বিষয়বস্তুতে চলুন

ফাদিয়া নাজিব থাবেত

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ফাদিয়া নাজিব থাবেত
ফাদিয়া ২০১৭ সালে সাহসিকতা পুরস্কার নিচ্ছেন।
জাতীয়তাইয়েমেনি
শিক্ষাSIT Graduate Institute
পরিচিতির কারণমানবাধিকার কর্মী

ফাদিয়া নাজিব থাবেত আমেরিকার একটি ইয়েমেনি স্নাতক ডিগ্রীর ছাত্রী। ২০১৬ সালের পূর্বে তিনি ইয়েমেনের শিশু সুরক্ষার কর্মকর্তা হিসেবে ছয় বছর কাজ করায় তাকে ২০১৭ সালে ইন্টারন্যাশনাল উইমেন অব কারেজ অ্যাওয়ার্ড পুরস্কার প্রদান করা হয়।

ছয় বছর তিনি ইয়েমেনের একটি শিশু সুরক্ষার কর্মকর্তা হিসেবে নিযুক্ত ছিলেন। তিনি মানসিকভাবে আঘাত প্রাপ্ত শিশুদের যত্ন নিচ্ছিলেন।[] তিনি ছেলেদের নিযুক্ত করা এবং বিচ্ছিন্নতার দিক থেকে প্রতিরোধ করে। তিনি হুথিস ও আল-কায়েদার মত দল এবং তার স্থানীয় শাখার আনসার আল শারিয়ার মত সন্ত্রাসী দলগুলিতে যোগদান থেকে ইয়েমেনের গৃহযুদ্ধে শিশু সৈন্য হওয়া থেকে তাদেরকে প্রতিরোধে সাহায্য করেন। তিনি জাতিসংঘের বিভিন্ন গোষ্ঠীর মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রে প্রমাণ উপস্থাপন করেন।[]

২০১৭ সালের মার্চ মাসে তিনি সাহসিকতা পুরস্কার প্রাপক একজন আন্তর্জাতিক নারী হয়ে ওঠে।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Fadia Najib Thabet receives International Women of Courage Award | SIT Graduate Institute"graduate.sit.edu (ইংরেজি ভাষায়)। ২০১৮-০৭-০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৭-০৮-২৬ 
  2. "Biographies of the Finalists for the 2017 Intbernational Women of Courage Awards"। US Department of State। সংগ্রহের তারিখ ২৬ আগস্ট ২০১৭ 
  3. "Honoring Women of Courage - Middle East and Europe"Voice of America। ১২ এপ্রিল ২০১৭। সংগ্রহের তারিখ ২৬ আগস্ট ২০১৭