মন (চলচ্চিত্র)
মন | |
---|---|
পরিচালক | ইন্দ্র কুমার |
প্রযোজক | ইন্দ্র কুমার অশোক ঠাকেরিয়া |
চিত্রনাট্যকার | অতিশ কাপাডিয়া |
উৎস | এ্যান এ্যাফেয়ার টু রিমেম্বার (১৯৫৭) |
শ্রেষ্ঠাংশে | আমির খান মনীষা কৈরালা শর্মীলা ঠাকুর নীরাজ ভোরা অনিল কাপুর |
সুরকার | সঞ্জীব দর্শন |
চিত্রগ্রাহক | বাশা লাল |
সম্পাদক | হোসেন বার্মাওয়ালা |
পরিবেশক | যশ রাজ ফিল্মস |
মুক্তি |
|
স্থিতিকাল | ১৬০ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | হিন্দি |
নির্মাণব্যয় | ₹১৪০ মিলিয়ন (ইউএস$ ১.৭১ মিলিয়ন)[১] |
আয় | ₹৩৫৪.৫৬ মিলিয়ন (ইউএস$ ৪.৩৩ মিলিয়ন)[১] |
মন (হিন্দি: मन) হচ্ছে ১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত একটি প্রণয়ধর্মী হিন্দি চলচ্চিত্র। চলচ্চিত্রটির পরিচালক ছিলেন ১৯৯০ সালের আমির-মাধুরী জুটি খ্যাত চলচ্চিত্র 'দিল'-এর পরিচালক ইন্দ্র কুমার। আমির খান, মনীষা কৈরালা মন-এ প্রেমিক-প্রেমিকার ভূমিকায় অভিনয় করেন, আরো ছিলেন অনিল কাপুর এবং রাণী মুখার্জীও একটি গানে আমিরের সঙ্গে নাচেন। আমির খানের সঙ্গে এই চলচ্চিত্রটি ছিলো মনীষার দ্বিতীয়, এর আগে মনীষা আমিরের সঙ্গে এ্যাকেলে হাম এ্যাকেলে তুম (১৯৯৫) তে অভিনয় করেন যেটি ১৯৯৫ তে মুক্তি পেয়েছিলো।[২]
১৯৬৫ সালের হিন্দি চলচ্চিত্র 'ভিগি রাত'-এর অনুকরণে এই মন চলচ্চিত্রটি তৈরি করা হয়, ভিগি রাতে গায়ক কিশোর কুমারের বড় ভাই অশোক কুমার অভিনয় করেছিলেন।
কাহিনী
[সম্পাদনা]দেব করণ সিংহ ( আমির খান) একটি বিলাসবহুল জাহাজে প্রিয়া বর্মা (মনীষা কৈরালা) নামের একটি মেয়েকে দেখে পছন্দ করে ফেলে এবং পরে বন্ধুত্ব করে। দেব আবার এক শিল্পপতির মেয়েকে বিয়ে করতে আগেই রাজী হয়ে আছে আবার প্রিয়া রাজ (অনিল কাপুর) এর সঙ্গে বাগদান করেছে। দেব আর প্রিয়া দুজনে খুবই ভালো বন্ধু হয়ে যায় কিন্তু মাঝখান দিয়ে কিছু সমস্যা হয়।
অভিনয়ে
[সম্পাদনা]- অনিল কাপুর - রাজ
- আমির খান - দেব করণ সিং
- মনীষা কৈরালা - প্রিয়া বর্মা
- শর্মিলা ঠাকুর - দেবের দাদী
- দীপ্তি ভাটনগর - অনিতা সিংহানিয়া
- দালিপ তাহিল - প্রতাপ রায় সিংহানিয়া
- শ্যামা সিকন্দার - কামিনী
- নীরাজ ভোরা - নাট্টু
- পাপ্পু পলিয়েস্টার
গানের তালিকা
[সম্পাদনা]# | গান | কণ্ঠশিল্পী |
---|---|---|
১ | "চাহা হ্যায় তুঝকো" | উদিত নারায়ণ, অনুরাধা পাড়োয়াল |
২ | "ড্যান্স মিউজিক" | ইন্সট্রুমেন্টাল |
৩ | "ক্যাহনা হ্যায় তুমসে" | উদিত নারায়ণ, হেমা সারদেশাই |
৪ | "কালি নাগিন কে জ্যাসি" | উদিত নারায়ণ, কবিতা কৃষ্ণমূর্তি |
৫ | "খুশীয়া অর ঘাম" | উদিত নারায়ণ, অনুরাধা পাড়োয়াল |
৬ | "কিউ ছুপতে হো" | উদিত নারায়ণ, অনুরাধা পাড়োয়াল |
৭ | "মেরা মান কিউ তুমহে চাহে" | উদিত নারায়ণ, অল্কা ইয়াগনিক |
৮ | "নাশা ইয়ে পিয়ার কা নাশা" | উদিত নারায়ণ |
৯ | "তিনাক তিন তানা" | উদিত নারায়ণ, অল্কা ইয়াগনিক |
১০ | "তুমহারে বাঘ্যার জিনা কিয়া" (সংলাপ) | আমির খান |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ https://www.boxofficeindia.com/movie.php?movieid=2389
- ↑ "Rediff On The NeT, Movies: The review of Indra Kumar's Mann"। imsports.rediff.com। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-২৫।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইন্টারনেট মুভি ডেটাবেজে মন (ইংরেজি)
- হিন্দি ভাষার চলচ্চিত্র
- ১৯৯৯-এর চলচ্চিত্র
- ১৯৯০-এর দশকের হিন্দি ভাষার চলচ্চিত্র
- ভারতীয় প্রণয়ধর্মী চলচ্চিত্র
- ভারতীয় প্রণয়ধর্মী নাট্য চলচ্চিত্র
- যশ রাজ ফিল্মস পরিবেশিত চলচ্চিত্র
- আইটেম নাম্বার বিশিষ্ট চলচ্চিত্র
- সুইজারল্যান্ডে ধারণকৃত বিদেশি চলচ্চিত্র
- ইন্দ্র কুমার পরিচালিত চলচ্চিত্র
- সুইজারল্যান্ডে ধারণকৃত চলচ্চিত্র
- ভারতীয় চলচ্চিত্রের পুনর্নির্মাণ
- মার্কিন চলচ্চিত্রের ভারতীয় পুনর্নির্মাণ