মাহমুদ শাহ দুররানি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মাহমুদ শাহ দুররানি
محمود شاه درانی
আফগানিস্তানের বাদশাহ
চতুর্থ দুররানি শাসক মাহমুদ শাহ দুররানি
রাজত্বদুররানি সাম্রাজ্য: ১৮০১–১৮০৩, ১৮০৯–১৮১৮
পূর্বসূরিজামান শাহ দুররানি
উত্তরসূরিশুজা শাহ দুররানি
জন্ম১৭৬৯
মৃত্যু১৮ এপ্রিল ১৮২৯
পূর্ণ নাম
মাহমুদ শাহ দুররানি
রাজবংশদুররানি রাজবংশ
পিতাতিমুর শাহ দুররানি

মাহমুদ শাহ দুররানি (১৭৬৯ – ১৮ এপ্রিল ১৮২৯; পশতু, ফার্সি, উর্দু, আরবি: محمود شاہ درانی) ছিলেন দুররানি শাসক। ১৮০১ থেকে ১৮০৩ খ্রিষ্টাব্দ এবং ১৮০৯ থেকে ১৮১৮ খ্রিষ্টাব্দ পর্যন্ত তিনি শাসন করেছেন। তিনি তিমুর শাহ দুররানির পুত্র ও আহমদ শাহ দুররানির নাতি ছিলেন। মাহমুদ শাহ জাতিগতদিক থেকে পশতুনদের দুররানি উপগোত্র পুপালজাইয়ের সাদুজাই শাখার সদস্য ছিলেন।

প্রথম ও দ্বিতীয় দফা শাসন ও ক্ষমতাচ্যুতি[সম্পাদনা]

মাহমুদ শাহ দুররানি তার পূর্বসূরি জামান শাহ দুররানির সৎ ভাই ছিলেন। ১৮০১ খ্রিষ্টাব্দের ২৫ জুলাই জামান শাহ ক্ষমতাচ্যুত হন। এরপর মাহমুদ শাহ ক্ষমতা লাভ করেন। [১] ১৮০৩ খ্রিষ্টাব্দে তিনি ক্ষমতাচ্যুত হন। ১৮০৯ খ্রিষ্টাব্দে পুনরায় ক্ষমতা লাভ করলেও ১৮১৮ খ্রিষ্টাব্দে তিনি আবার ক্ষমতাচ্যুত হন। এর আগে মাহমুদ শাহকে তার পিতা ৮ বছর বয়সে হেরাত শাসনের জন্য মনোনীত করেছিলেন। [২]

মৃত্যু[সম্পাদনা]

১৮২৯ খ্রিষ্টাব্দে মাহমুদ শাহ দুররানি মারা যান।

বংশলতিকা[সম্পাদনা]

 
আহমদ শাহ দুররানি
জীবনকাল: ১৭২৩–১৭৭৩
শাসনকাল: ১৭৪৭–১৭৭৩
 
 
 
 
তিমুর শাহ দুররানি
জীবনকাল: ১৭৪৮–১৭৯৩
শাসনকাল: ১৭৭২–১৭৯৩
 
 
 
 
মাহমুদ শাহ দুররানি
জীবনকাল: ১৭৬৯–১৮০৩
শাসনকাল: ১৮০১–১৮০৩,
১৮০৯–১৮১৮
 
 
 
 
শাহজাদা কামরান দুররানি
১৭৮৯–১৮৪০
 
 
 
 
শাহজাদা বিসমিল্লাহ দুররানি
১৮১০–১৮৭৩
 
 
 
 
শাহজাদা রশিদ খান দুররানি
১৮৩২–১৮৮০
 
 
 
 
শাহজাদা আলিজাহ নিদা দুররানি
১৮৫৫–১৯২৬
 
 
 
 
শাহজাদা মুহাম্মদ আবদুর রহিম দুররানি
১৮৭৭–১৯৪৫
 
 
 
 
শাহজাদা আবদুল হাবিব খান দুররানি
১৮৯৯–১৯২০
 
 
 
 
শাহজাদা রেহমাতউল্লাহ খান সাদুজাই দুররানি
১৯১৯–১৯৯২
 
 
 
 
হায়াতউল্লাহ খান দুররানি
জন্ম: ১৯৬৪
 
 
 
 
মুহাম্মদ আবুবকর দুররানি


আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "SBP MUSEUM & ART GALLERY"www.sbp.org.pk। সংগ্রহের তারিখ ২০২২-০১-১২ 
  2. Noelle-Karimi 2014, পৃ. 127।

বহিঃসংযোগ[সম্পাদনা]

রাজত্বকাল শিরোনাম
পূর্বসূরী
জামান শাহ দুররানি
আফগানিস্তানের আমির
১৮০১–১৮০৩
উত্তরসূরী
শুজা শাহ দুররানি
পূর্বসূরী
শুজা শাহ দুররানি
আফগানিস্তানের আমির
১৮০৯–১৮১৮
উত্তরসূরী
আলি শাহ দুররানি