মর্ডোভিয়া এরিনা
অবস্থান | সারানস্ক, মর্ডোভিয়া, রাশিয়া |
---|---|
স্থানাঙ্ক | ৫৪°১০′৫৮″ উত্তর ৪৫°১২′০৫″ পূর্ব / ৫৪.১৮২৭৮° উত্তর ৪৫.২০১৩৯° পূর্ব |
ধারণক্ষমতা | ৪৪,৪৪২ (২০১৮ ফিফা বিশ্বকাপের সময়) ২৮,০০০ (বিশ্বকাপ পরবর্তী) |
উপরিভাগ | ঘাস |
নির্মাণ | |
কপর্দকহীন মাঠ | ২০১০ |
নির্মিত | ২০১৭ |
নির্মাণ ব্যয় | ৩০ কোটি মার্কিন ডলার |
স্থপতি | সারানস্কগ্রাজদানপ্রোয়েক্ট |
ভাড়াটে | |
এফসি মর্ডোভিয়া সারানস্ক |
মর্ডোভিয়া এরিনা (রুশ: «Мордовия Арена») রাশিয়ার মর্ডোভিয়ার সারানস্কে অবস্থিত একটি নির্মীয়মান ফুটবল স্টেডিয়াম। এটি ২০১৮ ফিফা বিশ্বকাপের ভেন্যুগুলোর একটি। এছাড়া এখানে রুশ প্রিমিয়ার লীগের এফসি মর্ডোভিয়া সারানস্ক ফুটবল ক্লাবের হোম ম্যাচ অনুষ্ঠিত হবে যা এর আগে স্টার্ট স্টেডিয়ামে অনুষ্ঠিত হত। এই স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা ৪৪,৪৪২।[১]
নকশা
[সম্পাদনা]২০১৮ ফিফা বিশ্বকাপের জন্য স্বাগতিক দেশ নির্বাচনের সময় জার্মান স্থপতি টিম হুপের সাময়িকভাবে নকশা করা স্টেডিয়ামের খসড়া দেখানো হয় যা সারানস্কে নির্মাণ করা হবে। পরবর্তীতে স্টেডিয়ামের চূড়ান্ত নকশার জন্য সারানস্কগ্রাজদানপ্রোয়েক্ট নামের একটি দেশীয় প্রতিষ্ঠান নির্বাচন করা হয়। গামলা-আকৃতির মাঠটি বিশ্বকাপের জন্য ৪৪,৪৪২ জন দর্শক ধারণক্ষমতা সম্পন্ন করে বানানো হচ্ছে। বিশ্বকাপের পরে আসন সংখ্যা কমিয়ে ২৮,০০০ করা হবে। বাম স্ট্যান্ড ও ছাদের মধ্যবর্তী অংশে অবসর সময় কাটানোর এবং বিনোদনের জন্য একটি স্থান নির্মাণ করা হচ্ছে।
২০১৮ ফিফা বিশ্বকাপ
[সম্পাদনা]তারিখ | সময় | ১ম দল | ফলাফল | ২য় দল | পর্ব | উপস্থিতি |
---|---|---|---|---|---|---|
১৬ জুন ২০১৮ | ১৯:০০ | পেরু | – | ডেনমার্ক | গ্রুপ সি | |
১৯ জুন ২০১৮ | ১৫:০০ | কলম্বিয়া | – | জাপান | গ্রুপ এইচ | |
২৫ জুন ২০১৮ | ২১:০০ | ইরান | – | পর্তুগাল | গ্রুপ বি | |
২৮ জুন ২০১৮ | ২১:০০ | পানামা | – | তিউনিসিয়া | গ্রুপ জি |