মোহাম্মদ আল-সাহলাউই

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মোহাম্মদ আল-সাহলাউই
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম মোহাম্মদ ইব্রাহিম মোহাম্মদ আল-সাহলাউই
জন্ম (1987-01-10) ১০ জানুয়ারি ১৯৮৭ (বয়স ৩৭)
জন্ম স্থান হফুফ, সৌদি আরব
উচ্চতা ১.৮০ মিটার (৫ ফুট ১১ ইঞ্চি)
মাঠে অবস্থান আক্রমণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
আল-নাসর
জার্সি নম্বর ১০
যুব পর্যায়
২০০৩–২০০৫ আল-কাদিসিয়া
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০০৫–২০০৯ আল-কাদিসিয়া ৬৬ (৩১)
২০০৯– আল-নাসর ১৭৪ (১০২)
জাতীয় দল
২০০৬–২০০৭ সৌদি আরব অনূর্ধ্ব ২০ (৫)
২০০৭–২০০৮ সৌদি আরব অনূর্ধ্ব ২৩ ১১ (২)
২০১০– সৌদি আরব ৩৬ (২৮)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ৭ মার্চ ২০১৮ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ২৭ মার্চ ২০১৮ তারিখ অনুযায়ী সঠিক।

মোহাম্মদ ইব্রাহিম মোহাম্মদ আল-সাহলাউই (আরবি: محمد ابراهيم محمد السهلاوي; জন্ম: ১০ জানুয়ারি ১৯৮৭) হলেন সৌদি আরবের একজন ফুটবলার যিনি সৌদি পেশাদার লিগের ক্লাব আল-নাসর এবং সৌদি আরব জাতীয় দলের হয়ে একজন আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি ২০১৩–১৪ এবং ২০১৪–১৫ টানা দুই মৌসুমে বছরের সেরা সৌদি ফুটবলার পুরস্কার জয়লাভ করেছেন।

আন্তর্জাতিক ক্যারিয়ার[সম্পাদনা]

যুব[সম্পাদনা]

২০০৬ এএফসি যুব চ্যাম্পিয়নশিপে ইরান অনূর্ধ্ব ২০ দলের বিরুদ্ধে খেলায় ৫২ মিনিটে আল-সাহলাউই তার ক্যারিয়ারের প্রথম গোল করেন; উক্ত খেলাটি ২–২ গোলে ড্র হয়েছিল। একই আসরে মালয়েশিয়া অনূর্ধ্ব ২০ দলের বিপক্ষে খেলায় মাত্র ১৩ মিনিটে মধ্যে তিনি গোল করেন; সে খেলায় তার দল ২–০ গোলে জয়লাভ করে।

সিনিয়র[সম্পাদনা]

২০১৫ সালের ৩রা সেপ্টেম্বর তারিখে, ২০১৮ ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের এক ম্যাচে পূর্ব তিমুর জাতীয় দলের বিরুদ্ধে তিনি তার সিনিয়র ক্যারিয়ারের প্রথম হ্যাট্রিক করেন; উক্ত খেলায় তার দল ৭–০ গোলে জয়লাভ করে। অতঃপর ২০১৫ সালের ১৭ই নভেম্বরে অনুষ্ঠিত পূর্ব তিমুর জাতীয় দলের বিরুদ্ধে আরেক ম্যাচে, তিনি ৫ গোল করেন; যে খেলায় তার দল ১০–০ গোলে জয়লাভ করে।[১]

সম্মাননা[সম্পাদনা]

ক্লাব[সম্পাদনা]

আল-কাদিসিয়া
আল-নাসর

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "WORLD CUP QUALIFYING - AFC 3/9/2015 12:40*"ESPN FC। ৩ সেপ্টেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০১৫ 

বহিঃসংযোগ[সম্পাদনা]

টেমপ্লেট:সৌদি আরব দল ২০১৫ এএফসি এশিয়ান কাপ