ইয়াসির আল মোসাইলেম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ইয়াসির আল মোসাইলেম
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম ইয়াসির আব্দুল্লাহ আল মোসাইলেম
জন্ম (1984-02-27) ২৭ ফেব্রুয়ারি ১৯৮৪ (বয়স ৪০)
জন্ম স্থান আল-আহসা, সৌদি আরব
উচ্চতা ১.৮৭ মিটার (৬ ফুট + ইঞ্চি)
মাঠে অবস্থান গোলরক্ষক
ক্লাবের তথ্য
বর্তমান দল
আল-আহলি
জার্সি নম্বর
যুব পর্যায়
????–???? হাজের
????–২০০৫ আল-আহলি
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০০৫– আল-আহলি ২১৩ (০)
জাতীয় দল
২০০৭– সৌদি আরব ৩১ (০)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১২ জানুয়ারি ২০১৮ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ২৭ মার্চ ২০১৮ তারিখ অনুযায়ী সঠিক।

ইয়াসির আল মোসাইলেম (আরবি: ياسر المسيليم; জন্ম: ২৭ ফেব্রুয়ারি ১৯৮৪) হলেন একজন সৌদি ফুটবলার, যিনি সৌদি ক্লাব আল-আহলি এবং সৌদি আরব জাতীয় দলের হয়ে একজন গোলরক্ষক হিসেবে খেলেন।

ক্যারিয়ার[সম্পাদনা]

তরুণ আল-আহলি গোলরক্ষক ইয়াসির অভিজ্ঞ মাব্রুক জাইদ এবং মোহাম্মদ খুজার অনুপস্থিতিতে জাতীয় দল হতে ডাক পান। ২৩ বছর বয়সী এই গোলরক্ষক আল-আহলির হয়ে অসাধারণ খেলার মাধ্যমে সকলের নজর কাড়েন। দুটি সৌদি পেশাদার লিগ ট্রফি জয়ের পর তিনি হেলিও আঞ্জোসের দলে ডাক পান। তিনি ২০০৭ এএফসি এশিয়ান কাপে খেলার মাধ্যমে সৌদি আরব জাতীয় দলের হয়ে অভিষেক করেন।

২০০৭ সালে, তিনি তার দল আল-আহলিকে সৌদি ফেডারেশন কাপ এবং সৌদি ক্রাউন প্রিন্স কাপ জয়লাভ করতে সাহায্য করেন। তিনি আল নাসর এফসির বিরুদ্ধে জয়লাভ করে ২০০৮ সালে গালফ কাপ জয়লাভ করেন। ২০১১ এবং ২০১২ সালে, তিনি কিং কাপ অফ চ্যাম্পিয়ন্স জয়লাভ করতে সমর্থ হন।

সম্মাননা[সম্পাদনা]

ক্লাব[সম্পাদনা]

আন্তর্জাতিক[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]