এম হাফিজ উদ্দিন খান
এম. হাফিজ উদ্দিন খান | |
---|---|
বাংলাদেশের অর্থমন্ত্রী | |
কাজের মেয়াদ ১৬ জুলাই ২০০১ – ১০ অক্টোবর ২০০১[১] | |
পূর্বসূরী | শাহ এ. এম. এস. কিবরিয়া |
উত্তরসূরী | এম. সাইফুর রহমান |
ব্যক্তিগত বিবরণ | |
জাতীয়তা | বাংলাদেশী |
প্রাক্তন শিক্ষার্থী | ঢাকা বিশ্ববিদ্যালয় বার্মিংহাম বিশ্ববিদ্যালয় |
পেশা | অর্থনীতিবিদ, মানবাধিকার কর্মী ও রাজনৈতিক বিশ্লেষক |
ধর্ম | ইসলাম |
এম হাফিজ উদ্দিন খান বাংলাদেশের একজন বিশিষ্ট অর্থনীতিবিদ এবং সমাজ সংস্কারক। তিনি তত্ত্বাবধায়ক সরকারের শাসনামলে উপদেষ্টা পরিষদের সদস্য হিসাবে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।[২][৩]
শিক্ষা জীবন
[সম্পাদনা]এম হাফিজ উদ্দিন খান ১৯৬০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে বি.এ (সম্মান) এবং ১৯৬১ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি বার্মিংহাম বিশ্ববিদ্যালয় থেকে ডেভেলপমেন্ট ফাইন্যান্সের উপর ডিপ্লোমা সম্পন্ন করেন।[৪]
কর্ম জীবন
[সম্পাদনা]হাফিজ উদ্দিন ১৯৬৪ সালে পাকিস্তান সিভিল সার্ভিসে যোগ দেন। ১৯৭৭ সালে বাংলাদেশ সরকার তাকে সিনিয়র সার্ভিস পুলে স্থানান্তর করে। ১৯৯৬ সালে তিনি বাংলাদেশের ৬ষ্ঠ মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক নিযুক্ত হন। দীর্ঘ ৩৫ বছর সরকারি চাকরি শেষে ১৯৯৯ সালের ৭ আগস্ট তিনি অবসর গ্রহণ করেন। এছাড়াও তিনি বেসিক ব্যাংক লিমিটেড ও রূপালী ব্যাংকের পরিচালক হিসেবে এবং অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।[৫]
২০০১ সালের ১৬ জুলাই থেকে ১০ অক্টোবর পর্যন্ত তিনি তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে অর্থ, পরিকল্পনা, এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।[১][৬] বর্তমানে তিনি মাইডাস ফাইন্যান্সিং লিমিটেডের পরিচালক হিসেবে কর্মরত আছেন।[৪]
সামাজিক কর্মকাণ্ড
[সম্পাদনা]হাফিজ উদ্দিন খান সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি পদে অধিষ্ঠিত আছেন।[৭] এছাড়াও তিনি আঞ্জুমান মফিদুল ইসলাম নামক জনকল্যাণমূলক সংস্থার একজন ট্রাস্টি[৮] এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের সাবেক চেয়ারম্যান ও ট্রাস্টি।[৯]
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ "সাবেক মন্ত্রী/প্রতিমন্ত্রী/উপদেষ্টাগণের তালিকা"। পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ। সংগ্রহের তারিখ ১৪ অক্টোবর ২০২০।
- ↑ "Hafizuddin Khan equates Bangladesh politics with Orwell's 'Animal Farm'"। Dhaka Tribune। ৫ মার্চ ২০১৮। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৯।
- ↑ "It's an electoral dictatorship: Hafizuddin Khan"। Prothom Alo। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৯।
- ↑ ক খ "Board of Directors"। mfl.com.bd। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৯।
- ↑ "Profile - Mr. M. Hafizuddin Khan"। www.tritiyomatra.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-১০-১৪।
- ↑ Rahman, Syedur (২০১০-০৪-২৭)। Historical Dictionary of Bangladesh (ইংরেজি ভাষায়)। Scarecrow Press। আইএসবিএন 978-0-8108-7453-4।
- ↑ "কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি"। সুজন সুশাসনের জন্য নাগরিক (ইংরেজি ভাষায়)। ২০১৩-০১-০৬। সংগ্রহের তারিখ ২০২০-১০-১৪।
- ↑ "Anjuman Mufidul Islam"। www.anjumanmibd.org। ২০২০-০৭-১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-১০-১৪।
- ↑ "সুপ্রিম কোর্টের চা-চক্রে টিআইবি কর্মকর্তারা"। banglanews24.com। সংগ্রহের তারিখ ২০২০-১০-১৪।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- "এম. হাফিজ উদ্দিন খান"। মাইডাস ফাইন্যান্সিং লিমিটেড। সংগ্রহের তারিখ ১৪ অক্টোবর ২০২০।