বিষয়বস্তুতে চলুন

মনিরুল হক চৌধুরী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মনিরুল হক চৌধুরী
কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য
কাজের মেয়াদ
৩ মার্চ ১৯৮৮ – ২৪ নভেম্বর ১৯৯৫
পূর্বসূরীআবুল কালাম মজুমদার
উত্তরসূরীআমিন উর রশিদ ইয়াছিন
কাজের মেয়াদ
১ অক্টোবর ২০০১ – ২৭ অক্টোবর ২০০৬
পূর্বসূরীআ হ ম মোস্তফা কামাল
উত্তরসূরীতাজুল ইসলাম
ব্যক্তিগত বিবরণ
জন্ম১৯৪৬
কুমিল্লা, সদর দক্ষিণ উপজেলা, বাংলাদেশ
রাজনৈতিক দলবাংলাদেশ জাতীয়তাবাদী দল
সন্তানচৌধুরী সায়মা ফেরদৌস (মেয়ে)

মনিরুল হক চৌধুরী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিবিদ তিনি ১৯৪৬ সালে জন্মগ্রহণ করেন, মুক্তিযুদ্ধের সংগঠক ও কুমিল্লা-৯ আসনের সাবেক সংসদ সদস্য[][][]

জন্ম ও প্রাথমিক জীবন

[সম্পাদনা]

মনিরুল হক চৌধুরী কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলা নোয়গ্রাম নামক গ্রামে ১৯৪৬ সালে জন্মগ্রহণ করেন।

রাজনৈতিক ও কর্মজীবন

[সম্পাদনা]

মনিরুল হক চৌধুরী ১৯৭৪ সাল থেকে ১৯৭৫ সাল পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ছিলেন। পরে তিনি জাতীয় পার্টি হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগ দেন।[] বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জাতীয় ঐক্যফ্রন্টের সমন্বয়ক তিনি। ১৯৮৮ সালের তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে তিনি জাতীয় পার্টির মনোনয়নে কুমিল্লা-৯ আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।[] ১৯৯১ সালের পঞ্চম জাতীয় নির্বাচনে তিনি একই আসন থেকে জাতীয় পার্টির হয়ে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন।[] ১৯৯৬ সালের জাতীয় নির্বাচনে তিনি জাতীয় পার্টির প্রার্থী হয়ে পরাজিত হন।[] ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে তিনি একই আসন থেকে বিএনপির মনোনয়নে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন।[][] ২০১৮ সালের নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে কুমিল্লা-১০ আসনের প্রার্থী ছিলেন তিনি।[]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "৪র্থ জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। 
  2. "৫ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ১৭ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। 
  3. "৮ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। 
  4. "রাজপথ কাঁপানো সেই ছাত্রলীগ নেতারা কে কোথায়?"Ekushey TV। ২০১৮-০৮-১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০২-২৩ 
  5. "মনিরুল হক চৌধুরী"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২০-০২-২৩