সরযূপরেন ব্রাহ্মণ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সরযূপরেন ব্রাহ্মণ
উল্লেখযোগ্য জনসংখ্যার অঞ্চল
উত্তরপ্রদেশমধ্যপ্রদেশপশ্চিমবঙ্গবিহারঝাড়খণ্ডমহারাষ্ট্রদিল্লি
ফিজিমরিশাসসুরিনামত্রিনিদাদ ও টোবাগোগায়ানা
ভাষা
প্রথম ভাষাসমূহ – হিন্দিঅবধিভোজপুরি
দ্বিতীয় ভাষাসমূহ – হিন্দুস্তানিমৈথিলী
ফিজি হিন্দিমৌরিশিয়ান ভোজপুরি • ক্যারিবিয়ান হিন্দুস্তানি • ইংরেজি
ধর্ম
হিন্দুধর্ম (১০০%)
সংশ্লিষ্ট জনগোষ্ঠী
কান্যকুব্জ ব্রাহ্মণজিঝোতিয় ব্রাহ্মণসনধ্য ব্রাহ্মণভূমিহর ব্রাহ্মণ

সরযূপরেন ব্রাহ্মণ বা সর্বর্য্য ব্রাহ্মণ বা সরযূপর ব্রাহ্মণ বা সরযূপরিয়া ব্রাহ্মণ হল উত্তর ভারতীয় ব্রাহ্মণ যারা সরযূ পূর্ব সমভূমিতে বসবাস করে। তারা শুধুমাত্র বেদ ও অন্যান্য ধর্মীয় গ্রন্থের গবেষণা ও বিশ্লেষণ, যজ্ঞ এবং অন্যান্য ধর্মীয় অনুশীলনে জড়িত। তারা দাতাদের জন্য পূজা করেনা, এবং পূজার বিনিময়ে দক্ষিণা গ্রহণ করেন না। তাই, তারা বেদ সম্বন্ধে জ্ঞানার্জন এবং হিতৈষীদের মাধ্যমে কোন উপায়ে উপকৃত হওয়ার পরিবর্তে কেবলমাত্র জ্ঞানের প্রসারে নিবেদিত বলে বিবেচিত।[১]

সরযূপরেনেরা সাধারণত উত্তরপ্রদেশ, বিহারমধ্যপ্রদেশ রাজ্যে বাস করে এবং তাদের উল্লেখযোগ্য পরিমাণ উত্তর প্রদেশের পূর্বাঞ্চলে কেন্দ্রীভূত হয় যা পূর্বাঞ্চল নামে পরিচিত। মরিশাসক্যারিবীয় এ সংখ্যালঘু সরযূপরেন সম্প্রদায় রয়েছে, যেখানে ভোজপুরি সাধারণভাবে কথ্য ভাষা।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Saraswati, Swami Sahajanand (২০০৩)। Swami Sahajanand Saraswati Rachnawali in Six volumes (in Volume 1)। Delhi: Prakashan Sansthan। পৃষ্ঠা 519 (at p 68–69) (Volume 1)। আইএসবিএন 81-7714-097-3