বিষয়বস্তুতে চলুন

কালিনিনগ্রাদ সময়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রাশিয়ায় সময়
  ইউএসজেড১ কালিনিনগ্রাদ সময় ইউটিসি+২ (এমএসকে–১)
  এমএসকে মস্কো সময় ইউটিসি+৩ (এমএসকে±০)
  এসএএমটি সামারা সময় ইউটিসি+৪ (এমএসকে+১)
  ওয়াইইকেটি ইয়েকাটেরিনবার্গ সময় ইউটিসি+৫ (এমএসকে+২)
  ওএমএসটি ওমস্ক সময় ইউটিসি+৬ (এমএসকে+৩)
  কেআরএটি ক্রাশনুইয়ার্স্ক সময় ইউটিসি+৭ (এমএসকে+৪)
  আইআরকেটি ইরখুটস্ক সময় ইউটিসি+৮ (এমএসকে+৫)
  ওয়াইএকেটি ইয়াখুটস্ক সময় ইউটিসি+৯ (এমএসকে+৬)
  ভিএলএটি ভ্লাদিভস্তক সময় ইউটিসি+১০ (এমএসকে+৭)
  এমএজিটি ম্যাগাডান সময় ইউটিসি+১১ (এমএসকে+৮)
  পিএটিটি কামচাটকা সময় ইউটিসি+১২ (এমএসকে+৯)
ইউরোপের সময় অঞ্চল:
হালকা নীল পশ্চিম ইউরোপীয় সময় / গ্রীনিচ মান সময় (ইউটিসি)
নীল পশ্চিম ইউরোপীয় সময় / গ্রীনিচ মান সময় (ইউটিসি)
পশ্চিম ইউরোপীয় গ্রীষ্মকালীন সময় / ব্রিটিশ গ্রীষ্মকালীন সময় / আইরিশ প্রমাণ সময় (ইউটিসি+১)
গোলাপী কেন্দ্রীয় ইউরোপীয় সময় (ইউটিসি+১)
কেন্দ্রীয় ইউরোপীয় গ্রীষ্মকালীন সময় (ইউটিসি+২)
হলুদ পূর্ব ইউরোপীয় সময় / কালিনিনগ্রাদ সময় (ইউটিসি+২)
গাঢ় হলুদ পূর্ব ইউরোপীয় সময় (ইউটিসি+২)
পূর্ব ইউরোপীয় গ্রীষ্মকালীন সময় (ইউটিসি+৩)
হালকা সবুজ অধিকতর-পূর্ব ইউরোপীয় সময় / মিন্‌স্ক সময় / ইউটিসি+৩ / তুরস্ক সময় (ইউটিসি+৩)
হালকা রঙ নির্দেশ করে যেখানে প্রমাণ সময় সমস্ত বছর পালন করা হয়; গাঢ় রং নির্দেশ করে যেখানে একটি গ্রীষ্মকালীন সময় পালন করা হয়।

কালিনিনগ্রাদ সময় হলো একটি সময় অঞ্চল, যেটি ইউটিসি হতে ২ ঘণ্টা এগিয়ে (ইউটিসি+০২:০০) এবং মস্কো সময় হতে ১ ঘণ্টা পেছনে (এমএসকে−১)।[] এই সময়টি রাশিয়ার কালিনিনগ্রাদ প্রদেশে ব্যবহৃত হয়।

২০১১ পর্যন্ত, কালিনিনগ্রাদ সময় পূর্ব ইউরোপীয় সময়ের (ইউটিসি+০২:০০; দিবালোক সংরক্ষণ সময়ের সাথে ইউটিসি+০৩:০০) সাথে অভিন্ন ছিল। ২৭ মার্চ ২০১১ সালে, রাশিয়া স্থায়ীভাবে ডিএসটিতে সরে যায়, যেন ঘড়ি এমন একটা সময় নির্দেশ করে যেটা পূর্বে সারাবছর ধরে গ্রীষ্মকাল নির্দেশ করত। এর ফলে, কালিনিনগ্রাদ সময় স্থায়ীভাবে ইউটিসি+০৩:০০-এ পরিণত হয়ে যায়। ২৬ অক্টোবর ২০১৪ সালে, এই আইনটি উলটো হয়ে যায়, কিন্তু দিবালোক সংরক্ষণ সময় পুনরায় প্রবর্তিত হয় না, যার ফলে কালিনিনগ্রাদ বর্তমানে ইউটিসি+০২:০০-এ পরিণত হয়েছে।[]

প্রধান শহরসমূহ:

আরো দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Current Local Time in Kaliningrad, Russia"timeanddate.com। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০১৭ 
  2. "Russia: Putin abolishes 'daylight savings' time change"BBC News। ২২ জুলাই ২০১৪। সংগ্রহের তারিখ ৩০ জানুয়ারি ২০১৭