মাসউদি
মুসলিম পণ্ডিত আবুল হাসান আলী ইবনুল হুসাইন মাসউদি | |
---|---|
![]() মাসউদির ভাস্কর্য | |
উপাধি | মাসউদি |
জন্ম | ২৮২-২৮৩ হিজরি/ ৮৯৬ খৃষ্টাব্দ, বাগদাদ |
মৃত্যু | জুমা উল-সানি, ৩৪৫ হিজরি/ সেপ্টেম্বর ৯৫৬ খৃষ্টাব্দ, মিশর |
যুগ | ইসলামি স্বর্ণযুগ |
মূল আগ্রহ | ইতিহাস এবং ভূগোল |
লক্ষণীয় কাজ | মুরুযুয যাবাব ওয়া মাআ'দিনুয যওহার (“স্বর্ণ উপত্যকা এবং রত্নগিরি ”) আত-তাম্বীহ ওয়াল-ইশরাফ ("সতর্কবাণী এবং পর্যালোচনা") |
আবুল হাসান আলি ইবনুল হুসাইন ইবনে আলি মাসউদি (আরবি: أبو الحسن علي بن الحسين بن علي المسعودي অনুবাদ: আবু আল-হাসান ʿআলী ইবন আল-হুসেন ইবনে ʿআলী আল-মাসʿউদি) (জন্ম ৮৯৬ খ্রিষ্টাব্দ, বাগদাদ, মৃত্যু সেপ্টেম্বর ৯৫৬ খ্রিষ্টাব্দ, কায়রো, মিশর), ছিলেন একজন মুসলিম পরিব্রাজক,ইতিহাসবিদ এবং ভূগোলবিদ। তাকে অনেক সময় আরবের হেরোডোটাস হিসেবে উল্লেখ করা হয়।[১][২]
ভূগোলশাস্ত্রে অবদান[সম্পাদনা]
আল-মাসুদী তার ঐতিহাসিক 'ভূগোল বিশ্বকোষ' -এ তাঁর অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি পৃথিবীর মানচিত্র অঙ্কন করেন। পৃথিবীর আকার,আয়তন, গতি ও প্রধান প্রধান বিভাগগুলোর বিবরণ দেন। ভারত মহাসাগর, পারস্য সাগর, আরব সাগরের ঝড়ের অবস্থার কথা তিনি উল্লেখ করেন। ৯৫৫ খ্রিস্টাব্দে তিনি ভূকম্পন বিষয়ে একটি প্রবন্ধ লিখেন।[৩]
মৃত্যু[সম্পাদনা]
আল-মাসুদী ৯৫৬ খ্রিস্টাব্দে মিশরে মৃত্যুবরণ করেন।
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "Al Masudi"। History of Islam।
- ↑ Ter-Ghevondyan, Aram N. (১৯৬৫)। Արաբական Ամիրայությունները Բագրատունյաց Հայաստանում (The Arab Emirates in Bagratuni Armenia) (আর্মেনিয় ভাষায়)। Yerevan, Armenian SSR: Armenian Academy of Sciences। পৃষ্ঠা 15।
- ↑ (ইসলাম ও নৈতিক শিক্ষা, নবম-দশম শ্রেণি, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, বাংলাদেশ)