বিষয়বস্তুতে চলুন

মারিয়া আহমেদ দিদি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মারিয়া আহমেদ দিদি
މާރިޔާ އަހްމަދު ދީދީ
প্রতিরক্ষা মন্ত্রী
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
১৭ই নভেম্বর ২০১৮
রাষ্ট্রপতিইব্রাহিম মোহাম্মদ সলিহ
পূর্বসূরীআদম শরীফ
মাচ্চানগোলহী উত্তর নির্বাচনী এলাকা
কাজের মেয়াদ
৯ই মে ২০০৯ – ১৭ই নভেম্বর ২০১৮
পূর্বসূরীঅফিস প্রতিষ্ঠিত
উত্তরসূরীখালি
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1963-08-18) ১৮ আগস্ট ১৯৬৩ (বয়স ৬১)
জাতীয়তামালদিভিয়ান
রাজনৈতিক দলমালদিভিয়ান ডেমোক্রেটিক পার্টি
সন্তান১ মেয়ে, ২ ছেলে

মারিয়া আহমেদ দিদি হচ্ছেন একজন মালদ্বীপের সংসদ সদস্য এবং একজন নারী অধিকার কর্মী। তিনি যুক্তরাজ্য থেকে তার আইন ডিগ্রী অর্জন করেন এবং মালদ্বীপের প্রথম যোগ্যতাসম্পন্ন মহিলা আইনজীবী হন। নভেম্বরে ২০০৫-এ তিনি একজন সংসদ সদস্য নির্বাচিত হন, কিন্তু বিরোধী দলের সাথে যোগ দেন। তিনি মার্চ ২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত মালদ্বীপের ডেমোক্রেটিক পার্টির সভাপতি ছিলেন।

মে ২০০৯ থেকে নভেম্বর ২০১৮ পর্যন্ত তিনি মাচ্চানগোলহী উত্তর নির্বাচনী এলাকা থেকে চারবারের মজলিস সদস্য ছিলেন।

প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহ কর্তৃক নিয়োগের পর ১৭ই নভেম্বর ২০১৮ সালে তিনি মালদ্বীপের প্রথম মহিলা প্রতিরক্ষামন্ত্রী হন। ১৮ই নভেম্বর ২০১৮-এ মারিয়া আহমেদ দিদি মালদ্বীপের জাতীয় প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের সাথে নতুন প্রতিরক্ষা মন্ত্রী হিসাবে তার প্রথম সরকারি বৈঠক করেন।

রাজনৈতিক কর্মজীবন

[সম্পাদনা]

মার্চ ২০০৬-এ, গভীর রাতের বেলায় তার বাড়ি থেকে একজন মহিলা অধিকার কর্মীকে পুলিশ গ্রেফতার করলে তার প্রতিক্রিয়ায়, দিদি মালদ্বীপের প্রথম নারী অধিকার সমাবেশ সংগঠিত করেন।[] তার প্রচেষ্টার বিরোধীরা তার দিকে তেলের ব্যাগ ছুড়ে মারে এবং রাস্তা থেকে তার মোটরবাইক নিয়ে চলে যায়, কিন্তু সমাবেশ পরিকল্পনা অনুযায়ী চলেছিল।[] ২০০৭-এ তিনি আন্তর্জাতিক সাহসী নারী পুরস্কার লাভ করেন।[]

২০১২ সালের ফেব্রুয়ারিতে সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ নাশিদের বিতর্কিত বহিষ্কারের প্রতিবাদ করলে তাকে মারধর করে গ্রেফতার করা হয়।[] তিনি যখন একটি দোকানে ছিলেন, তার মুখের মধ্যে আঘাত করা হয় এবং তাকে দূরে টেনে নিয়ে আসা হয়। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হামলার অভিযোগে অভিযুক্ত হন।[] এক সাক্ষাৎকারে তিনি বলেন, মালদ্বীপের উপর ভারত আক্রমণ করতে পারে যা মালদিভিয়ানদের মধ্যে বিতর্কের সৃষ্টি করে, লোকেরা তার পদত্যাগ দাবি করেছিল।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; autogenerated2 নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  2. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; autogenerated1 নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  3. "Maldives Royal Family Official Website: Mariya Didi"। ২৭ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ মে ২০১৯ 
  4. ""Police did not beat them enough," says Majlis majority leader Ahmed Nihan"। ২০১৪-০৮-১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৫-১৬ 
  5. Idhurees, Niumathullah (মে ৭, ২০১৩)। "Two cops charged with assault on MPs Mariya, Moosa"Haveeru Online। মার্চ ৪, ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 

বহিঃসংযোগ

[সম্পাদনা]