বিষয়বস্তুতে চলুন

লাবণ্য দাশগুপ্ত

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
লাবণ্য দাশগুপ্ত
জন্ম১৯০৩
মৃত্যু২১ ফেব্রুয়ারি, ১৯৮৪
(বর্তমান ভারত কলকাতার, সোদপুরে, ভারত)
নাগরিকত্বব্রিটিশ ভারত (১৯৪৭ সাল পর্যন্ত)
পাকিস্তান (১৯৬৪ সাল পর্যন্ত)
ভারত
পেশারাজনীতিবিদ
পরিচিতির কারণব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অগ্নিকন্যা
রাজনৈতিক দলভারতীয় জাতীয় কংগ্রেস
আন্দোলনব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলন
পিতা-মাতা
  • বসন্তকুমার মজুমদার (পিতা)
  • শরৎকামিনী দেবী (মাতা)

লাবণ্য দাশগুপ্ত (১৯০৩- ২১ ফেব্রুয়ারি, ১৯৮৪) ছিলেন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন একজন ব্যক্তিত্ব, বিপ্লবী নেত্রী এবং অগ্নিকন্যা।

পরিবার

[সম্পাদনা]

তিনি ১৯০৩ সালে বরিশাল জেলার পটুয়াখালীতে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম বসন্তকুমার মজুমদার ও মাতার নাম শরৎকামিনী দেবী। তাদের পরিবার বদান্যতার জন্য জনপ্রিয় ছিল।[] বাবার মৃত্যুর পরে ঢাকার বলধিয়া গ্রামে নানার বাড়িতে বাস শুরু করেন।

রাজনৈতিক জীবন

[সম্পাদনা]

নানার বাড়িতে থাকার সময় অতীন্দ্রনাথ সেনগুপ্ত ও লীলা নাগের সাথে পরিচয় হয়। ১৬ বছর বয়সে বিয়ে হয়ে যায়। কিন্তু ৬ মাসের মধ্যে বিধবা হয়ে নানার বাড়িতে ফিরে আসেন। এরপরে ১৯২৮ সালে লীলা নাগের স্কুলে ভর্তি হয়ে পড়াশুনা শুরু করেন এবং দেশের কাজে যোগ দেন।[] অল্প বয়সেই তিনি লীলা নাগের 'শ্রীসংঘ' নামক বিপ্লবী দলে যোগদান করেন। দশম শ্রেণীতে পড়া অবস্থায় ১৯৩৪ সালে দিনাজপুর এ গ্রেপ্তার হন। ১৯৪২ সালে আন্দলনেরর সময় আবার গ্রেপ্তার হন। ১৯৪৫ সালে মুক্তি পান।[]

মৃত্যু

[সম্পাদনা]

১৯৮৪ সালে ফেব্রুয়ারি মাসে কলকাতার নিকটবর্তী সোদপুরে তিনি মারা যান।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. কমলা দাশগুপ্ত (জানুয়ারি ২০১৫)। স্বাধীনতা সংগ্রামে বাংলার নারী, অগ্নিযুগ গ্রন্থমালা ৯কলকাতা: র‍্যাডিক্যাল ইম্প্রেশন। পৃষ্ঠা ১৬৫-১৬৭। আইএসবিএন 978-81-85459-82-0 
  2. বসু, অঞ্জলি (নভেম্বর ২০১৩)। বসু, অঞ্জলি; সেনগুপ্ত, সুবোধচন্দ্র, সম্পাদকগণ। সংসদ বাঙালি চরিতাভিধান (পঞ্চম সংস্করণ, দ্বিতীয় মুদ্রণ সংস্করণ)। কলকাতা: সাহিত্য সংসদ। পৃষ্ঠা ৬৮৪। আইএসবিএন 978-8179551356