মায়ের আঁচল
অবয়ব
মায়ের আঁচল | |
---|---|
পরিচালক | অনুপ সেনগুপ্ত |
প্রযোজক | অপূর্ব সেনগুপ্ত |
শ্রেষ্ঠাংশে | প্রসেনজিৎ চট্টোপাধ্যায় রঞ্জিত মল্লিক তাপস পাল অভিষেক চট্টোপাধ্যায় শঙ্কর চক্রবর্তী অনামিকা সাহা লকেট চট্টোপাধ্যায় |
সুরকার | অশোক ভাদ্র |
প্রযোজনা কোম্পানি | |
মুক্তি | ২০০৩ |
দেশ | ভারত |
ভাষা | বাংলা |
মায়ের আঁচল একটি বাংলা চলচ্চিত্র, এর পরিচালক অনুপ সেনগুপ্ত এবং এসকে মুভিজ ব্যানারের অধীনে অপূর্ব সেনগুপ্ত দ্বারা নির্মিত। এই ছবিতে অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রঞ্জিত মল্লিক, তাপস পাল এবং অভিষেক চট্টোপাধ্যায়। সঙ্গীত রচনা করেছেন অশোক ভাদ্র।[১]
অভিনয়ে
[সম্পাদনা]- প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
- রঞ্জিত মল্লিক
- তাপস পাল
- অভিষেক চট্টোপাধ্যায়
- দীপঙ্কর দে
- রচনা ব্যানার্জী
- শংকর চক্রবর্তী
- অনামিকা সাহা
- অনুরাধা রায়
- লকেট চট্টোপাধ্যায়
সংগীত
[সম্পাদনা]মায়ের আঁচল | ||||
---|---|---|---|---|
কর্তৃক সাউন্ডট্র্যাক অ্যালবাম | ||||
মুক্তির তারিখ | ২০০৩ | |||
ঘরানা | ছবির গান | |||
দৈর্ঘ্য | ২৬:৫৭ | |||
অশোক ভাদ্র কালক্রম | ||||
|
সকল গানের সুরকার অশোক ভাদ্র[২]।
নং. | শিরোনাম | শিল্পী | দৈর্ঘ্য |
---|---|---|---|
১. | "জিতে গেছি" | ৪:৩৩ | |
২. | "লজ্জা করে লজ্জা করে" | শ্রেয়া ঘোষাল | ২:২৭ |
৩. | "মিষ্টি হাসির ছলকানিতে" | ৪:৪৮ | |
৪. | "রাতের আলো ছায়ায়" | ৫:৪০ | |
৫. | "বম্বলে" | ৫:২৩ | |
৬. | "বিধিরে রেখো না গো" | ৪:০৬ | |
৭. | "আমি এক গাঁয়ের ছেলে" | ৪:৪৯ | |
মোট দৈর্ঘ্য: | ২৬:৫৭ |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Mayer Anchal (2003)"। Gomolo। ২২ সেপ্টেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০১৩।
- ↑ "Mayer Anchal songs"। Gomolo। ২২ সেপ্টেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০১৩।
- ↑ উদ্ধৃতি ত্রুটি:
<ref>
ট্যাগ বৈধ নয়;main details
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি