বিষয়বস্তুতে চলুন

বোলোনিয়া ফুটবল ক্লাব ১৯০৯

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বোলোনিয়া
পূর্ণ নামবোলোনিয়া ফুটবল ক্লাব ১৯০৯ এস.পি.এ.
ডাকনামই রসোব্লু (লাল এবং নীল)
ই ভেলত্রি (তীক্ষ্ণদৃষ্টি)
ই ফেলসিনেই (ফেলসিনীয়)
ই পেত্রোনিয়ানি (পেত্রোনীয়)
প্রতিষ্ঠিত৩ অক্টোবর ১৯০৯; ১১৫ বছর আগে (1909-10-03)
(বোলোনিয়া ফুটবল ক্লাব হিসেবে)
মাঠস্তাদিও রেনাতো দাল'আরা
ধারণক্ষমতা৩৮,২৭৯
মালিকবিএফসি ১৯০৯ লাক্স এসপিভি এস.এ. (৯৯.৯৩%)
সভাপতিকানাডা জোই সাপুতো
প্রধান কোচযুগোস্লাভিয়া সমাজতান্ত্রিক যুক্তরাষ্ট্রীয় প্রজাতন্ত্র সিনিশা মিহায়লোভিচ
লিগসেরিয়ে আ
২০১৯–২০১২তম
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট
বর্তমান মৌসুম

বোলোনিয়া ফুটবল ক্লাব ১৯০৯ (সাধারণত বোলোনিয়া এফসি অথবা শুধুমাত্র বোলোনিয়া ইতালীয় উচ্চারণ: [boˈloɲɲa] নামে পরিচিত) হচ্ছে বোলোনিয়া ভিত্তিক একটি ইতালীয় পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে ইতালির শীর্ষ স্তরের ফুটবল লীগ সেরিয়ে আ-এ খেলে। এই ক্লাবটি ১৯০৯ সালের ৩রা অক্টোবর তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। বোলোনিয়া এফসি তাদের সকল হোম ম্যাচ বোলোনিয়ার স্তাদিও রেনাতো দাল'আরায় খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ৩৮,২৭৯। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন সিনিশা মিহায়লোভিচ এবং সভাপতির দায়িত্ব পালন করছেন জোই সাপুতো। ইতালীয় মধ্যমাঠের খেলোয়াড় আন্দ্রেয়া পোলি এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।

ঘরোয়া ফুটবলে, বোলোনিয়া এফসি এপর্যন্ত ৯টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ৭টি সেরিয়ে আ শিরোপা এবং ২টি কোপা ইতালিয়া শিরোপা রয়েছে। অন্যদিকে ইউরোপীয় এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায়, এপর্যন্ত ৬টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ৩টি মিত্রোপা কাপ শিরোপা, ১টি কুপ দে নেশন্স শিরোপা, ১টি উয়েফা ইন্টারটোটো কাপ শিরোপা এবং অ্যাঙ্গলো-ইতালীয় লীগ কাপ শিরোপা রয়েছে।

অর্জন

[সম্পাদনা]

ঘরোয়া

[সম্পাদনা]

সেরিয়ে আ

কোপা ইতালিয়া

আন্তর্জাতিক

[সম্পাদনা]

মিত্রোপা কাপ

  • চ্যাম্পিয়ন (৩): ১৯৩২, ১৯৩৪, ১৯৬১
  • রানার-আপ (২): ১৯৬২, ১৯৮৯

কুপ দে নেশন্স:

  • চ্যাম্পিয়ন (১): ১৯৩৭[]

উয়েফা ইন্টারটোটো কাপ

  • চ্যাম্পিয়ন (১): ১৯৯৮ (যৌথ বিজয়ী)

অ্যাঙ্গলো-ইতালীয় লীগ কাপ

  • চ্যাম্পিয়ন (১): ১৯৭০

অ্যাঙ্গলো-ইতালীয় কাপ

  • রানার-আপ (১): ১৯৭১

কাপ অফ দ্য আল্পস

  • রানার-আপ (১): ১৯৬৯

তথ্যসূত্র

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]