রাজু বন গয়া জেন্টলম্যান
অবয়ব
এই নিবন্ধটিতে কোনো উৎস বা তথ্যসূত্র উদ্ধৃত করা হয়নি। |
রাজু বন গয়া জেন্টলম্যান | |
---|---|
পরিচালক | আজিজ মির্জা |
প্রযোজক | জি. পি. সিপ্পি |
রচয়িতা | মনোজ লালয়ানি |
শ্রেষ্ঠাংশে | শাহরুখ খান জুহি চাওলা নানা পাটেকর অমৃত সিং |
সুরকার | যতীন-ললিত |
চিত্রগ্রাহক | বিনোদ প্রধান |
সম্পাদক | জাভেদ সায়েদ |
পরিবেশক | সিপ্পি ফিল্মস |
মুক্তি | ১৩ নভেম্বর, ১৯৯২ |
দেশ | ভারত |
ভাষা | হিন্দি |
রাজু বন গয়া জেন্টলম্যান (হিন্দি: राजू बन गया जेन्टलमैन, অনুবাদ 'রাজু ভদ্রলোক হয়ে গেছে') হচ্ছে ১৯৯২ সালে মুক্তিপ্রাপ্ত একটি ভারতীয় হিন্দি ভাষার চলচ্চিত্র। চলচ্চিত্রটি পরিচালনা করেছিলেন আজিজ মির্জা। এটিতে অভিনয় করেছেন শাহরুখ খান, জুহি চাওলা, নানা পাটেকর ও অমৃত সিং। ছবিতে শাহরুখ রাজ মাথুর ভূমিকায় অভিনয় করেন, যিনি একজন তরুণ ইঞ্জিনিয়ারিং স্নাতক করে দার্জিলিং থেকে মুম্বই আসে একজন বড় ইঞ্জিনিয়ার হওয়ার প্রত্যাশায়। ছবিটি মুক্তি দেয়া হয় জুহি চাওলার ২৫তম জন্মদিনে।
শ্রেষ্ঠাংশে
[সম্পাদনা]- শাহরুখ খান - রাজ মাথুর (রাজু)
- জুহি চাওলা - রেনু
- অমৃতা সিং - স্বপ্না এল. ছাব্রিয়া
- নানা পাটেকর - জাই
- নভীন নিশ্চল - ছাব্রিয়া, স্বপ্না'র বাবা
- সমীর চিত্রে - দীপক মালহোত্রা