রাখাল পূজা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রাখাল পূজা

রাখাল পূজা আসাম-এর গোয়ালপাড়া অঞ্চলে প্রচলিত এক অনুষ্ঠান। উজনি আসাম-এর গরখীয়া সবাহ এবং নিম্ন আসাম-এর গোপাল সেবা একই কামনায় অনুষ্ঠিত হওয়া অনুষ্ঠান। গরুর রোগ হলে গোয়ালপাড়া অঞ্চলে পথারে বা গোহালিতে মাস-প্রসাদ এবং বিশেষ কলার নৈবেদ্য রাখাল বা গোরক্ষকদের দেয়া হয়। গোরক্ষক আশীর্বাদ দিয়ে সেই প্রসাদ গ্রহণ করলে গরুর অসুখ ভাল হয় বলে বিশ্বাস করা হয়। নিম্ন আসামে হলে গোহালিতে আরৈ চাউল, কলা, গাখীর এবং চেনি-এর গোপাল ভোগ গোরক্ষক শুরু করে। গোরক্ষকই আশীর্বাদ দেয়। উজনি আসামে গরু, মোষ, ছাগল হারালে বা অসুখ-বিসুখ হলে গোরক্ষক ছেলেকে চাতালে কলা এবং মাস-প্রসাদের নৈবেদ্য দেয়, জলপান করায় এবং কোনো কোনো ব্যক্তি ভোজও খাওয়ায়। গোরক্ষক নাম গেয়ে আশীর্বাদ দিয়ে গ্রহণ করে।[১]

প্রসঙ্গ গ্রন্থ[সম্পাদনা]

  1. অসমীয়া লোক সংস্কৃতি: নির্মলপ্রভা বরদলৈ, জানুয়ারি ২০০৮ সংস্করণ, পৃষ্ঠা-৮৪