বিষয়বস্তুতে চলুন

মোনাকোর ভাষা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
একটি দ্বিভাষিক ফ্রেঞ্চ-মোনগাসাকের রাস্তার চিহ্ন

ফরাসি ভাষা মোনাকোর প্রধান ও একমাত্র সরকারি ভাষা। এখানকার প্রায় অর্ধেক লোক ফরাসি বংশোদ্ভূত বা ফ্রান্সের নাগরিক। মোনাকোতে মোনেগাস্ক নামের একটি স্থানীয় ভাষাতে ১৬% লোক কথা বলে। মোনেগাস্ক ভাষাটি মোনাকোর স্থানীয় মোনেগাস্ক জাতির লোকদের মুখের ভাষা; এটি একটি রোমান্স ভাষা, যা মূলত লিগুয়ারীয় ভাষার একটি উপভাষা। মোনাকোতে ইতালীয় ভাষাতেও ১৬% লোক কথা বলে।

মোনাকোতে বিশ্বের বহু দেশের নাগরিক বাস করে বলে এখানকার প্রায় এক-পঞ্চমাংশ লোক ফরাসি, মোনেগাস্ক ও ইতালীয় ভাষার বাইরে অন্যান্য বহু ভাষায় কথা বলে।

বহিঃসংযোগ

[সম্পাদনা]