বোলোনিয়া ফুটবল ক্লাব ১৯০৯
পূর্ণ নাম | বোলোনিয়া ফুটবল ক্লাব ১৯০৯ এস.পি.এ. | |||
---|---|---|---|---|
ডাকনাম | ই রসোব্লু (লাল এবং নীল) ই ভেলত্রি (তীক্ষ্ণদৃষ্টি) ই ফেলসিনেই (ফেলসিনীয়) ই পেত্রোনিয়ানি (পেত্রোনীয়) | |||
প্রতিষ্ঠিত | ৩ অক্টোবর ১৯০৯ (বোলোনিয়া ফুটবল ক্লাব হিসেবে) | |||
মাঠ | স্তাদিও রেনাতো দাল'আরা | |||
ধারণক্ষমতা | ৩৮,২৭৯ | |||
মালিক | বিএফসি ১৯০৯ লাক্স এসপিভি এস.এ. (৯৯.৯৩%) | |||
সভাপতি | জোই সাপুতো | |||
প্রধান কোচ | সিনিশা মিহায়লোভিচ | |||
লিগ | সেরিয়ে আ | |||
২০১৯–২০ | ১২তম | |||
ওয়েবসাইট | ক্লাব ওয়েবসাইট | |||
| ||||
বোলোনিয়া ফুটবল ক্লাব ১৯০৯ (সাধারণত বোলোনিয়া এফসি অথবা শুধুমাত্র বোলোনিয়া ইতালীয় উচ্চারণ: [boˈloɲɲa] নামে পরিচিত) হচ্ছে বোলোনিয়া ভিত্তিক একটি ইতালীয় পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে ইতালির শীর্ষ স্তরের ফুটবল লীগ সেরিয়ে আ-এ খেলে। এই ক্লাবটি ১৯০৯ সালের ৩রা অক্টোবর তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। বোলোনিয়া এফসি তাদের সকল হোম ম্যাচ বোলোনিয়ার স্তাদিও রেনাতো দাল'আরায় খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ৩৮,২৭৯। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন সিনিশা মিহায়লোভিচ এবং সভাপতির দায়িত্ব পালন করছেন জোই সাপুতো। ইতালীয় মধ্যমাঠের খেলোয়াড় আন্দ্রেয়া পোলি এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।
ঘরোয়া ফুটবলে, বোলোনিয়া এফসি এপর্যন্ত ৯টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ৭টি সেরিয়ে আ শিরোপা এবং ২টি কোপা ইতালিয়া শিরোপা রয়েছে। অন্যদিকে ইউরোপীয় এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায়, এপর্যন্ত ৬টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ৩টি মিত্রোপা কাপ শিরোপা, ১টি কুপ দে নেশন্স শিরোপা, ১টি উয়েফা ইন্টারটোটো কাপ শিরোপা এবং অ্যাঙ্গলো-ইতালীয় লীগ কাপ শিরোপা রয়েছে।
অর্জন
[সম্পাদনা]ঘরোয়া
[সম্পাদনা]- চ্যাম্পিয়ন (৭): ১৯২৪–২৫, ১৯২৮–২৯, ১৯৩৫–৩৬, ১৯৩৬–৩৭, ১৯৩৮–৩৯, ১৯৪০–৪১, ১৯৬৩–৬৪
- রানার-আপ (৭): ১৯২০–২১, ১৯২৩–২৪, ১৯২৫–২৬, ১৯২৬–২৭, ১৯৩১–৩২, ১৯৩৯–৪০, ১৯৬৫–৬৬
আন্তর্জাতিক
[সম্পাদনা]কুপ দে নেশন্স:
- চ্যাম্পিয়ন (১): ১৯৩৭[১]
- চ্যাম্পিয়ন (১): ১৯৯৮ (যৌথ বিজয়ী)
- চ্যাম্পিয়ন (১): ১৯৭০
- রানার-আপ (১): ১৯৭১
- রানার-আপ (১): ১৯৬৯
তথ্যসূত্র
[সম্পাদনা]বহিঃসংযোগ
[সম্পাদনা]- দাপ্তরিক ওয়েবসাইট (ইতালীয়)