَہاوَل پور
জেলা
পাঞ্জাবের বাহাওয়ালপুর জেলার মানচিত্র মেরু রং এ দেখান হয়েছে
পাঞ্জাবের বাহাওয়ালপুর জেলার মানচিত্র মেরু রং এ দেখান হয়েছে
দেশপাকিস্তান
প্রদেশপাঞ্জাব
কেন্দ্রস্থানবাহাওয়ালপুর
সরকার
 • এমএনএএসসৈয়দ আলী হাসান গিলানি (এনএ -১৮৩))
নাজিবউদ্দিন আভিসি (এনএ-১৮৪)
মুহাম্মদ বালিঘ উর রেহমান (এনএ-১৮৫)
রিয়াজ হোসেন পীরজাদা (এনএ-১৮৬)
তারিক বশির চীমা (এনএ-১৮৭)
আয়তন
 • মোট২৪,৮৩০ বর্গকিমি (৯,৫৯০ বর্গমাইল)
জনসংখ্যা (২০১৭)[১]
 • মোট৩৬,৬৮,১০৬
 • জনঘনত্ব১৫০/বর্গকিমি (৩৮০/বর্গমাইল)
সময় অঞ্চলপিকেটি (ইউটিসি+৫)
তহসিলের সংখ্যা
তহসিলবাহাওয়ালপুর
আহমেদপুর শারকিয়া
হাসিলপুর
খয়েরপুর তামিওয়ালি
জাজমান
ভাষাসরাইকি, পাঞ্জাবি এবং উর্দুু

বাহাওয়ালপুর জেলা (পাঞ্জাবী,উর্দু: ضلع بہاول پور‎‎) পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের একটি অন্যতম জেলা। এটির রাজধানী শহরের নাম হচ্ছে বাহাওয়ালপুর। ১৯৯৮ সালের আদমশুমারির হিসাব অনুসারে জেলাটির জনসংখ্যা ছিল প্রায় ২,৪৩৩,০৯১ জন এর মত, যার মধ্যে থেকে শহুরে জনসংখ্যা ছিল ২৭.০১%।[২] বাহাওয়ালপুর জেলাটি ২৪,৮৩০ বর্গ কিমি এলাকা জুড়ে গঠিত হয়েছে। জেলটিতে প্রায় দুই তৃতীয়াংশ (১৬,০০০ বর্গ কিমি) চোলিস্থান মরুভূমিতে ঢেকে রেখেছে; যেটি ভারতের থার মরুভূমি পর্যন্ত বিস্তার লাভ করেছে। জেলাটি তুলা উৎপাদনের একটি প্রধান এলাকা হিসেবে পরিচিত।

ভৌগোলিক অবস্থান অনুযায়ী জেলাটির দক্ষিণে পাঞ্জাব প্রদেশ, দক্ষিণ ও দক্ষিণপূর্ব বাহাওয়ালপুর জেলা, উত্তর-পূর্বে বাহাওয়ালনগর, বিহারী, লধরান ও মূলতান, পশ্চিমে রহিম ইয়ান খান এবং উত্তর-পশ্চিমে মুজাফফারগড় এর সীমানা।

প্রশাসন[সম্পাদনা]

জেলাটি প্রশাসনিকভাবে ৫টি তহসিল এবং ১০৭ ইউনিয়ন পরিষদ নিয়ে গঠিত হয়েছে:[৩]

তহসিলের নাম ইউনিয়ন পরিষদের সংখ্যা
আহমেদপুর শারকিয়া ৩১
বাহাওয়ালপুর ৩৬
হাসিলপুর ১৪
খয়েরপুর তামিওয়ালি
জাজমান ১৮
মোট ১০৭

জনসংখ্যার উপাত্ত[সম্পাদনা]

১৯৯৮ সালের আদমশুমারির হিসাব অনুযায়ী, জেলাটিতে ৬৪.৩% জনসংখ্যার মাতৃভাষা ছিল সারাইকি, এছাড়াও ২৮.৪% পাঞ্জাবি এবং ৫.৫% উর্দু ভাষায় কথা বলে থাকে।[৪][৫]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "DISTRICT WISE CENSUS RESULTS CENSUS 2017" (পিডিএফ)। www.pbscensus.gov.pk। ২৯ আগস্ট ২০১৭ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ মার্চ ২০১৯ 
  2. "Urban Resource Centre"। ২০০৬-০৫-১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৩-০৭ 
  3. "NRB: Local Government Elections"archive.is। ২০১২-০৮-০৫। Archived from the original on ২০১২-০৮-০৫। সংগ্রহের তারিখ ২০১৮-০৩-০১ 
  4. defined as the language for communication between parents and children
  5. 1998 District Census report of Bahawalpur। Census publication। 48। Islamabad: Population Census Organization, Statistics Division, Government of Pakistan। ১৯৯৯। পৃষ্ঠা 33। 

বহিঃসংযোগ[সম্পাদনা]