লকেট চট্টোপাধ্যায়
লকেট চট্টোপাধ্যায় | |
---|---|
![]() শ্রীমতী লকেট চট্টোপাধ্যায়,হুগলী লোকসভার সাংসদ,বিজেপি পশ্চিমবঙ্গ সাধারণ সম্পাদিকা | |
সংসদ সদস্য, লোকসভা | |
দায়িত্বাধীন | |
অধিকৃত কার্যালয় ২৩ মে ২০১৯ | |
পূর্বসূরী | রত্না দে |
সংসদীয় এলাকা | হুগলী |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | লকেট চট্টোপাধ্যায় ৪ ডিসেম্বর ১৯৭৪[১] কলকাতা, ভারত |
জাতীয়তা | ভারতীয় |
রাজনৈতিক দল | ভারতীয় জনতা পার্টি (২০১৫-বর্তমান) |
অন্যান্য রাজনৈতিক দল | সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস (২০১৫ পর্যন্ত) |
দাম্পত্য সঙ্গী | প্রসেনজিৎ ভট্টাচার্য |
সন্তান | ১ ছেলে |
প্রাক্তন শিক্ষার্থী | কলকাতা বিশ্ববিদ্যালয় |
পেশা | অভিনেত্রী, নৃত্যশিল্পী, সাংসদ |
স্বাক্ষর | ![]() |
লকেট চট্টোপাধ্যায় একজন ভারতীয় বাঙালী চিত্রাভিনেত্রী ও রাজনীতিবিদ৷ নৃত্যশিক্ষা করেন পশ্চিমবঙ্গের বিখ্যাত নৃত্যশিল্পী শ্রীমতী মমতা শঙ্করের কাছে৷ কৈশোর থেকেই নানা স্থানে নৃত্য পরিবেশন করা শুরু করেন৷ এরপর বাঙলা চলচ্চিত্র শিল্পে পদর্পণ করেন৷ কখনো নায়িকা আবার কখনো চরিত্রাভিনেত্রী হিসাবে নানা বাঙলা ছায়াছবিতে অভিনয় করেছেন ৷ তার সাম্প্রতিক ছায়াছবিগুলির মধ্যে অপর্ণা সেন পরিচালিত মৃণালিনী অন্যতম৷ এছাড়া ছয় ছুটি ছায়াছবিতে তিনি একজন সমকামী নারীর চরিত্রে অভিনয় করেন৷
ব্যক্তিগত জীবন[সম্পাদনা]
লকেট চট্টোপাধ্যায়ের জন্ম শ্রীরামকৃষ্ণের পরিবারে৷ শৈশব কেটেছে কলকাতার নিকটবর্তী দক্ষিণেশ্বরে৷ পিতা প্রয়াত অনিল চট্টোপাধ্যায় দক্ষিণেশ্বরের কালী মন্দিরের পুরোহিত ছিলেন ৷ ১৬ বছর বয়সে সমন্ধ করে বিবাহ হয় প্রসেনজিৎ ভট্টাচার্যের সাথে ৷ বিয়ের পর যোগমায়া কলেজে জীববিদ্যায় স্নাতক ডিগ্রী অর্জন করেন ৷
রাজনৈতিক অন্তর্ভুক্তি[সম্পাদনা]
লকেট চট্টোপাধ্যায়, ২০১৯ সাল থেকে পশ্চিমবঙ্গ রাজ্য ভারতীয় জনতা পার্টির একজন সাংসদ৷[২] ২০১৯ সালের লোকসভা নির্বাচনে লকেট চট্টোপাধ্যায় হুগলি লোকসভা কেন্দ্র থেকে ৭৩,৩৬২ ভোটের ব্যবধানে বিজয়ী হন। পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির মহিলা মোর্চার প্রধান মুখ এবং দায়িত্বপ্রাপ্ত সভাপতি।
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "Members : Lok Sabha"। loksabhaph.nic.in। সংগ্রহের তারিখ ২০১৯-১০-৩১।
- ↑ PTI। "Locket Chatterjee replaces Roopa Ganguly as WB BJP Mahila Morcha president"। economictimes.indiatimes.com। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ২৬, ২০১৭।