মোনাকোর ভূগোল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সমগ্র মোনাকো রাজ্য

ভ্যাটিকান শহরের পরে মোনাকো বিশ্বের ২য় ক্ষুদ্রতম স্বাধীন রাষ্ট্র। এর মোট আয়তন ১.৯৫ বর্গকিমি, স্থলসীমান্তের দৈর্ঘ্য ৪.৪ কিমি এবং তটরেখার দৈর্ঘ্য মাত্র ৪.১ কিমি। দেশটি ভূমধ্যসাগরের তীরে, আজেল পর্বতের পাদদেশে অবস্থিত। পশ্চিমে রয়েছে ফ্রান্সের নিস শহর। ভূমধ্যসাগরের ভেতরে প্রায় ২২.২ কিমি পর্যন্ত মোনাকোর সমুদ্র সীমান্ত রয়েছে। দেশটির কোন প্রাকৃতিক সম্পদ নেই।