স্পোর্টিং ক্লাব ব্রাগা
পূর্ণ নাম | স্পোর্টিং ক্লাব ব্রাগা | ||
---|---|---|---|
ডাকনাম | ওস আর্সেবিস্পোস ওস আর্সেনালিস্তাস মিনহোতোস ওস গেরেইরোস দো মিনহো ব্রাগিস্তাস | ||
প্রতিষ্ঠিত | ১৯ জানুয়ারি ১৯২১ | ||
মাঠ | এস্তাদিও মুনিসিপাল দে ব্রাগা[১] | ||
ধারণক্ষমতা | ৩০,২৮৬ | ||
সভাপতি | আন্তোনিও সালভাদোর | ||
ম্যানেজার | কার্লোস কারভালিয়াল[২] | ||
লিগ | প্রিমেইরা লিগা | ||
২০১৯–২০ | ৩য় | ||
ওয়েবসাইট | ক্লাব ওয়েবসাইট | ||
| |||
স্পোর্টিং ক্লাব ব্রাগা (পর্তুগিজ উচ্চারণ: [ˈspɔɾtĩŋ ˈkluβ(ɨ) ðɨ ˈβɾaɣɐ], ইংরেজি: SC Braga; এছাড়াও স্পোর্তিং ক্লুবে দে ব্রাগা অথবা এসসি ব্রাগা নামে পরিচিত) হচ্ছে ব্রাগা ভিত্তিক একটি পর্তুগিজ পেশাদার ফুটবল ক্লাব।[৩] এই ক্লাবটি বর্তমানে পর্তুগালের শীর্ষ স্তরের ফুটবল লীগ প্রিমেইরা লিগায় খেলে। এই ক্লাবটি ১৯২১ সালের ১৯শে জানুয়ারি তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। এসসি ব্রাগা তাদের সকল হোম ম্যাচ ব্রাগার এস্তাদিও মুনিসিপাল দে ব্রাগায় খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ৩০,২৮৬। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন কার্লোস কারভালিয়াল এবং সভাপতির দায়িত্ব পালন করছেন আন্তোনিও সালভাদোর। ব্রাজিলীয় মধ্যমাঠের খেলোয়াড় ফ্রানসের্জিও বারবোসা এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।[৪]
ঘরোয়া ফুটবলে, এসসি ব্রাগা এপর্যন্ত ৬টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ২টি তাসা দা পর্তুগাল, ২টি তাসা দা লিগা এবং ২টি সেগুন্দা দিভিসাও শিরোপা রয়েছে। অন্যদিকে ইউরোপীয় এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায়, এপর্যন্ত ১টি শিরোপা জয়লাভ করেছে; যা হচ্ছে উয়েফা ইন্টারটোটো কাপ।
অর্জন
[সম্পাদনা]ঘরোয়া
[সম্পাদনা]- রানার-আপ (১): ২০০৯–১০
- বিজয়ী (২): ১৯৪৬–৪৭, ১৯৬৩–৬৪
ইউরোপীয়
[সম্পাদনা]- বিজয়ী (১): ২০০৮ (সরাসরি বিজয়ী)
- রানার-আপ (১): ২০১০–১১
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "স্টেডিয়াম"। ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০২০।
- ↑ "ম্যানেজার এবং অন্যান্য কর্মকর্তা"। ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০২০।
- ↑ "ক্লাবের অবস্থান"। ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০২০।
- ↑ "এসসি ব্রাগা: বর্তমান দল"। ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০২০।
- ↑ Upon the formation of the Liga de Honra (League of Honor), a new second level national league in 1990, the Portuguese Second Division became the third tier of Portuguese football.
বহিঃসংযোগ
[সম্পাদনা]- দাপ্তরিক ওয়েবসাইট (পর্তুগিজ)